স্মৃতি মান্ধানার বিশ্ব রেকর্ডের ম্যাচে অস্ট্রেলিয়ার ইতিহাস
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১২ পিএম, ১৩ অক্টোবর ২০২৫ সোমবার
স্মৃতি মান্ধানা
নারী ক্রিকেটের ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে ওয়ানডেতে এক পঞ্জিকাবর্ষে ১ হাজার রান করে বিশ্ব রেকর্ড গড়লেন স্মৃতি মান্ধানা। বাকিদেরও অবদানে ভারত পেল বড় সংগ্রহ। তবে অ্যালিসা হিলির সেঞ্চুরি এবং অন্যদের অবদানে ইতিহাস গড়ে দিনটি নিজেদের করে নিয়েছে অস্ট্রেলিয়া।
ভিশাখাপাত্নামে রোববার নারী বিশ্বকাপের ১৩তম ম্যাচে রান তাড়ার বিশ্ব রেকর্ড গড়ে ৩ উইকেটে জিতেছে অস্ট্রেলিয়া। ভারতের ৩৩০ রান তারা ছাড়িয়ে হেছে ৬ বল বাকি থাকতে।
নারী ওয়ানডেতে রান তাড়ার আগের রেকর্ডটি ছিল শ্রীলঙ্কার। ২০২৪ সালে দক্ষিণ আফ্রিকার ৩০১ রান তাড়ায় ৬ উইকেটে জিতেছিল লঙ্কানরা।
রেকর্ডটি নিজেদের করে নেওয়ার পাশাপাশি বিশ্বকাপে পয়েন্ট তালিকার চূড়ায় উঠল অস্ট্রেলিয়া। টানা তিন জয়ে ৬ পয়েন্ট নিয়ে দুইয়ে ইংল্যান্ড।
চার ম্যাচে ভারতের জয়-পরাজয় সমান, দুটি করে। ৪ পয়েন্ট নিয়ে তারা আছে তিনে।
এ ম্যাচে ৬৬ বলে ৯টি চার ও ৩টি ছক্কায় ৮০ রান করেন মান্ধানা। এই ইনিংস খেলার পথে এ বছর ১ হাজার রান পূর্ণ করেন এই বাঁ-হাতি ব্যাটার। বিশ্বের প্রথম নারী ব্যাটার হিসেবে এক পঞ্জিকাবর্ষে ১ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন মান্ধানা। এ বছর এখন পর্যন্ত ১৮ ম্যাচে ১০৬২ রান করেছেন তিনি।
চলতি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে এক পঞ্জিকাবর্ষে ওয়ানডেতে সর্বোচ্চ রানের বিশ্ব রেকর্ড গড়েছিলেন মান্ধানা। ১৭ ম্যাচে ৯৮২ রান করা অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটার বেলিন্ডা ক্লার্কের রেকর্ড দখলে নিয়েছিলেন তিনি। ১৯৯৭ সালে এক পঞ্জিকাবর্ষে ৯৭০ রান করেছিলেন ক্লার্ক।
এছাড়া অস্ট্রেলিয়ার বিপক্ষে এ ম্যাচে বিশ্বের পঞ্চম ব্যাটার হিসেবে ৫ হাজার রানের মাইলফলকও স্পর্শ করেছেন মান্ধানা। ১১২ ম্যাচে তার রান এখন ৫০২২।
এই তালিকায় সবার ওপরে আছেন ভারতের সাবেক খেলোয়াড় মিতালি রাজ। ২৩২ ম্যাচের ২১১ ইনিংসে ৭৮০৫ রান করেছেন তিনি।
টস হেরে ব্যাট করতে নেমে দুই ওপেনারের ফিফটিতে দুর্দান্ত শুরু পায় ভারত। তবে উদ্বোধনী জুটি প্রায় ২৫ ওভার টিকলেও শেষ পর্যন্ত পুরো ৫০ ওভার ব্যাট করতে পারেনি তারা।
২৫তম ওভারের তৃতীয় বলে স্মৃতি মান্ধানাকে ফিরিয়ে ১৫৫ রানের উদ্বোধনী জুটি ভাঙেন সোফি মলিনিউ। ছন্দে থাকা মান্ধানা টি-টোয়েন্টি ঘরানার ব্যাটিংয়ে ৬৬ বলে ৩ ছক্কা ও ৯ চারে করেন ৮০ রান।
আরেক ওপেনার প্রাতিকা রাওয়াল থামেন ৯৬ বলে ৭৫ রান করে। দুই ওপেনারের পর সর্বোচ্চ ৩৮ রান করেন হার্লিন দেওল। বাকিদেরও ছোট কিন্তু কার্যকর অবদানে বড় সংগ্রহ পেয়ে যায় ভারত।
