ঢাকা, শনিবার ২০, ডিসেম্বর ২০২৫ ১৫:৪৭:০১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
নির্বাচনের বাকি ৫৩ দিন, সামনের প্রতিটি দিনই গুরুত্বপূর্ণ! ‘সীমান্তে অতন্দ্র প্রহরীর দায়িত্ব পালন করছে বিজিবি’ ওসমান হাদির মৃত্যুতে রাষ্ট্রীয় শোক আজ ট্রাভেল পাস হাতে পেয়েছেন তারেক রহমান উদীচী শিল্পীগোষ্ঠীর অফিসে আগুন

সাতক্ষীরায় স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৫:০২ পিএম, ২৯ জুলাই ২০১৯ সোমবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সাতক্ষীরায় স্ত্রী কঙ্কাবতী মন্ডলকে হত্যার দায়ে স্বামী বিজন মন্ডলকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত। সোমবার দুপুর ১২টায় জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান এ আদেশ দেন। এ সময় আসামি কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্ত বিজন মন্ডল (৪৭) সাতক্ষীরার আশাশুনি উপজেলার গোয়ালডাঙা গ্রামের মনোহর মন্ডলের ছেলে। নিহত কঙ্কাবতী (৪০) একই উপজেলার ফকরাবাদ গ্রামের অনিল কৃষ্ণ মন্ডলের মেয়ে।

মামলার বিবরণ থেকে জানা যায়, ১৯৯৬ সালে কঙ্কাবতী মন্ডলকে বিয়ে করেন বিজন মন্ডল। কয়েক বছর পর প্রতিবেশী এক নারীর সঙ্গে বিজনের পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রতিবাদ করায় কঙ্কাবতীর সঙ্গে বিজনের প্রায়ই ঝগড়া লাগতো। তারই জেরে ২০১৭ সালের ১০ জুন রাত ১১টার দিকে বিজন তার স্ত্রীর নাকে-মুখে লাঠি দিয়ে আঘাত করে। এরপর জ্ঞান হারিয়ে যাওয়া কঙ্কাবতীর গলায় রশি লাগিয়ে ফাঁস দিয়ে হত্যা করেন বিজন। পরে লাশ বাড়ির পাশের পুকুর পাড়ে আম গাছে ঝুলিয়ে আত্মহত্যা বলে প্রচার করেন।

ঘটনার পরের দিন কঙ্কাবতীর পরিবারের জেরার মুখে স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেন বিজন। এরপর তাকে পুলিশে দেয়া হয়। এ ঘটনায় নিহতের বাবা অনিল কৃষ্ণ মন্ডল বাদী হয়ে ওইদিনই জামাতা বিজনকে প্রধান আসামি করে অজ্ঞাতনামা আরও তিনজনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

১২ জুন বিজন সাতক্ষীরার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম মো. জাহিদ হোসেনের কাছে জবানবন্দি দেন যে, পরকীয়া প্রেমে বাধা দেয়ার কারণেই তিনি স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করেন। এরপর মামলার তদন্ত কর্মকর্তা আশাশুনি থানার উপপরিদর্শক আব্দুর রাজ্জাক ২০১৭ সালের ১১ সেপ্টেম্বর এজাহারভুক্ত বিজন মন্ডলের নামে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

মামলার নয়জন সাক্ষীর জবানবন্দি ও নথি পর্যালোচনা শেষে আসামি বিজন মন্ডলের বিরুদ্ধে স্ত্রীকে হত্যার বিষয়টি সন্দেহাতীতভাবে প্রমাািণত হওয়ায় বিচারক শেখ মফিজুর রহমান তাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের নির্দেশ দেন।

মামলার বাদী অনিল কৃষ্ণ মন্ডল বলেন, রায়ে তিনি খুশী। উচ্চ আদালতে যাতে এ রায় বহাল থাকে সেজন্য তিনি বিচার ব্যবস্থার সঙ্গে জড়িত সকলের সহায়তা কামনা করেন।

-জেডসি