ঢাকা, রবিবার ১৪, ডিসেম্বর ২০২৫ ১২:০৭:৩০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন প্রধান উপদেষ্টা শহীদ বুদ্ধিজীবী দিবস আজ সুদানে সন্ত্রাসী হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৬ শান্তিরক্ষী নিহত জুলাইযোদ্ধাদের নিরাপত্তায় হতে পারে বিশেষ সেল সোনার দাম ভরিতে বাড়ল ৩৪৫৩ টাকা

করোনা: নতুন রোগী ভর্তির চেয়ে বাড়ছে হাসপাতাল ছাড়ার সংখ্যা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:২৭ পিএম, ২১ জুলাই ২০২০ মঙ্গলবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির চেয়ে হাসপাতাল থেকে ছেড়ে যাওয়া রোগীর সংখ্যা বেশি। গতকাল সোমবার সারা দেশের হাসপাতালগুলোতে মোট ৪৬৬ জন রোগী ভর্তি হয় এবং হাসপাতাল থেকে ছাড়া পায় ৭৬৩ জন।

স্বাস্থ্য অধিদফতর বলেছে, এরা সবাই করোনা আক্রান্ত এবং ছেড়ে যাওয়া সব রোগীই সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুসারে, গতকাল সোমবার দুপুর ১২টা পর্যন্ত সারা দেশে মোট ৪৬৬ জন রোগী ভর্তি হয় এবং হাসপাতাল থেকে ছাড়া পায় ৭৬৩ জন। এর মধ্যে সবচেয়ে বেশি রোগী ছাড়া পায় খুলনা বিভাগের হাসপাতালগুলো থেকে। খুলনা বিভাগের বিভিন্ন হাসপাতাল থেকে গতকাল ছাড়া পায় ২৯৫ জন রোগী। এর বিপরীতে এ বিভাগে নতুন করে করোনা আক্রান্ত হয়ে ভর্তি হয় মাত্র ২৪ জন। বরিশাল বিভাগে নতুন ভর্তি রোগী ছিল ৩৫ এবং এর বিপরীতে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ১২৮ জন। ঢাকা মহানগরীর বিভিন্ন হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ১৭২ জন রোগী এবং ঢাকা মহানগরীর বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ২৪১ জন রোগী।

চট্টগ্রাম বিভাগের বিভিন্ন হাসপাতালে গতকাল ভর্তি হয়েছে ৪৭ জন এবং হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৭১ জন। রাজশাহী বিভাগের হাসপাতালগুলোতে গতকাল নতুন রোগী ভর্তি হয়েছে ৩৩ জন এবং হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৩৫ জন। সিলেট বিভাগের হাসপাতালে গতকাল ভর্তি হয়েছে ৭ জন এবং হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ১৬ জন। রংপুর বিভাগে ভর্তি হয়েছে ১৯ জন এবং হাসপাতাল ছেড়েছে মাত্র ২ জন।

চট্টগ্রাম মহানগরীতে গতকাল ভর্তি হয়েছে ২৭ জন এবং হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ২৫ জন। ময়মনসিংহ বিভাগে গতকাল ভর্তি হয়েছে ২ জন এবং ছাড়া পেয়েছে ৩ জন। ঢাকা মহানগরী বাদে কেবল ঢাকা বিভাগের হাসপাতালগুলোতে গতকাল ভর্তি হয়েছে ২১ জন এবং ছাড়া পেয়েছে ৩১ জন। উল্লেখ্য সারা দেশে কোভিড-১৯ রোগীর জন্য সাধারণ শয্যা রয়েছে ১৫ হাজার ৪৬৮টি। এসব হাসপাতালে সাধারণ শয্যায় গতকাল পর্যন্ত ভর্তি রোগী ছিল চার হাজার ৩৯৯ জন এবং আইসিইউতে ভর্তি রোগীর সংখ্যা ছিল ২৮৩ জন।

গতকাল সোমবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সহকারী পরিচালক ডা: আয়েশা এসব তথ্য জানিয়েছেন। কন্ট্রোল তথ্য অনুযায়ী, সারা দেশের হাসপাতালগুলোতে গতকাল আইসিইউ বেডে ভর্তি ছিল ২৮৩ জন এবং সারা দেশে সচল আইসিইউ বেড রয়েছে ৫৩৫টি।

উল্লেখ্য, চলতি জুলাই মাসের ২০ দিনে সারা দেশে মোট ৬১ হাজার ৯৭০ জন মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয় এবং সারা দেশে মোট ৮২১ জন করোনা আক্রান্ত হয়ে মারা যায়। গত জুন মাসের প্রথম ২০ দিনের চেয়ে আক্রান্তের দিক থেকে জুলাই মাসের ২০ দিনে আক্রান্তের সংখ্যা কম। জুন মাসের প্রথম ২০ দিনে দৈনিক গড়ে আক্রান্ত হয়েছিল তিন হাজার ২৭৭ জন। এর বিপরীতে জুলাই মাসের ২০ দিনে দৈনিক গড়ে আক্রান্ত হয়েছেন তিন হাজার ৯৮ জন। মৃত্যুর দিকে থেকে জুলাই মাসের প্রথম ২০ দিনে সারা দেশে মোট মৃত্যু হয়েছে ৮২১ জন এবং দৈনিক গড়ে মৃত্যু হয়েছে ৪১.০৫ জন।

জুন মাসে সারা দেশে মোট মৃত্যু হয়েছে এক হাজার ১৯৭ জন এবং জুন মাসে সারা দেশে গড়ে মৃত্যু হয়েছে ৩৯.৯০ জন। জুন মাসের ২০ দিনে সারা দেশে মৃত্যুর সংখ্যা ছিল ৭৯৮ জন। অপর দিকে গত মে মাসে সারা দেশে ৪৮২ জন মৃত্যুবরণ করেছে এবং মে মাসে দৈনিক গড়ে মৃত্যুবরণ করেছে ১৫.৫৪ জন। এপ্রিল মাসে বাংলাদেশে মৃত্যুবরণ করেছে ১৬৩ এবং মার্চ মাসে পাঁচজন মৃত্যুবরণ করেছে।

-জেডসি