ঢাকা, সোমবার ২২, ডিসেম্বর ২০২৫ ২১:৫৩:৫৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
নিরাপত্তা, অস্ত্রের লাইসেন্স চেয়ে আবেদন ১৫ রাজনীতিবিদের ‘ভোটের গাড়ি’র প্রচার শুরু আজ আগামী বাজেটের রূপরেখা দিয়ে যাবে অন্তর্বর্তী সরকার গণভোট নিয়ে নানা শঙ্কা পশ্চিম তীরে নতুন ১৯টি বসতি স্থাপনের অনুমোদন দিল ইসরায়েল

ঈদের ছুটিতে বাজারে ক্রেতা কম, তবে দাম বেশি

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ১২:১০ পিএম, ২৬ আগস্ট ২০১৮ রবিবার

ঈদের ছুটি শেষে বেশির ভাগ মানুষ এখনো রাজধানীতে ফেরেনি। ফলে অনান্য মার্কেটগুলোর মতো রাজধানীর কাঁচাবাজারগুলোতে ক্রেতা সমাগম কম। বিক্রেতাদের মাঝেও ঢিলেঢালা ভাব। ঈদের পর এখনও জমে ওঠেনি রাজধানীর বাজার। তবে নিত্যপণ্যের দামে তা বোঝার উপায় কই?



শুক্রবার সকালে রাজধানীর বিভিন্ন কাচাবাজার ঘুরে দেখা গেছে, বাজারে পর্যাপ্ত মাছ উঠেনি। দাম আগের মতই বেশি। মানভেদে প্রতি কেজি রুই ও কাতলা ৩০০-৩৮০ টাকা, তেলাপিয়া ১৫০-১৮০ ও কৈ, পাবদা, শিং সহ অন্যান্য দেশি মাছ বিক্রি হচ্ছে ৫০০-৬০০ টাকার মধ্যে। কারফিউ ২০০ -২২০,ছোট মাছ ৩৫০ -৫০০ টাকা কেজি।



শান্তিনগর বাজার থেকে মাছ কিনছেন মাসুদ। বলেন,আজ বাজারে মাছের দাম অনেক। গরুর মাংস খাওয়ার পর এখন বাসায় মাছ নিয়ে যাচ্ছি। তবে দাম বেশি চাচ্ছে। বাজারের মাছ বিক্রেতা মুক্তাদীর বলেন,আইজ বাজারে মাছ কম। মাছ ব্যাপারীরা সব যার যার দেশে গেছে ঈদ করতে। তাই মাছ কম। যে কারণে দাম বেড়ে গেছে।



রাজধানীর সবজি বাজারে সবজির দামও বাড়তি। বাজারে প্রতি কেজি বেগুন মানভেদে ৫০ থেকে ৬০ টাকা, টমেটো ৮০ থেকে ১০০ টাকা, শসা বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকা দরে। এছাড়া অন্যান্য সবজি রয়েছে ৫০ থেকে ৬০ টাকার মধ্যে। কাঁচা মরিচ ১৫০ - ১৬০ টাকায় বিক্রি হচ্ছে।  পেঁয়াজ রকমভেদে ৩০ থেকে ৫০ টাকা, রসুন ৮০ টাকা, আদা ১২০ টাকা দরে বিক্রি হচ্ছে।

 


বাজারে প্রতি কেজি ব্রয়লার ১৩৫ -১৪০ টাকা ও লেয়ার মুরগি বিক্রি হচ্ছে ২২০ থেকে ২৫০ টাকা দরে। এছাড়া ফার্মের ডিম প্রতি হালি ৩২ টাকা ও দেশি মুরগি ও হাসের ডিম বিক্রি হচ্ছে ৪৫ টাকা দরে। গরুর মাংস ৫০০-৫১০ টাকা কেজি,  খাসির মাংস বিক্রি হচ্ছে ৮০০ থেকে ৯০০ টাকায়। 



মসলার বাজার কিছুটা পড়তির দিকে। কেজি প্রতি মান ভেদে এলাচ বিক্রি হচ্ছে ১ হাজার ৯২০ টাকা থেকে ২ হাজার টাকা। মানভেদে জিরার কেজি ৩৩৫ টাকা থেকে ৪৫০ টাকায় বিক্রি হচ্ছে। মিষ্টি জিরা বিক্রি হচ্ছে ১২০ টাকায়। দারুচিনি ৩৩০ টাকা, জয়ফল ৬০০ থেকে ৬৫০ টাকা, লবঙ্গ মান ভেদে ১ হাজার থেকে ১৫০০ টাকায় বিক্রি হচ্ছে।