ঢাকা, বুধবার ০৪, অক্টোবর ২০২৩ ৭:০৫:১১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
দেশে এক দিনে ডেঙ্গুতে ১৩ প্রাণহানী পদার্থে নোবেল পেলেন ৩ বিজ্ঞানী যেকোনো মূল্যে গণতন্ত্র অব্যাহত রাখার প্রত্যয় প্রধানমন্ত্রীর ঢাকার উদ্দেশে আজ লন্ডন ছাড়বেন প্রধানমন্ত্রী ওষুধ ও কর্মী সংকটে ভারতে ১২শিশুসহ ২৪ জনের মৃত্যু

হিলিতে কমতে শুরু করেছে পেঁয়াজের দাম

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:১৭ পিএম, ২৯ আগস্ট ২০২৩ মঙ্গলবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি অব্যাহত রয়েছে। ফলে পাইকারি বাজারে কমতে শুরু করেছে পেঁয়াজের দাম। একদিনের ব্যবধানে কেজিতে কমেছে ৩ থেকে ৫ টাকা। বর্তমানে নাসিক জাতের প্রতি কেজি পেঁয়াজ ৫৫ টাকায় এবং ইন্দোর জাতের পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫০ টাকায়।

আমদানিকারকরা বলছেন, হিলি স্থলবন্দরের পেঁয়াজ আমদানি বেশি হওয়ার কারণে দাম কমতে শুরু করেছে। দাম কমাতে কিছুটা স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে।

হিলি স্থলবন্দরে পেঁয়াজ কিনতে আসা ব্যবসায়ী আতাউর রহমান বলেন, হিলি স্থলবন্দরে পেঁয়াজের দাম কিছুটা কমেছে। আমি রংপুর থেকে পেঁয়াজ কিনতে আসছি। দাম কমার কারণে দুই ট্রাক পেঁয়াজ কিনলাম।

হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন-উর রশিদ হারুন বলেন, দেশের বাজারে পেঁয়াজের দাম স্বাভাবিক রাখতে হিলি স্থলবন্দরের আমদানিকারকরা ভারত থেকে পেঁয়াজ আমদানি করে থাকেন। বর্তমানে ২১০ মার্কিন ডলারে এলসির মাধ্যমে পেঁয়াজ আমদানি করা হচ্ছে। তবে ৪০ শতাংশ শুল্ক দিয়ে ভারত থেকে পেঁয়াজ আসছে। ফলে দাম এখনও কিছুটা বেশি আছে।

হিলি কাস্টমসের তথ্য মতে, গতকাল সোমবার (২৮ আগস্ট) ভারতীয় ৫০ ট্রাকে ১ হাজার ৪৯০ মেট্রিকটন পেঁয়াজ আমদানি হয়েছে হিলি স্থলবন্দর দিয়ে।