ঢাকা, বৃহস্পতিবার ২৫, এপ্রিল ২০২৪ ২২:২৩:৩১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
যুদ্ধ কোনো সমাধান দিতে পারে না, এটা বন্ধ হওয়া উচিত: প্রধানমন্ত্রী ফেসবুকে পোস্ট দিয়ে সন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন মা আরও ৩ দিন হিট অ্যালার্ট জারি যুক্তরাষ্ট্রে টিকটক নিষিদ্ধ করার বিল সিনেটে পাস

করোনায় বড় পরিবর্তন আসছে আকাশপথের ভ্রমণে

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:১১ এএম, ১১ জুন ২০২০ বৃহস্পতিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

কোভিড-১৯ (করোনা) পরবর্তী নতুন ব্যবস্থায় আকাশ যাতায়াতে ব্যাপক পরিবর্তন আসছে। ভিসা ও টিকিট থাকলেই আগের মতো আর ভ্রমণ নিশ্চিত হওয়া যাবে না, এমনকি নিরাপত্তার পাশাপাশি স্বাস্থ্য ঝুঁকিকেও অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। এমন থেকে ভ্রমণের আগে করোনা পরীক্ষা বাধ্যতামূলক করা হবে।

এ বিষয়ে সাবেক পররাষ্ট্র সচিব ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সিনিয়র ফেলো মোহাম্মাদ শহীদুল হক বলেন, পরিস্থিতি যেদিকে যাচ্ছে, তাতে মনে হচ্ছে বড় ধরনের পরিবর্তন আসবে এভিয়েশন খাতে।’ যাত্রী, প্লেন ও বিমানবন্দর তিন জায়গাতেই পরিবর্তন আসবে জানিয়ে তিনি বলেন, ‘আগের পরিস্থিতি আর কখনোই ফেরত আসবে না।’

এই কূটনীতিক আরও জানান, বিমান ভ্রমণ সংক্রান্ত যে নিয়ম কানুন আছে তারমধ্যে ৭০টি জায়গায় পরিবর্তন আসতে পারে বলে ধারনা করা হচ্ছে। যাত্রীদের বিষয়ে কী পরিবর্তন আসতে পারে সেই বিষয়ে জানিয়ে তিনি বলেন, ‘আফ্রিকার কয়েকটি দেশে ভ্রমণ করার সময় একটি বাড়তি কাগজ লাগে এবং সেটি হচ্ছে স্বাস্থ্য সম্পর্কিত ইয়েলো কার্ড। বর্তমান পরিস্থিতিতে এধরনের একটি বাড়তি কাগজের কথা চিন্তা করা হচ্ছে যেখানে যাত্রীর স্বাস্থ্য সম্পর্কিত তথ্য থাকবে এবং ভ্রমণের সময় এটি বহন করতে হবে।’

তিনি বলেন, ‘এখন নিরাপত্তার সামান্য ঝুঁকি আছে এমন কোনও যাত্রীকে যেমন কোনোও বিমান ভ্রমণ করতে দেয় না, তেমনি হয়তো অল্প জ্বর বা কাশির মতো সামান্য শারীরিক সমস্যার কারণে যাত্রী পরিবহন অস্বীকার করতে পারে বিমান সংস্থাগুলি।’

প্লেনের বিষয়ে তিনি বলেন, ‘সামাজিক ডিসট্যান্সিংয়ের জন্য প্লেনের সিট সংখ্যা কম হবে এবং প্রতিবার ভ্রমণের পর গোটা বিমানকে জীবাণুমুক্ত করা হবে। এছাড়াও স্বল্প যাত্রায় খাবার বন্ধ হবে এবং দীর্ঘ যাত্রায় খাবার ভিন্নভাবে পরিবেশিত হবে এবং প্লেনের ক্রুদের পরিষ্কার-পরিছন্নতার ওপর বিশেষ প্রশিক্ষণ নিতে হবে। তবে গোটা ব্যবস্থার পরিবর্তনের কারণে খরচও বাড়বে। কারণ প্লেনে কাগজ থাকবে না এবং অনস্ত্রিন ডিসপ্লের মাধ্যমে যাত্রীরা সবকিছু জানতে পারবে।

বিমানবন্দর ব্যবস্থাপনায় পরিবর্তন আসবে জানিয়ে তিনি বলেন, আগে আন্তর্জাতিক ভ্রমণের ক্ষেত্রে যাত্রার দুই ঘণ্টা আগে যেতে হতো কিন্তু এখন অন্তত চার ঘণ্টা আগে যেতে হবে। কারণ বাড়তি ব্যবস্থা হিসাবে প্লেনে ওঠার আগে স্বাস্থ্য পরীক্ষা হবে। এয়ারপোর্টের মূল ভবনে যাত্রী ছাড়া আর কেউ প্রবেশ করতে পারবে না এবং নিরাপত্তা আর্চওয়ের পাশাপাশি জ্বর পরিমাপের আর্চওয়ে থাকবে।

এই পরিবর্তনের ফলে বাংলাদেশের মতো দেশগুলির কী অবস্থা হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমান যে ব্যবস্থা আছে, সেটি বহাল থাকবে এবং এর পাশাপাশি স্বাস্থ্য সম্পর্কিত ঝুকিঁ নির্ণয়ের ব্যবস্থা চালু করতে হবে। তবে নতুন প্রক্রিয়াটি ব্যয়বহুল এবং প্রযুক্তিনির্ভর ফলে খরচ বৃদ্ধি পাবে যা বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলির পক্ষে এটি একটি বড় একটি চ্যালেঞ্জ।

আন্তর্জাতিক সম্পর্কেও এর প্রভাব আছে জানিয়ে সাবেক পররাষ্ট্র মন্ত্রী বলেন, ঢাকা বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থার আরও উন্নতি করা দরকার, এমনটি জানিয়ে যুক্তরাজ্য বাংলাদেশ থেকে কার্গো ফ্লাইট বন্ধ করে দিয়েছিল এবং পরবর্তীতে যুক্তরাজ্যের একটি কোম্পানিকে নিরাপত্তা ব্যবস্থা উন্নয়নের দায়িত্ব দেওয়া হয়েছিল। একইভাবে এখানকার বিমানবন্দরের স্বাস্থ্য সম্পর্কিত যে ব্যবস্থাগুলির প্রয়োজন হবে, সেগুলির ঘাটতি থাকলে অনেক দেশ হয়তোবা বাংলাদেশ থেকে যাত্রী পরিবহনে দ্বিধা করতে পারে বলেও মনে করেন এই বিশেষজ্ঞ।

-জেডসি