ঢাকা, বৃহস্পতিবার ০২, মে ২০২৪ ১৫:৫৬:২৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সবজির বাজারে স্বস্তি নেই যুদ্ধকে ‘না’ বলতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানিয়েছি ভারী বর্ষণে মহাসড়কে ধস, চীনে ২৪ প্রাণহানি রাজবাড়ীতে ট্রেন লাইনচ্যুত, রেল যোগাযোগ বন্ধ এভারকেয়ারের সিসিইউতে ভর্তি খালেদা জিয়া মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি প্রধানমন্ত্রীর শুভেচ্ছা মদিনায় ভারি বৃষ্টিতে বন্যা, রেড অ্যালার্ট জারি

কথাসাহিত্যিক রিজিয়া রহমানের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:২২ পিএম, ১৬ আগস্ট ২০১৯ শুক্রবার

রাষ্ট্রপতি এম আবদুল হামিদ একুশে পদক বিজয়ী বিশিষ্ট কথাসাহিত্যিক রিজিয়া রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

রাষ্ট্রপতি আজ শুক্রবার এক শোক বার্তায় রিজিয়ার মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেন। ষাটের দশক থেকে তিনি অসংখ্য ছোট গল্প, কবিতা, প্রবন্ধ ও শিশু সাহিত্য রচনা করেছেন।

রাষ্ট্র প্রধান এক শোক বার্তায় তার বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

বিশিষ্ট কথাসাহিত্যিক রিজিয়া আজ সকাল ১১টা ১৫ মিনিটে নগরীর  অ্যাপলো হাসপাতালে ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৮০ বছর।

তিনি বাধর্ক্য জনিত নানা জটিল রোগে ভুগছিলেন। তিনি গুরুতর অসুস্থ্য হয়ে পড়লে গত মঙ্গলবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি হাসপাতালের ইন্টেনসিভ কেয়ার (আইসিইউ) ইউনিটে চিকিৎসাধীন ছিলেন।