ঢাকা, শনিবার ২০, ডিসেম্বর ২০২৫ ১০:৩৮:১৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
নির্বাচনের বাকি ৫৩ দিন, সামনের প্রতিটি দিনই গুরুত্বপূর্ণ! ‘সীমান্তে অতন্দ্র প্রহরীর দায়িত্ব পালন করছে বিজিবি’ ওসমান হাদির মৃত্যুতে রাষ্ট্রীয় শোক আজ ট্রাভেল পাস হাতে পেয়েছেন তারেক রহমান উদীচী শিল্পীগোষ্ঠীর অফিসে আগুন

সপ্তাহের ব্যবধানে আবারও বেড়েছে মুরগির দাম

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:০৩ পিএম, ১৮ ডিসেম্বর ২০২১ শনিবার

ফাইল ছবি

ফাইল ছবি

চট্টগ্রাম নগরীর বাজারগুলোতে সপ্তাহের ব্যবধানে আবারও কেজিতে ১০ টাকা করে বেড়েছে মুরগির দাম। এছাড়া নতুন করে যুক্ত হয়েছে এলাচের দাম। যা কেজি প্রতি বেড়েছে ১০০ থেকে ১২০ টাকা।

 নিত্যপ্রয়োজনীয় সব পণ্যের দাম ইচ্ছেমত বাড়িয়ে দিচ্ছেন বিক্রেতারা। এতে সবচেয়ে বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্যবিত্তরা।

শনিবার নগরীর রিয়াজ উদ্দীন বাজার, বহদ্দারহাট কাঁচা বাজার, চকবাজার, কাজীর দেউড়ি বাজার ঘুরে এ তথ্য জানা যায়।

বাজারে প্রতিকেজি ফুলকপি ৬০ টাকা, গাজর প্রতি কেজি ৮০ টাকা, চাল কুমড়া পিস ৪০ টাকা, প্রতি পিস লাউ আকারভেদে বিক্রি হচ্ছে ৩০ টাকায়, আলু ২৫ টাকা, মিষ্টি কুমড়ার কেজি ৪০ টাকা, চিচিঙ্গা ৫০ টাকা, বরবটি ৬০ টাকা, কাঁচামরিচ ৮০ টাকা, শিম ৪০ থেকে ৪৫ টাকা, ঢেঁড়স ৫০ টাকা, বেগুন ৫০ টাকা, পেঁপে ৩০ টাকায় বিক্রি হচ্ছে।

মাছের বাজারে ইলিশের যোগান একেবারে কম থাকায় প্রতিকেজি হাজার থেকে ১৪০০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া তেলাপিয়া ১৬০ থেকে ১৭০ টাকা, রুই ২৯০ থেকে ৩০০ টাকা, কাতলা ৩০০ টাকা, চিংড়ি ৬০০ থেকে ৮০০ টাকা, রূপচাঁদা ১২০০ টাকায় বিক্রি হচ্ছে।

অন্যদিকে সপ্তাহের ব্যবধানে কেজিতে ১০ টাকা করে বেড়েছে ব্রয়লার মুরগির দাম। গত সপ্তাহে ১৫৫ টাকায় বিক্রি হওয়া ব্রয়লার মুরগি আজ ১৬৫ থেকে ১৭০ টাকায় বিক্রি হচ্ছে। অপরদিকে সোনালি ২৮০ থেকে ৩শ ও দেশি মুরগি ৪শ থেকে ৪৫০ টাকায় বিক্রি হচ্ছে।

প্রতিলিটার সয়াবিন তেল বিক্রি হচ্ছে ১৫৫ টাকায়। প্রতিকেজি পেঁয়াজ ৫০ থেকে ৫৫ টাকা, চায়না আদা ১২০, দেশি ও ভারতীয় আদা ১০০ টাকা, এলাচ ১৯শ থেকে ২ হাজার টাকায় বিক্রি হচ্ছে। প্রতিকেজি চিনি বিক্রি হচ্ছে ৭৮ টাকায় ।

নগরীর রিয়াজউদ্দীন বাজারের মুরগি বিক্রেতা নিবিড় বলেন, বিজয় দিবসসহ টানা তিনদিনের ছুটিতে বিভিন্ন প্রোগ্রাম থাকার কারণে মুরগির চাহিদা বেড়ে গেছে। সেই সাথে শীতকাল আসায় সামাজিক অনুষ্ঠানও বেড়ে গেছে। তাই দামটা একটু বাড়তি।