হাটে বড় গরুর দর্শক বেশি, ক্রেতা কম
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১৩ পিএম, ৫ জুলাই ২০২২ মঙ্গলবার
ফাইল ছবি
ঈদের বাকি আর পাঁচদিন। তবে এখনও জমে উঠেনি গরুর হাট। গত ১ জুলাই থেকে আনুষ্ঠানিকভাবে রাজধানীতে গরুর হাট শুরু হলেও নেই প্রত্যাশিত বেচা-কেনা, দূরদূরান্ত থেকে এ হাটে গরু নিয়ে আসা ব্যবসায়ীরাও তাই হতাশ।
বিক্রেতারা বলছেন, বড় আকৃতির গরুর স্টলগুলোতে কিছু মানুষের ভিড় থাকলেও অধিকাংশই দর্শনার্থী। হাটে বড় গরুর দর্শকই বেশি, ক্রেতা নেই বললেই চলে।
মঙ্গলবার (৫ জুলাই) সকাল সাড়ে দশটায় রাজধানীর আফতাবনগর পশুর হাট সরেজমিনে ঘুরে এমন তথ্য জানা গেছে।
গাইবান্ধা থেকে বিশাল আকৃতির ‘বিশাল’ নামের এক গরু নিয়ে এসেছেন বিনয় কুমার বাবু। এক হাজার ৫০০ কেজি ওজনের এ গরুর দাম তিনি চাচ্ছেন ১৮ থেকে ২০ লাখ টাকা পর্যন্ত। তিনি বলেন, হাটে লোকজন খুবই কম আসছেন। যে কারণে ক্রেতার সংখ্যাও কম। ফলে বিশাল আকৃতির এই গরুটার দাম বলছে ৮ থেকে ১০ লাখ পর্যন্ত। তবে, ১৫ লাখের নিচে আমি বিক্রি করব না।
তিনি আরও বলেন, গরুটি আমি ঘরোয়াভাবে লালন পালন করেছি। কোন ধরনের ওষুধ আমি দেইনি। গরুকে খাইয়েছি ভুট্টার গুড়া, গমের ভুসি, খুদের ভাত আর কাঁচা ঘাস। চার বছর যাবৎ একে আমি লালন পালন করেছি। গতবছরও বাজারে নিয়ে এসেছিলাম, কিন্তু চাহিদামতো দাম না পাওয়ায় বিক্রি করিনি।
নেত্রকোনা থেকে ‘নেত্রকোনার কালোরাজ’ নামের আরেক বড় গরু নিয়ে এসেছেন সোহেল বাদশা। গরুটির ওজন আনুমানিক ১৪০০ থেকে সাড়ে ১৪০০ কেজি। গরুটির দাম চাচ্ছেন তিনি ১৫ লাখ টাকা।
বাজার প্রসঙ্গে তিনি বলেন, গতকাল রাতে গরুটি এনেছি, আজকে সকাল পর্যন্ত কোন কাস্টমার আসেনি। বড় গরুগুলো মূলত মানুষ দেখতেই আসে। তবে ঈদের তো আরও বেশ কিছুদিন সময় আছে। আমার মনে হয় আরও এক-দুইদিন পর বাজার ভালোভাবেই জমে উঠবে।
গরুটির দাম প্রসঙ্গে এ বিক্রেতা বলেন, আলাপ-আলোচনা করে যা হোক গরুটি ছেড়ে দেওয়ার ইচ্ছে আছে। সাড়ে তিন বছর যাবৎ গরুটি আমি লালন পালন করছি। গরুকে শুধুমাত্র কাঁচা ঘাস, গমের ভুসি আর খড়ই খাইয়েছি।
হাটে গরু দেখতে আসা আজমল হোসেন নামের এক ব্যাংক কর্মকর্তার সঙ্গে কথা হলে তিনি জানান, গরু মূলত তিনি ঈদের এক-দুই দিন আগেই কিনবেন। তবে এখন বাজার পর্যবেক্ষণে এসেছেন।
গরুর দাম প্রসঙ্গে তিনি বলেন, শুরুর দিকে দামটা একটু বেশি চাইবে এটাই স্বাভাবিক। যখন বাজারে ক্রেতা বেশি আসবে পাশাপাশি গরুর সংখ্যা বাড়বে তখন দাম নাগালের মধ্যে চলে আসবে এমনটাই প্রত্যাশা করছি।
