ঢাকা, মঙ্গলবার ১৬, ডিসেম্বর ২০২৫ ১:৫৪:৩৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ মহান বিজয় দিবস দেশজুড়ে চলছে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ বিজয় দিবস উপলক্ষ্যে স্মারক ডাকটিকিট অবমুক্ত গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে : রাষ্ট্রপতি সাংবাদিকদের কল্যাণে প্রয়োজনীয় সব উদ্যোগ নেবে সরকার ‘হয়তো জানতেও পারবো না, মা কবে মারা গেছেন’

বিদেশের ৪০ টি থিয়েটারে মুক্তি পাচ্ছে ‘জংলি’

বিনোদন ডেস্ক   | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:২৩ পিএম, ২৭ এপ্রিল ২০২৫ রবিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

গেল ঈদে মুক্তির পর থেকে ক্রমে দর্শকপ্রিয় হয়ে ওঠে ‘জংলি’ সিনেমা। দেশ মাতিয়ে এবার বিদেশযাত্রা শুরু হচ্ছে সিয়াম আহমেদ ও বুবলী অভিনীত এ সিনেমার। 

শুক্রবার কানাডা, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ৪০ থিয়েটারে মুক্তি পাচ্ছে এম রাহিম পরিচালিত সিনেমাটি।

পরিবেশনা প্রতিষ্ঠান স্বপ্ন স্কেয়ারক্রো ছবিটি মুক্তি দিচ্ছে। তারা জানায়, প্রথম সপ্তাহেই কানাডার ৫টি, যুক্তরাষ্ট্রের ২৮টি এবং যুক্তরাজ্যের ৭টি থিয়েটারে চলবে ‘জংলি’। ইউকেতে তাদের সঙ্গে যৌথ পরিবেশনায় আছে রিভেরি ফিল্মস।

বিশ্ববিখ্যাত সিনেমা চেইনগুলোর মধ্যে যুক্তরাষ্ট্রের এএমসি’র ১২টি, রিগ্যালের ১৪টি, শোকেসের ২টি স্ক্রিনে দেখা যাবে ‘জংলি’। কানাডার ৫টি সিনেপ্লেক্স, যুক্তরাজ্যের সিনেওয়ার্ল্ডের ৭টি স্ক্রিনে প্রদর্শিত হবে ছবিটি।

প্রথম সপ্তাহে প্রধান যেসব শহরে চলবে জংলি-

কানাডা টরন্টো, মন্ট্রিয়াল, অটোয়া, ভ্যানকুভার এবং উইন্ডসর।

আমেরিকা নিউ ইয়র্ক সিটি, বাফেলো, ডেট্রয়েট, শিকাগো, ফিলাডেলফিয়া, আটলান্টা, ডালাস, হিউস্টন, লস এঞ্জেলেস, ওয়াশিংটন ডিসি, আটলান্টিক সিটি এবং ক্যানসাস সিটি।

ইংল্যান্ড লন্ডন, বার্মিংহাম, ওয়েম্বলি, লুটন এবং ফেলথাম।

সিয়াম-বুবলী ছাড়া জংলিতে আরও অভিনয় করেছেন প্রার্থনা ফারদিন দীঘি, শিশুশিল্পী নৈঋতা প্রমুখ। সিনেমাটি প্রযোজনা করেছে টাইগার মিডিয়া এবং এমআইবি স্টুডিওস।