ঢাকা, সোমবার ২২, ডিসেম্বর ২০২৫ ১১:৩৬:৫২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
নিরাপত্তা, অস্ত্রের লাইসেন্স চেয়ে আবেদন ১৫ রাজনীতিবিদের ‘ভোটের গাড়ি’র প্রচার শুরু আজ আগামী বাজেটের রূপরেখা দিয়ে যাবে অন্তর্বর্তী সরকার গণভোট নিয়ে নানা শঙ্কা পশ্চিম তীরে নতুন ১৯টি বসতি স্থাপনের অনুমোদন দিল ইসরায়েল

রাকিব হত্যা মামলা : আসামিদের জামিন নামঞ্জুর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত : ০৮:১২ এএম, ২২ সেপ্টেম্বর ২০১৫ মঙ্গলবার

খুলনায় নির্মম নির্যাতনে নিহত শিশু রাকিব (১২) হত্যা মামলার অভিযোগ আমলে নিয়েছেন আদালত। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে খুলনা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক (অতিরিক্ত মহানগর দায়রা জজ) দিলরুবা সুলতানা অভিযোগ আমলে নিয়ে ৫ অক্টোবর অভিযোগ গঠনের দিন ধার্য করেন। একইসঙ্গে আসামিদের জামিন নামঞ্জুর করেন।

বাদীপক্ষের আইনজীবী ও বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা, খুলনার কো-অর্ডিনেটর মোমিনুল ইসলাম জানান, মঙ্গলবার মহানগর দায়রা জজ আদালতে রাকিব হত্যা মামলার অভিযোগ গঠনের দিন ধার্য ছিল। এ সময় আদালত শুনানি শেষে অভিযোগ আমলে নিয়ে আগামী ৫ অক্টোবর অভিযোগ গঠনের দিন ধার্য করেন। তবে এ সময় আদালতে আসামিপক্ষের আইনজীবী তৌহিদুর রহমান তুষার জামিন আবেদন করলে তা নামঞ্জুর করেন আদালত। এদিকে, আদালত চত্বর থেকে দুর্বৃত্তরা রাকিবের ছোট বোন রিমিকে অপহরণের চেষ্টা করে বলে অভিযোগ উঠলেও বিষয়টি স্রেফ ভুল বোঝাবুঝি বলে জানিয়েছে পুলিশ। এ কারণে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল থেকে আসামিপক্ষের দু’জনকে থানায় নেওয়া হলেও পরবর্তীতে তাদের ছেড়ে দেওয়া হয়।  

খুলনা সদর থানার উপ-পরিধর্শক (এসআই) মোস্তাক আহমেদ উইমেননিউজকে জানান, তারা আসামিদের স্বজন, মামলার বিষয়ে জানতে আদালতে এসেছিলেন। কিন্তু বাদীপক্ষ ভুল ভেবে তাদের ধাওয়া করে। গত ৩ আগস্ট বিকেলে নগরীর টুটপাড়া সেন্ট্রাল রোডস্থ শরীফ মোটর্সের ভেতরে মোটরসাইকেল গ্যারেজ মালিক শরীফ ও তার কথিত চাচা মিন্টু মোটরসাইকেলের হাওয়া দেওয়া কমপ্রেসার মেশিনের পাইপ রাকিবের পায়ুপথে ঢুকিয়ে পেটে হাওয়া দিয়ে নির্মমভাবে হত্যা করে।

এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে শরীফ মোটর্সের মালিক শরীফ, তার মা বিউটি বেগম ও সহযোগী কথিত চাচা মিন্টু মিয়াকে ক্ষুব্ধ জনতা গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। পরে আসামিরা সবাই ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। ২৫ আগস্ট মামলার তদন্তকারী কর্মকর্তা উপ পরিদর্শক (এসআই) কাজী মোস্তাক আহমেদ এজাহারভুক্ত তিনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। গত ৬ সেপ্টেম্বর মহানগর আদালত বিচারকাজ শুরুর জন্য মামলাটি মহানগর দায়রা জজ আদালতে প্রেরণ করেন।