ঢাকা, বৃহস্পতিবার ০২, মে ২০২৪ ৩:৪৫:৫৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি প্রধানমন্ত্রীর শুভেচ্ছা মদিনায় ভারি বৃষ্টিতে বন্যা, রেড অ্যালার্ট জারি দুই মাসের নিষেধাজ্ঞা শেষে ইলিশ ধরা শুরু ভর্তি পরীক্ষায় ব্যর্থ, পদ্মায় ঝাঁপ দিয়ে তরুণীর আত্মহত্যা মহান মে দিবস আজ ক্যারিয়ার সেরা র‍্যাংকিংয়ে জ্যোতি চুয়াডাঙ্গায় আজ ৪৩.৭ ডিগ্রি, ২৯ বছরের মধ্যে সর্বোচ্চ

করোনার ভারতীয় ধরন দেশে খুব বেশি ছড়ায়নি: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:০৮ পিএম, ১৭ মে ২০২১ সোমবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মহামারি করোনাভাইরাসের ভারতীয় ধরন বাংলাদেশে খুব বেশি ছড়ায়নি বলে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, সঠিক সময়ে সরকারের পক্ষ থেকে সঠিক পদক্ষেপ নিয়ে সীমান্ত বন্ধ করায় করোনার ভারতীয় ধরন থেকে বাংলাদেশ এখনো কিছুটা হলেও নিরাপদে আছে।

সোমবার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে জরুরি ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

করোনা নিয়ন্ত্রণে দূরপাল্লার বাস, ট্রেন, লঞ্চসহ বিভিন্ন যানবাহন আরও কিছুদিন বন্ধ রাখার প্রস্তাব করা হয়েছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমি মনে করি গণপরিবহন আরও কিছু দিন বন্ধ থাকুক। জেলার ভেতরে চলাচলটা রাখা হয়েছে। আমরা আরও প্রস্তাব করব দূরপাল্লার যানবাহন যেনো আরও বন্ধ রাখা হয়।

জাহিদ মালেক বলেন, আপনারা জানেন, ভারতে করোনার কারণে দৈনিক ৪ হাজার লোক মারা যাচ্ছে। এটা অফিসিয়ালি। আর আনঅফিসিয়ালি আরও তিনগুণ বেশি এবং সংক্রমিত হচ্ছে আরও তিন থেকে চার লাখ লোক। আনঅফিসিয়ালি নাকি এটা আরও বেশি। ভারতীয় ভ্যারিয়েন্ট নাকি খুব এগ্রেসিভ। আমরা জেনেছি, শুনেছি। আমরা দেশেও কিছু পাওয়া গেছে এবং আমরা ট্রেস করেছি। এর মাধ্যমে আমরা দেখেছি যে, না খুব বেশি ছড়ায়নি। এখনো আমরা বলতে পারি খুব বেশি ছড়ায়নি।

মন্ত্রী বলেন, সরকারের সঠিক সময়ে পদক্ষেপ সীমান্ত বন্ধ করে দেয়ায় আমরা মনে করি ভারতীয় ধরন থেকে আমাদের দেশ এখনো কিছুটা হলেও নিরাপদে আছে। সীমান্ত এখনো বন্ধ আছে। আগামীতেও বন্ধ রাখার জন্য আমরা সুপারিশ করছি। যতদিন পর্যন্ত ভারতের অবস্থা মোটামুটি স্বাভাবিক না হয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিবসহ আমরা সমস্ত বিভাগ নিয়ে কাজ করছি।

করোনার টিকা নিয়ে জাহিদ মালেক বলেন, চীনের যে ভ্যাকসিন এসেছে সেটির প্রথম ডোজ আগামী ২৫ মে থেকে দেয়া শুরু হবে। এ ছাড়া আমরা রাশিয়া, চীন, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের সঙ্গে কথা বলেছি ভ্যাকসিনের জন্য। দ্বিতীয় ডোজের জন্য ভারত ও যুক্তরাজ্যের সঙ্গে কথা বলছি। প্রধানমন্ত্রী নিজেও চেষ্টা করেছেন। ভারতের কাছে অর্ডার করেছি ৩ কোটি, পেয়েছি ৭০ লাখ। দ্বিতীয় ডোজ নিয়ে আমরা চিন্তিত।

তিনি আরও বলেন, যেকোনো ভ্যাকসিন তৈরি করতে হলে ওষুধ প্রশাসনের আবেদন লাগে। যারা আবেদন করে যাচাই-বাছাই করে। আমাদের সিদ্ধান্ত ক্রয়ও করব, প্রয়োজনে উৎপাদন করব। যাদের উৎপাদনের সক্ষমতা আছে তাদের এগিয়ে আসতে হবে। তাদের প্রথমে আবেদন দেখে আমাদের কাছে আসতে হবে। আমাদের কাছে প্রতিবেদন এলে প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ করে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। টিকা উৎপাদন করলেও পাঁচ-ছয় মাসের আগে করা সম্ভব না।

-জেডসি