‘স্বপ্ন’র ছোঁয়ায় আত্মনির্ভরশীল গ্রামীণ নারী
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৪৭ পিএম, ৮ জানুয়ারি ২০২১ শুক্রবার

‘স্বপ্ন’র ছোঁয়ায় আত্মনির্ভরশীল গ্রামীণ নারী
কুড়িগ্রাম জেলার চিলমারি উপজেলার মাটিকাটা ইউনিয়নের আলেয়া বেগম। হঠাৎ করেই আলেয়া বেগমের জীবনে নেমে আসে চরম দুর্ভোগ। দেখেন জীবনের সবচেয়ে কালো দিক, যখন তার স্বামী তালাক দিয়ে ফেলে চলে যায়। আলোয়া বেগমের কোলে তখন মাত্র ছয় মাসের সন্তান। তালাকের পর তার র্ঠিকানা হয় বাবার ঘরে। সেখানে এক ছোট অন্ধকার রুমে ঠাঁই হয় মা আর সন্তানের।
আলেয়া বলেন, তখন আমার জীবনে খুব দু:সময়। আমার কোন শিক্ষা ছিলনা। ছিলনা কোন অর্থ যা দিয়ে আমি আমার মা-বাবা আর সন্তানকে সহযোগিতা করতে পারি। কিন্তু আমি এই দুর্ভোগ কাটিয়ে উঠেছি। আর তা সম্ভব হয়েছে সরকারের ‘উৎপাদনশীল সম্ভাবনাময় কর্মের সুযোগ গ্রহণে নারীর সামর্থ উন্নয়ন (স্বপ্ন)’ প্রকল্পের কারণে।
স্বামীর কাছ থেকে কালাকের পর এক সময় সময় আলেয়া গৃহকর্মীর কাজ শুরু করেন। কিন্তু তার নিজের বাচ্চাকে দেখাশোনা করার জন্য তাকে কাজ ফেলে মাঝে মাঝে বাড়ি ফিরে আসতে হত। তাই অনেকেই তাকে কাজে রাখার বিষয়ে আগ্রহী ছিলনা।
তিনি বলেন, সে সময় আমার দিনগুলো কাটছিল চরম অনিশ্চয়তায়। আমি এবং আমার সন্তানের কোন ভবিষ্যত দেখছিলাম না। যাই হোক একসময় আমি আলোর দেখা পাই। এক দুপুরবেলা আমি কাজ করছিলাম। সে সময় স্থানীয় ইউনিয়ন পরিষদের পক্ষ হতে মাইকে এক ঘোষণা শুনতে পাই। সেখানে বলছিল ‘স্বপ্নের’ পক্ষ হতে গরীব নারীদের জন্য কাজের ব্যবস্থা করা হচ্ছে। সৌভাগ্যবশত লটারীর মাধ্যমে আমি ‘স্বপ্ন’ প্রকল্পে একজন বেনিফিশিয়ারী হিসেবে ভর্তি হই।
মূলত এরপর থেকে আলেয়ার ভাগ্য ফিরতে থাকে এবং কাজের মাধ্যমে তার একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রতিদিন আয় হওয়া শুরু করে। এ সময় তিনি তার দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ পান। প্রশিক্ষণ নেন ব্যবস্থাপনা, কৃষি এবং গবাদি-পশু পালনের উপর।
‘স্বপ্নের’ আট-নয় জনের একেকটি গ্রুপ করা হয়। তেমন এক গ্রুপের সদস্য হয় আলেয়া। তারা সবাই মিলে ‘রোটেটিং সেভিংস এন্ড ক্রেডিট এসোসিয়েশনে’ টাকা জমান।
নিজের কর্মদক্ষতা এবং এসোসিয়েশনে গ্রুপের সদস্যদের জমানো অর্থ দিয়ে আলেয়া একটি খাবারের দোকান খোলেন। এসময় তার মূলধন ছিল ১০,০০০ (দশ হাজার) টাকা। স্থানীয়রা তার খাবার পছন্দ করেন। কয়েক মাসের মধ্যে তার দোকানের মূলধন দাঁড়ায় ৪০,০০০ (চল্লিশ হাজার) টাকা।
তিনি সকালে ‘স্বপ্ন’তে কাজ করতেন এবং বিকেলে তার নিজের দোকান চালাতেন। আঠার মাস পর যখন তার কাজের চুক্তি শেষ হয় তখন তার জমানো অর্থের পরিমান দাঁড়ায় ২২,৫০০ (বাইশ হাজার পাঁচশ) টাকা। এই টাকাসহ স্থানীয় এক ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠান হতে ঋণ নিয়ে তার প্রতিষ্ঠানে বিনিয়োগ করেন, যাতে করে ব্যবসার পরিধি বাড়ানো যায়।