এ ব্যাংক কর্মকর্তা আরও বলেন, আমরা যারা ঢাকায় থাকি তারা প্রতি ঈদেই সাধারণত শেষের দিকেই গরু কিনি। বলা যায় যে এটাই আমাদের ট্রেডিশন। এত আগেভাগে কিনে গরুকে লালন-পালন করা, খাওয়ানো খুবই কঠিন।
হাট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা গেছে, এখনও পর্যাপ্ত গরু হাটে আসেনি। বেচাকেনা শুরু হলেও সেটি প্রত্যাশিত নয়।
হাটের প্রচার বিভাগে দায়িত্বরত মো. উজ্জল মিয়া বলেন, আমরা আশা করছি আজ থেকেই হাটে বেচাকেনা পুরোদমে শুরু হবে। গত বছরের মতো যদি আমাদের এ বছর বিক্রি হয়, তাহলে আমাদের খরচটা উঠে যাবে। আর না হলে আমাদেরকে লোকসানের মধ্যে থাকতে হবে। আমরা আশা করছি এবারের হাটে ২০ থেকে ২৫ হাজার গরু বিক্রি হবে।
- পোস্টাল ভোট: ১৪৮ দেশে নিবন্ধন, সৌদি আরব শীর্ষে
- ‘এখন আরও দ্বিগুণ উদ্যমে কাজ করছি’
- চ্যাম্পিয়ন সাবিনাদের জন্য ছাদখোলা বাস
- পুকুর পাড়ে হলুদ শাড়িতে ভাবনা
- ‘শৈশবে ফিরলেন’ নেদারল্যান্ডসের ক্রিকেটাররা
- নারীর অংশগ্রহণ কমে যাওয়া অর্থনীতিতে সতর্ক সংকেত
- ইরান অভিমুখে আরও মার্কিন নৌবহর
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
- বিয়ের আসর থেকে পালিয়ে থানায় আশ্রয় নিলেন কনে
- রাউজানে নলকূপের গর্তে পড়া সেই শিশুকে মৃত ঘোষণা
- ‘শিক্ষা মন্ত্রণালয়ে শত শত তদবির, আগে টাকা দিলেই কাজ হতো’
- কর্মক্ষেত্রে এআই ব্যবহারে ফ্রি প্রশিক্ষণ দিচ্ছে যুক্তরাজ্য
- আমলকির তেল কি চুল পড়া বন্ধ করে?
- এক বছরে ১৭ লাখ শিশুর জন্ম অপ্রয়োজনীয় অস্ত্রোপচারে
- হামলা-অপমানে ভাঙছে মাঠপুলিশের মনোবল
- নারী, সংখ্যালঘু জনগোষ্ঠীর নিরাপত্তা বিষয়ে ১০ দফা সুপারিশ
- ‘কিছুই পাল্টায়নি, এখনও মেয়েদের হেনস্তা করা হচ্ছে’
- সারা দেশে অবাধে শিকার ও বিক্রি হচ্ছে শীতের পাখি
- ৩ দিন চলবে না মোটরসাইকেল, একদিন মাইক্রো-ট্রাক
- আয়রনের ঘাটতি, যে কারণে শুধু সাপ্লিমেন্ট যথেষ্ট নয়
- সাবস্ক্রিপশন পরীক্ষা করবে মেটা
- মেয়েদের টানা জয়ের প্রভাব পড়েছে আইসিসি র্যাঙ্কিংয়ে
- নিরপেক্ষ নির্বাচন চাই: পাপিয়া
- ঋতুপর্ণার হ্যাটট্রিকে ১৩-০ গোলের জয়
- দুবাইয়ে তৈরি হচ্ছে বিশ্বের প্রথম ‘স্বর্ণের রাস্তা’
- স্কুল জীবনের বন্ধুত্ব ভাঙলেন সাইফ কন্যা
- প্রধান উপদেষ্টার কাছে কর কাঠামো পুনর্বিন্যাসের সুপারিশ
- ১৭ বছর বড় বড় গল্প শুনেছি: তারেক রহমান
- গণভোট নিয়ে কারিগরি-মাদ্রাসা শিক্ষা বিভাগের ৮ উদ্যোগ
- ৪০ হাজার কোটির রাজস্ব হলেও ক্ষতি ৮৭ হাজার কোটি

