ঢাকা, শুক্রবার ১২, ডিসেম্বর ২০২৫ ২২:২৫:২৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ওসমান হাদি গুলিবিদ্ধ সাজিদের জানাজায় হাজারো মানুষের ঢল, দাফন সম্পন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনের ভোট ১২ ফেব্রুয়ারি তফসিল ঘোষণা: নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা ছবি নামিয়ে ফেলায় অপমানিত বোধ করেছি: রাষ্ট্রপতি সাহাবুদ্দিন উপদেষ্টা পরিষদের দায়িত্ব পুনর্বণ্টন সচিবালয় থেকে ৪ জনকে নেওয়া হলো পুলিশি হেফাজতে গভীর নলকূপে পড়ে যাওয়া শিশু সাজিদকে উদ্ধার

এক মাসের জন্য বন্ধ ফেসবুক!

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ১০:২০ পিএম, ৭ জুন ২০১৮ বৃহস্পতিবার

মিথ্যা বা ভুয়ো খবর সম্প্রচার করার অপরাধ৷ এক মাসের জন্য বন্ধ হয়ে গেলো ফেসবুক৷ এমনই ঘোষণা করল পাপুয়া নিউগিনি সরকার। এক মাসের মধ্যে পাপুয়া নিউগিনির ফেসবুক ব্যবহারকারীদের প্রকৃতি বিচার করবে স্থানীয় প্রশাসন৷ কোথা থেকে দিনের পর দিন ভুয়ো খবর প্রচারিত হচ্ছে, তার উৎস সন্ধান করা হবে৷

 

এ ছাড়া দেশের সাধারণ মানু্ষ ফেসবুকে কী ধরনের পোস্ট শেয়ার করতে পছন্দ করেন বা কী দেখতে চান। এসব খতিয়ে দেখা হবে বলে জানানো হয়েছে৷ ভুয়ো খবর কেউ সম্প্রচার করলে, যাতে তা সহজেই ধরে ফেলা যায়, তার ব্যবস্থা নিতে চলেছে পাপুয়া নিউ গিনি প্রশাসন৷

 

ভুয়ো খবরের মোকাবিলা করতে যাবতীয় ব্যবস্থা নেওয়ার পরেই ফের চালু করা হবে ফেসবুক, এমনই জানানো হয়েছে৷ তাই এক মাস বন্ধ রাখা হচ্ছে এই জনপ্রিয় সোশ্যাল সাইট৷



প্রশাসনের তরফে বলা হয়েছে, পাপুয়া নিউগিনিতে অনেক দিন ধরে এ সমস্যা চলছে। ফেসবুকে ভুয়া খবরে দেশজুড়ে অশান্তি ছড়াচ্ছে। এমনকি অনেক সময় লুকিয়ে নিষিদ্ধ ছবিও পোস্ট করা হচ্ছে। তাই বাধ্য হয়ে ফেসবুক এক মাসের জন্য বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে ভুয়ো খবর প্রচার ও গ্রাহকদের ব্যক্তিগত তথ্য ফাঁস করার অভিযোগ উঠেছিল ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গের বিরুদ্ধে।