আজ আলেয়া একটি রেস্টুরেন্ট চালায় যেখানে খুব সুস্বাদু খাবার রান্না হয় তারই তত্ত্ববধানে। মাত্র দেড় বছরে তার ব্যবসা ভালো সুনাম কুড়ায় এবং তার মূলধনের পরিমান দাঁড়ায় চার লাখ টাকা।
তিনি বলেন, এখন আমি ভালোভাবে চলছি। আমার ছেলেও ভালো স্কুলে পড়ছে।
আলেয়ার মত সাতক্ষীরা এবং কুড়িগ্রাম জেলার ৮,৯২৮ জন গরীব নারীকে এই ‘স্বপ্ন’ প্রকল্পের আওতায় সহায়তা প্রদান করা হয়েছে। এই দুটি জেলায় ব্যাপক সাড়া পাওয়ার পর, সরকার ‘স্বপ্নের’ কার্যক্রম লালমনিরহাট, গাইবন্ধা এবং জামালপুর জেলায় শুরু করে।
‘স্বপ্ন’ এর জাতীয় প্রকল্প পরিচালক কাজল চ্যাটার্জী বলেন, স্বপ্ন হচ্ছে একটি সামাজিক স্থানান্তর ভিত্তিক গ্র্যাজুয়েশন মডেল প্রকল্প যা অতি দরিদ্র গ্রামীণ নারী প্রধানত তালাকপ্রাপ্ত, বিধাব, স্বামী পরিত্যক্তা অথবা প্রতিবন্ধী স্বামীর স্ত্রীদের জন্য।
তিনি বলেন, ‘প্রকল্পের প্রধান কাজগুলোর মধ্যে রয়েছে ১৮-মাস নির্দিষ্ট চুক্তিভিত্তিক পাবলিক ওয়ার্কস, জীবন ও জীবিকার প্রয়োজনে দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ এবং তাদেরকে অর্থনৈতিকভাবে সম্পৃক্ত করা।’
কাজল চ্যাটার্জি বলেন, স্থানীয় সরকার বিভাগের অধীনে এই প্রকল্পটি এপ্রিল ২০১৫ হতে ডিসেম্বর ২০২০ পর্যন্ত চলমান। এতে সহযোগতা করছে ইউএনডিপি, মারিকো ইন্টারন্যাশনাল এবং বিএসআরএম।
সূত্র: বাসস
- আজ দ্বিতীয় ধাপে ৬০ পৌরসভায় ভোট
- ভুলেও কান খোঁচাতে কটনবাড ব্যবহার করবেন না
- কবিতা# সময়
- শহীদজায়া মুশতারী শফী, জন্মদিনে শ্রদ্ধাঞ্জলি
- দ্বিতীয় ধাপে কাল ৬০ পৌরসভায় ভোট
- গার্লস ফাদার্স ক্লাবে কোহলি, নারী ক্রিকেট দল ঘোষণা বিগবি’র
- লকডাউেন সংসার চালাতে বাসের স্টিয়ারিং হাতে এক মা
- আবারও বাড়লো শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
- দেশে ২৪ ঘন্টায় করোনায় আরও ১৩ মৃত্যু, শনাক্ত ৭৬২
- করোনা: নিয়ন্ত্রণে ভারতের দৈনিক সংক্রমণের হার
- ইন্দোনেশিয়ায় ভূমিকম্প: নিহত বেড়ে ৩৪, আহত ৬৩৭
- কিশোরীর আত্মহত্যার মামলায় ধর্ষকের ৪০ বছরের কারাদণ্ড
- মুন্সীগঞ্জের পাটি শিল্প রক্ষায় টঙ্গীবাড়ির নারী কারিগররা
- যুক্তরাষ্ট্রে করোনায় মোট মৃত্যু ৪ লাখ ছুঁই ছুঁই
- বিশ্বজুড়ে করোনায় মৃত্যু ২০ লাখ ছাড়াল
- ভ্রমণকাহিনি: চায়ের দেশ শ্রীমঙ্গলে একদিন
- ছড়া : ছোট্ট পাখি টুনাটুনি
- আজ ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস
- কথাসাহিত্যিক রাবেয়া খাতুন আর নেই
- শহীদ বুদ্ধিজীবীদের তালিকা প্রণয়নে কমিটি গঠন
- বিশ্বের শীর্ষ ১০ ধনী দেশের অধিকাংশই এশিয়ায়
- করোনা আক্রান্ত নজরুল ইসলাম খান
- রাজধানীতে শীতের পিঠা বিক্রির ধুম
- মর্গে রাখা মৃত নারীদের ধর্ষণ করতো মুন্না!
- স্কুলে ভর্তির বিষয়ে কাল শিক্ষামন্ত্রীর সংবাদ সম্মেলন
- কবি সুফিয়া কামালের মৃত্যুবার্ষিকী কাল
- চার বছর পর পিবিআইতে তনু হত্যা মামলা
- নারীর প্রতি সহিংসতা বন্ধের দাবীতে সংবাদ সম্মেলন
- উত্তরাঞ্চলের চার জেলায় জেঁকে বসেছে শীত
- আনুশকা হত্যার নিরপেক্ষ তদন্ত দাবি জানাল মহিলা পরিষদ