ঢাকা, শনিবার ২০, ডিসেম্বর ২০২৫ ৫:০০:০৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ওসমান হাদির মৃত্যুতে শনিবার রাষ্ট্রীয় শোক ট্রাভেল পাসের জন্য আবেদন করেছেন তারেক রহমান আন্দোলনকারীদের ধৈর্য ধরার আহ্বান ডিএমপি কমিশনারের ধানমন্ডি ৩২ নম্বরে আবারো আগুন-ভাঙচুর প্রথম আলো-ডেইলি স্টার কার্যালয়ে ভাঙচুর-আগুন

রোজার আগেই কাঁচা মরিচের সেঞ্চুরি, সবজির দাম চড়া

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:১৩ এএম, ৫ মার্চ ২০২২ শনিবার

ফাইল ছবি

ফাইল ছবি

রোজা আসতে এখনো এক মাস বাকি। এরইমধ্যে বাজারে লেগেছে আগুন। রাজধানীর কাঁচাবাজারগুলোতে অস্বাভাবিক হারে বেড়েছে কাঁচামরিচসহ সব ধরনের শাকসবজির দাম। এক সপ্তাহের ব্যবধানে ৬০-৬৫ টাকার কাঁচামরিচের দাম বেড়ে হয়েছে ১০০-১২০ টাকা। অর্থাৎ, গত সপ্তাহের তুলনায় দাম বেড়েছে ৪০-৬০ টাকা পর্যন্ত। পিছিয়ে নেই অন্যান্য সবজির দামও। 

শনিবার (৫ মার্চ) রাজধানীর নিউমার্কেট কাঁচাবাজারে দেখা যায়, প্রতি কেজি গোল আলু বিক্রি হচ্ছে ২০ টাকা, দেশি পেঁয়াজ ৫৭ টাকা, ভারতীয় পেঁয়াজ ৫৫ টাকা, দেশী আদা ৮০ টাকা, চায়না আদা ৮৫ টাকা, চায়না রসুন ১০০ টাকা, দেশী রসুন ৭০ টাকা, শুকনা মরিচ ২০০ টাকা দরে।

সবজির দোকানগুলোতে যথেষ্ট সরবরাহ রয়েছে টমেটো, গোল বেগুন, লম্বা বেগুন, করলা, পটল, লাউ, কাঁচা পেঁপে, শসা, গাজর, ফুলকপি, বরবটি, চিচিঙ্গা, মিষ্টি কুমড়া, ঝিঙ্গা, কচুর লতি, ঢেঁড়স অন্যান্য সবজির। 

তবে দামের ক্ষেত্রে কোনো সবজিই গত সপ্তাহের বাজারদরে নেই। দাম কমেছে শুধু গোলবেগুনের। গত সপ্তাহে কেজিপ্রতি ৮০ টাকায় বিক্রি হলেও আজ বিক্রি হচ্ছে ৬০ টাকা দরে। এছাড়া অন্যান্য সবজি ৮০-১০০ টাকা কেজি বিক্রি হচ্ছে। ঢেঁড়স-করলার দাম ঠেকেছে ১২০ টাকা, বরবটি ১৬০ টাকা। অথচ গত সপ্তাহের বাজারেও এসব সবজি পাওয়া যেত ৮০-১০০ টাকায়।

শাকের বাজারেও আগুন। লাউশাক, পালং শাক, লাল শাক, কলমি শাক, কচু শাকসহ সবধরনের শাকের বাজারই চড়া। আটিপ্রতি লাউ শাক ৫০-৬০ টাকা এবং অন্যান্য শাকের আঁটি ২৫-৪০ টাকায় বিক্রি হচ্ছে। 

কাঁচাবাজারে সবজি বিক্রেতা মজিবুর রহমান বলেন, আড়ত থেকেই অতিরিক্ত দামে কিনতে হচ্ছে শাকসবজি। তাই খুচরা বাজারেও এর প্রভাব পড়েছে। তবে কী কারণে আড়তে দাম বেড়েছে তা জানা নেই।

পেঁয়াজ বিক্রেতা আরিফুল ইসলাম বলেন, সামনে আরো দাম বাড়ার সম্ভাবনা রয়েছে। আমরা পর্যাপ্ত পেঁয়াজ আড়তে পাচ্ছি না। রসুন আদাসহ অন্যান্য পণ্যের দামও কিছুটা বেড়েছে।

এছাড়াও মসলা ও মুদি পণ্যের বাজার ঘুরে দেখা যায়, জিরা ৩১০ টাকা, বড় এলাচ ২৬২০ টাকা, ছোট এলাচ ২২৮০ টাকা, দারুচিনি ৪০০ টাকা, লবঙ্গ ১০১০ টাকা, কালো মরিচ ৭১০ টাকা, সাদা মরিচ ৮৬০ টাকা, কালোজিরা ১২০ টাকা, সরিষা ১১০ টাকা, আলুবোখারা ৪২০ টাকা, কিসমিস ৩৩০ টাকা, মেথি ১২০ টাকা, মুগ ডাল ১২৫ টাকা, বুটের ডাল ৮০ টাকা, মসুর ডাল ১২০ টাকা, ছোলা ৭৫ টাকা, চিনিগুড়া চাল ১০০-১২০ টাকা, মিনিকেট চাল ৫৫-৬৩ টাকা, নাজিরশাইল চাল ৭০ টাকা, মোটা চাল ৫২ টাকা, চিনি ৭৬ টাকা এবং মোটা ডাল ৯৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

স্থিতিশীল রয়েছে ডিম ও মাংসের বাজার। ডিম হালিপ্রতি ৩৮ টাকা ও ব্রয়লার মুরগির কেজি ১৬০-১৭০ টাকা, লেয়ার মুরগির কেজি  ২৫০-২৬০ টাকা এবং সোনালি মুরগি ২৫০-২৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

অপরিবর্তিত রয়েছে গরু ও খাসির মাংসের দামও। গরুর মাংস হাড়সহ ৬০০ টাকা, হাড় ছাড়া ৭৫০ টাকা এবং খাসির মাংস ৮০০-৯০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।