ঢাকা, শুক্রবার ২৬, এপ্রিল ২০২৪ ১৭:১৭:৩৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
তাপমাত্রা ৪৫ ডিগ্রি ছাড়াবে আগামী সপ্তাহে থাইল্যান্ডের গভর্নমেন্ট হাউসে দ্বিপাক্ষিক বৈঠকে প্রধানমন্ত্রী চলতি মাসে তাপমাত্রা কমার সম্ভাবনা নেই গাজীপুরে ফ্ল্যাট থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার হিটস্ট্রোকে স্কুলছাত্রীর মৃত্যু থাইল্যান্ডের রাজা-রাণীর সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

কাল দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষ রোপণ

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:৩৪ পিএম, ১৬ মার্চ ২০২০ সোমবার

কাল দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষ রোপণ

কাল দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষ রোপণ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে আগামীকাল ১৭ মার্চ মঙ্গলবার দেশের সকল নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, ও সরকারি বেসরকারি স্কুল কলেজ, মাদ্রাসা, কারিগরি ও পলিটেকনিক ইনস্টিটিউটে ১০০টি করে বৃক্ষ রোপণ করার নির্দেশ দেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় এই নির্দেশ দিয়েছে।

আজ সোমবার সংশ্লিষ্ট মন্ত্রনালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কাল বিকাল ৪টায় জাতীয় সংসদ ভবণে এ বৃক্ষ রোপণ অনুষ্ঠানের  উদ্বোধন করবেন জাতীয় সংসদের মাননীয় স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী। এ অনুষ্ঠানে আরো উপস্থিত থাকবেন শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি।

করোনা ভাইরাস সংক্রমণ রোধে প্রতিটি প্রতিষ্ঠানে বৃক্ষ রোপণের সময় শিক্ষক ও শিক্ষার্থীসহ সর্বোচ্চ ২৫জন উপস্থিত থাকতে পারবে। এর বেশি গণ জমায়েত করতে নিষেধ করা হয়েছে।