ঢাকা, সোমবার ২২, ডিসেম্বর ২০২৫ ১৫:০২:১৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
নিরাপত্তা, অস্ত্রের লাইসেন্স চেয়ে আবেদন ১৫ রাজনীতিবিদের ‘ভোটের গাড়ি’র প্রচার শুরু আজ আগামী বাজেটের রূপরেখা দিয়ে যাবে অন্তর্বর্তী সরকার গণভোট নিয়ে নানা শঙ্কা পশ্চিম তীরে নতুন ১৯টি বসতি স্থাপনের অনুমোদন দিল ইসরায়েল

অস্থির নিত্যপণ্যের বাজার: জরুরি বৈঠক ডেকেছেন বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:০৬ পিএম, ২৬ মার্চ ২০১৯ মঙ্গলবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

কোন যৌক্তিক কারণ ছাড়াই অস্থির হয়ে উঠছে দেশের নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার। দেশে সব পণ্যেরই মজুদ ও সরবরাহ স্বাভাবিক রয়েছে। এরপরও বাড়ছে মাছ, মাংস, ডিম, তেল ও পেঁয়াজের মতো খাদ্যপণ্যের দাম। বিষয়টি জানতে জরুরি বৈঠক ডেকেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। এরই মধ্যে বৈঠকে উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়ে সংশ্লিষ্টদের কাছে চিঠিও পাঠানো হয়েছে।

আগামীকাল বুধবার বিকাল ৩টায় সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

বাণিজ্য মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, সামনে রোজা; একশ্রেণির অসাধু ব্যবসায়ী এই মাসের জিনিসপত্রের অতিরিক্ত চাহিদার সুযোগ হাতছাড়া করতে চান না। তাই এই মূল্যবৃদ্ধি। একটি চক্র এর সঙ্গে যুক্ত। তবে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের বিশেষ তদারকি টিম কাজ করছে বাজারে। তবে এর সুফল পাচ্ছেন না ভোক্তারা। উল্টো বেড়েই চলেছে নিত্যপণ্যের মূল্য। এতে বিপাকে পড়ছেন সমাজের কম আয়ের মানুষ। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন সরকারও।

ওই বৈঠকে ব্যবসায়ীদের পাশাপাশি অর্থ মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, নৌপরিবহন মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক, বিভিন্ন গোয়েন্দা সংস্থা, ঢাকা সিটি করপোরেশন, ঢাকা মেট্রোপলিটান পুলিশ (ডিএমপি) এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রতিনিধিরা এ বৈঠকে উপস্থিত থাকবেন।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি গণমাধ্যমকে বলেন, শুধু রমজানে নয়, সারাবছরই দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকবে, দাম বাড়বে না। এর জন্য যা করার প্রয়োজন, তা-ই করা হবে। কেউ যাতে বাজার অস্থির করতে না পারে, সে বিষয়ে সরকারের সব সংস্থা একযোগে কাজ করবে। তিনি বলেন, বৈঠকে ব্যবসায়ীদের কাছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ ও মজুদ পরিস্থিতি সম্পর্কে জানতে চাওয়া হবে। কোনও পণ্যের সবররাহে ঘাটতি না থাকলে দাম বৃদ্ধির কোনও কারণ নেই, তা নিশ্চিত করা হবে।

বাণিজ্যমন্ত্রী জানান, প্রতি বছরই রমজান মাস শুরু হওয়ার আগে একটি কুচক্রী মহল অধিক মুনাফার আশায় বাজার সিন্ডিকেটের মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়ানোর চেষ্টা করে। তাই আসন্ন রমজানে বাজার মনিটরিং সিস্টেম জোরদার করতে সরকার গঠিত বাজার মনিটরিং কমিটিগুলোকে সরকার পুনর্গঠন করার উদ্যোগ নিয়েছে বলে।

সূত্র জানায়, মে মাসের প্রথম সপ্তাহে শুরু হচ্ছে রমজান। এসময় বাজারে কয়েকটি নিত্যপণ্যের চাহিদা বাড়ে। আর সেই চাহিদাকে কেন্দ্র করে একশ্রেণির অসাধু ব্যবসায়ী অনৈতিক মুনাফার নেশায় মেতে ওঠে। কেউ কেউ পণ্য মজুদ করে কৃত্রিম সংকট তৈরি করে। এতে বাজার অস্থিতিশীল হয়। এতে নিম্ন আয়ের মানুষের কষ্ট বাড়ে। তাই এবার রমজান শুরুর আগেই বজারের দিকে নজর দিতে চায় সরকার। পণ্যের সরবরাহ ঠিক রাখার পাশাপাশি যাতে কেউ কৃত্রিম সংকট সৃষ্টি করতে না পারে, সে বিষয়টি কঠোরভাবে মনিটরিংয়ের মাধ্যমে নিত্যপণ্যের দাম সাধারণ ক্রেতার সাধ্যের মধ্যে রাখতে চায় সরকার।

দেখা গেছে, এরই মধ্যে বাড়তে শুরু করেছে কয়েকটি নিত্যপণ্যের দাম। এর মধ্যে পেঁয়াজ উল্লেখযোগ্য। গত কয়েকদিনে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ২ থেকে ৬ টাকা। ২২ থেকে ২৪ টাকা কেজি দরের পেঁয়াজ বেচা হচ্ছে ২৮ টাকা দরে।

এদিকে শীতের সবজি শেষ হয়ে গেছে। শেষ হয়েছে শীতকালীন বিভিন্ন প্রজাতির মাছও। গ্রীস্মকালীন সবজি এখনও আসেনি বাজারে। সামনে রমজান। এসব কারণে বাজারে সব ধরনের সবজিসহ মাছ ও ডিমের দাম বেড়েছে। বাজারে এখন ৬০ টাকার নিচে কোনও সবজি নেই। করল্লার কেজি ১০০ টাকা। ঢেঁরস ৮০ টাকা। প্রতিদিন বাড়ছে ডিমের দাম। কিছুটা বেড়েছে চালের দামও।

ব্যবসায়ীরা বলেছেন, রোজার সময় ডাল, তেল, পেঁয়াজ, চিনির বাড়তি চাহিদা সৃষ্টি হয়। তাই এসব নিত্যপয়োজনীয় পণ্যের দাম বাড়ার সম্ভবনা উড়িয়ে দেয়া যায় না।

যাত্রাবাড়ী বাজারের খুচরা ডিম বিক্রেতা লোকমান বলেন, আমরা কিছুই জানি না। পাইকারি বাজারে বেড়েছে, তাই আমরাও বাড়তি দামে বিক্রি করছি। একই বাজারের পাইকারি ব্যবসায়ী জাহাঙ্গী কবীর বলেন, খামারে দাম বেড়েছে। তাই আমরাও বাড়িয়েছি।

গাজীপুর বোর্ড বাজারের সোহাগ পোল্ট্রি ফার্মের মালিক স্বপন সরকার বলেন, হ্যাচারিতে এক দিনের বাচ্চাসহ মুরগির ওষুধ, খাদ্য ও শ্রমিকের মজুরি বেড়েছে, বেড়েছে পরিবহন ব্যয়। দাম না বাড়িয়ে উপায় কী! আমাদেরও তো বাঁচতে হবে!  


-জেডসি