ঢাকা, শুক্রবার ০৫, ডিসেম্বর ২০২৫ ২২:১১:৫২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ আসছে না এয়ার অ্যাম্বুলেন্স, খালেদা জিয়ার লন্ডন যাত্রা পেছাল খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে জুবাইদা রহমান ‘শেখ হাসিনাকে ফেরাতে ভারতের ইতিবাচক সাড়া নেই’ বেশির ভাগ সবজিই ৬০-৮০ টাকার ওপরে বন্যায় সহায়তা: বাংলাদেশকে ধন্যবাদ জানালেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী

সাবালেঙ্কার সাফল্যের রহস্য

ক্রীড়া ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:২৯ এএম, ১৪ সেপ্টেম্বর ২০২৫ রবিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সদ্য ইউএস ওপেন নারী এককের শিরোপাজয়ী বেলারুশের টেনিসকন্যা আরিনা সাবালেঙ্কা নিজের দুর্বলতা নিয়ে বলেছেন। তিনি বলেছেন, ‘শপিং। ওটা কিছুতেই নিয়ন্ত্রণ করতে পারি না।’ ’ 

এক সাক্ষাৎকারে চারবারের গ্র্যান্ড স্লামজয়ীকে প্রশ্ন করা হয়েছিল তার সাফল্যের রহস্য নিয়ে। 

সাবালেঙ্কা বলেছেন, ‘সাফল্যের আসল রহস্য হলো শৃঙ্খলা। প্রতিদিন সকালে ওঠা, অনুশীলনে যাওয়া। অনেক সময় সকালে উঠে অনুশীলনে যেতে ইচ্ছা করে না। তবু যেতে হয়। যদি আপনি সেটা করতে পারেন, তাহলে সাফল্য আসবেই। আপনি যে কাজটা করছেন সেটা যদি ভালোবাসেন, তাহলে সফল হওয়া আটকানো যাবে না। এজন্যই আমি এত ট্রফি জিততে পেরেছি।’

দুঃসময়ে নাড়া দেয় ব্যর্থতার ভাবনা। ইচ্ছা করে খেলা ছেড়ে দিতে। সাবালেঙ্কার মনেও কি এমন ভাবনা এসেছিল? বেলারুশের এই তারকা বলেন, ‘‘অবশ্যই এসেছিল। বছরতিনেক আগের ঘটনা। বারবার ‘ডাবল ফল্ট’ করছিলাম। কিছুতেই ঠিক করে সার্ভ করতে পারছিলাম না। খেলা ছেড়ে দেওয়ার কাছাকাছি চলে গিয়েছিলাম। বুঝতেই পারছিলাম না সমস্যাটার কীভাবে সমাধান করব। মনোবিদের সাহায্য নিয়েছিলাম। ভেবেছিলাম, এবার খেলাটা ছাড়তে হবে। তারপর একজনের সাহায্য নিয়ে সমস্যাটা ঠিক করি। সেই সময় শক্ত না থাকলে হতো না। হাল না ছাড়া মানসিকতা নিয়ে এগিয়ে গিয়েছিলাম। তার পরেই প্রথম গ্র্যান্ড স্লাম জিতি। সবার জীবনেই এমন সময় আসে। সেটা পেরিয়ে যাওয়ার মতো শক্তি রাখতে হয়।’’