৪০ রানে ৫ উইকেট নেন অ্যানাবেল সাদারল্যান্ড।
রান তাড়ায় অ্যালিসা হিলির সেঞ্চুরিতে উড়ন্ত সূচনা পায় অস্ট্রেলিয়া। তাকে দারুণ সঙ্গ দেন আরেক ওপেনার ফিবি লিচফিল্ড (৪০)। পরে এলিস পেরির সঙ্গে আরেকটি চমৎকার জুটিতে দলকে এগিয়ে নেন হিলি। এই জুটি 'ভাঙে' চোট পেয়ে পেরি মাঠ ছাড়লে। এরপর দ্রুত দুটি উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে যায় অস্ট্রেলিয়া।
৩৫ বলে ফিফটি করা হিলি ৮৪ বলে স্পর্শ করেন তিন অঙ্কে। ওয়ানডেতে এটা তার ষষ্ঠ ও বিশ্বকাপে তৃতীয় সেঞ্চুরি।
হিলিকে আউট করেন থামান শ্রী চারিনি। অস্ট্রেলিয়া অধিনায়ক ১০৭ বলে তিন ছক্কা ও ২১ চারে করেন ১৪২ রান।
এরপর অ্যাশলি গার্ডনার এগিয়ে নেন অস্ট্রেলিয়াকে। ৪৬ বলে ৪৫ রান করে গার্ডনার আউট হলে মাঠে ফেরেন পেরি। কিম গার্থকে নিয়ে জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন তিনি। শেষ পর্যন্ত পেরির ব্যাট থেকে আসে ৫২ বলে ৪৭ রানের কার্যকর ইনিংস।
৪১ রানে ৩ উইকেট নেন চারিনি। দুটি করে উইকেট নেন দীপ্তি শার্মা ও আমানজোত কৌর।
- পোস্টাল ভোট: ১৪৮ দেশে নিবন্ধন, সৌদি আরব শীর্ষে
- ‘এখন আরও দ্বিগুণ উদ্যমে কাজ করছি’
- চ্যাম্পিয়ন সাবিনাদের জন্য ছাদখোলা বাস
- পুকুর পাড়ে হলুদ শাড়িতে ভাবনা
- ‘শৈশবে ফিরলেন’ নেদারল্যান্ডসের ক্রিকেটাররা
- নারীর অংশগ্রহণ কমে যাওয়া অর্থনীতিতে সতর্ক সংকেত
- ইরান অভিমুখে আরও মার্কিন নৌবহর
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
- বিয়ের আসর থেকে পালিয়ে থানায় আশ্রয় নিলেন কনে
- রাউজানে নলকূপের গর্তে পড়া সেই শিশুকে মৃত ঘোষণা
- ‘শিক্ষা মন্ত্রণালয়ে শত শত তদবির, আগে টাকা দিলেই কাজ হতো’
- কর্মক্ষেত্রে এআই ব্যবহারে ফ্রি প্রশিক্ষণ দিচ্ছে যুক্তরাজ্য
- আমলকির তেল কি চুল পড়া বন্ধ করে?
- এক বছরে ১৭ লাখ শিশুর জন্ম অপ্রয়োজনীয় অস্ত্রোপচারে
- হামলা-অপমানে ভাঙছে মাঠপুলিশের মনোবল
- নারী, সংখ্যালঘু জনগোষ্ঠীর নিরাপত্তা বিষয়ে ১০ দফা সুপারিশ
- ‘কিছুই পাল্টায়নি, এখনও মেয়েদের হেনস্তা করা হচ্ছে’
- সারা দেশে অবাধে শিকার ও বিক্রি হচ্ছে শীতের পাখি
- ৩ দিন চলবে না মোটরসাইকেল, একদিন মাইক্রো-ট্রাক
- আয়রনের ঘাটতি, যে কারণে শুধু সাপ্লিমেন্ট যথেষ্ট নয়
- সাবস্ক্রিপশন পরীক্ষা করবে মেটা
- মেয়েদের টানা জয়ের প্রভাব পড়েছে আইসিসি র্যাঙ্কিংয়ে
- নিরপেক্ষ নির্বাচন চাই: পাপিয়া
- ঋতুপর্ণার হ্যাটট্রিকে ১৩-০ গোলের জয়
- দুবাইয়ে তৈরি হচ্ছে বিশ্বের প্রথম ‘স্বর্ণের রাস্তা’
- স্কুল জীবনের বন্ধুত্ব ভাঙলেন সাইফ কন্যা
- প্রধান উপদেষ্টার কাছে কর কাঠামো পুনর্বিন্যাসের সুপারিশ
- ১৭ বছর বড় বড় গল্প শুনেছি: তারেক রহমান
- গণভোট নিয়ে কারিগরি-মাদ্রাসা শিক্ষা বিভাগের ৮ উদ্যোগ
- ৪০ হাজার কোটির রাজস্ব হলেও ক্ষতি ৮৭ হাজার কোটি











