ঢাকা, রবিবার ১৪, ডিসেম্বর ২০২৫ ১৭:৫২:০৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন প্রধান উপদেষ্টা শহীদ বুদ্ধিজীবী দিবস আজ সুদানে সন্ত্রাসী হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৬ শান্তিরক্ষী নিহত জুলাইযোদ্ধাদের নিরাপত্তায় হতে পারে বিশেষ সেল সোনার দাম ভরিতে বাড়ল ৩৪৫৩ টাকা

অভিষেকেই হ্যাটট্রিক ফারিহা তৃষ্ণার

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:৩০ পিএম, ৬ অক্টোবর ২০২২ বৃহস্পতিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ওয়ানডে ক্যারিয়ারটা খুব বেশি দীর্ঘ নয় তার, অভিজ্ঞতা মোটে ৫ ম্যাচের। আন্তর্জাতিক টি-টোয়েন্টির স্বাদ এর আগে কখনো পানইনি ফারিহা তৃষ্ণা, আজই প্রথম। টি-টোয়েন্টিতে প্রথমবার খেলতে নামার উপলক্ষটা আরও দারুণভাবে রাঙালেন তিনি। অভিষেকেই করে বসলেন হ্যাটট্রিক। বাঁহাতি এই পেসার আজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মালয়েশিয়ার বিপক্ষে এই কীর্তি গড়েছেন।

শুরুতে ব্যাট করতে নেমে স্বাগতিক বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা আর মুরশিদা খাতুনের দারুণ দুই ফিফটিতে করে ১২৯ রান। এর জবাবে মালয়েশিয়া শুরুর ৫ ওভারে কোনো ভুলচুক করেনি। দুই ওপেনার এলসা হান্টার আর উইনিফ্রেড দুরাইসিঙ্গাম নির্বিঘ্নেই পার করে দিচ্ছিলেন পাওয়ারপ্লেটা। 

তবে এরপরই তাতে বাঁধ সাধেন তৃষ্ণা। নিজের প্রথম দুই ওভারে ৬ রান দেওয়া বাঁহাতি এই পেসার পাওয়ারপ্লের শেষ ওভারে আঘাত হানেন মালয়েশিয়ান ইনিংসে। 

ষষ্ঠ ওভার করতে আসা ফারিহা দ্বিতীয় বলে ফেরান দুরাইসিঙ্গামকে। তাকে বোল্ড করার পরের বলেই ম্যাস এলিসাকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন তিনি। ওভারের চতুর্থ বলে আবারও তার আঘাত। এবার তার শিকার বনেন মাহিরা ইসমাইল। এর ফলে হ্যাটট্রিকটা পূরণ করে ফেলেন তৃষ্ণা। বাংলাদেশও ম্যাচে নিজেদের আধিপত্য ফিরে পায় তাতে।