ঢাকা, রবিবার ১৪, ডিসেম্বর ২০২৫ ১৭:২৮:৫৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন প্রধান উপদেষ্টা শহীদ বুদ্ধিজীবী দিবস আজ সুদানে সন্ত্রাসী হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৬ শান্তিরক্ষী নিহত জুলাইযোদ্ধাদের নিরাপত্তায় হতে পারে বিশেষ সেল সোনার দাম ভরিতে বাড়ল ৩৪৫৩ টাকা

ভারতীয় ব্যাটার স্মৃতিতে মুগ্ধ বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা

খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৫:৩৫ পিএম, ১৫ অক্টোবর ২০২২ শনিবার

স্মৃতি মান্ধানা;

স্মৃতি মান্ধানা;

স্মৃতি মান্ধানা; ভারতীয় নারী ক্রিকেট দলের তারকা খেলোয়াড়। সিলেটে অনুষ্ঠিত নারীদের টি-২০ বিশ্বকাপে তার চমৎকার শৈল্পীক ব্যাটিং দৃষ্টি কারে গ্যালারিতে বসা হাজার হাজার ক্রিকেটপ্রেমীর। তার অসাধারণ ব্যাটিংয়ে আজ বাংলাদেশের মাটিতে শ্রীলঙ্কাকে পরাজিত করে সপ্তমবারের মত চ্যাম্পিয়ান হয় ভারত। কে এই স্মৃতি মান্ধানা...!

মহারাষ্ট্রের সাংলি এলাকায় জন্মগ্রহণকারী প্রথিতযশা ভারতীয় প্রমিলা আন্তর্জাতিক ক্রিকেটার স্মৃতি মান্ধানা। ভারত ক্রিকেট দলের অন্যতম সদস্য তিনি। দলে তিনি মূলতঃ বামহাতি ব্যাটসম্যান হিসেবে খেলছেন। এছাড়াও ডানহাতে মিডিয়াম পেস বোলিংয়ে পারদর্শী স্মৃতি।

১৯৯৬ সালের ১৮ জুলাই তার জন্ম। স্মিতা ও শ্রীনিবাস মান্ধানা দম্পতির সন্তান তিনি। দুই বছর বয়সে সাংলি থেকে মহারাষ্ট্রে স্থানান্তরিত হয় তার পরিবার। মহারাষ্ট্রে তার শিক্ষাজীবন কাটে। 

তার বাবা এবং ভাই শ্রাবণ মান্ধানা জেলা পর্যায়ে সাংলি জেলার পক্ষে ক্রিকেট খেলেছেন। মহারাষ্ট্রের অনূর্ধ্ব-১৬ প্রতিযোগিতায় ভাইয়ের খেলা দেখে ক্রিকেটের দিকে ধাবিত হন স্মৃতি। নয় বছর বয়সে মহারাষ্ট্রের অনূর্ধ্ব-১৫ পর্যায়ের দলে খেলার জন্য মনোনীত হন। এগারো বছর বয়সে মহারাষ্ট্রের অনূর্ধ্ব-১৯ পর্যায়ের দলে খেলার জন্য মনোনীত হন।

স্মৃতির পরিবার নিবিড়ভাবে তার ক্রিকেটীয় কর্মকাণ্ডের সাথে জড়িত।  তারা বাবাই মূলত তার ক্রিকেট নানা বিষয় তত্ত্বাবধান করেন। 

২০১৩ সালের ২০ এপ্রিল বাংলাদেশের বিপক্ষে একদিনের আন্তর্জাতিকে অভিষেক ঘটে স্মৃতি মান্ধানার। ২০১৬ সালে অস্ট্রেলিয়া সফরে সিরিজের দ্বিতীয় ওডিআইয়ে ১০৯ বল মোকাবেলা করে ১০২ রান তুলেন। হোবার্টের বেলেরিভ ওভালের ঐ খেলায় নিজস্ব প্রথম শতরান করেন। ওডিআই অভিষেকের আগেই একই দলের বিপক্ষে ২০১৩ সালের ৫ এপ্রিল টি-২০ তে অভিষেক হয় স্মৃতির।

২০১৪ সালের ১৩ আগস্ট  ইংল্যান্ডের বিপক্ষে তার টেস্ট অভিষেক হয়। ওর্মস্লি পার্কে অনুষ্ঠিত ঐ টেস্টে ২২ ও ৫১ রান তুলে দলকে জয়ের সন্ধান দেন এই তরুণী ব্যাটার। ১৮২ রানের জয়ের লক্ষ্যমাত্রায় নেমে দ্বিতীয় ইনিংসে থিরুশ কামিনি’র সাথে উদ্বোধনী জুটিতে ৭৬ রান তুলেছিলেন। ২০১৬ সালের আইসিসি নারী বিশ্ব টি-২০ প্রতিযোগিতায় অংশ নেন তিনি।

ক্রিকেট বিশ্বকাপ: আইসিসি নারী ক্রিকেট বিশ্বকাপকে ঘিরে ২০১৭ সালের  ১৫ মে মিতালী রাজের অধিনায়কত্বে ১৫ সদস্যের ভারতীয় দলের তালিকা প্রকাশ করা হয়। এতে তিনিও অন্তর্ভুক্ত হন। সে বছর ২৪ জুন ডার্বির কাউন্টি গ্রাউন্ডে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে অনুষ্ঠিত খেলায় স্মরণীয় ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করেন স্মৃতি। মাত্র ৭২ বলে ৯০ রান তুলে দলকে নির্ধারিত ৫০ ওভারে ২৮১/৩-এ নিয়ে যান। এরপর দীপ্তি শর্মা’র ৩/৪৭ বোলিং পরিসংখ্যানে ইংল্যান্ড ২৪৬ রানে গুটিয়ে যায়। এরফলে ভারতীয় দল ৩৫ রানে জয়লাভ করে। খেলায় তিনি ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার লাভ করেন।

একমাত্র ভারতীয় প্রমিলা খেলোয়াড় হিসেবে ২০১৬ সালে আইসিসি বর্ষসেরা নারী দলের সদস্যরূপে মনোনীত হন স্মৃতি মান্ধানা।

তিনি প্রথম ভারতীয় নারী খেলোয়াড় হিসেবে গোলাপি বলে দিন-রাতের টেস্টে শতরান করেছেন। এর পাশাপাশি স্মৃতি ভারতের প্রথম নারী খেলোয়াড় হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট শতরান করেছেন। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি হতে ২০১৮ ও ২০২১ সালে তিনি বর্ষসেরা নারী ক্রিকেটারের পুরস্কার লাভ করেন।