ঢাকা, রবিবার ১৪, ডিসেম্বর ২০২৫ ১১:৫৭:৪৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন প্রধান উপদেষ্টা শহীদ বুদ্ধিজীবী দিবস আজ সুদানে সন্ত্রাসী হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৬ শান্তিরক্ষী নিহত জুলাইযোদ্ধাদের নিরাপত্তায় হতে পারে বিশেষ সেল সোনার দাম ভরিতে বাড়ল ৩৪৫৩ টাকা

কেরানীগঞ্জে নারীদের জন্য ব্যাংক এশিয়ার এটিএম বুথ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:৪৬ পিএম, ১৩ অক্টোবর ২০২২ বৃহস্পতিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ডিজিটাল লেনদেনে নারীদের অংশগ্রহণ বৃদ্ধি এবং আর্থিক ব্যবস্থাপনার উন্নতির লক্ষ্যে রাজধানী ঢাকার উপকণ্ঠে কেরানীগঞ্জের সোনাকান্দায় নারীদের জন্য দেশে প্রথম এটিএম বুথ স্থাপন করেছে ব্যাংক এশিয়া। 

ব্যাংক এশিয়ার প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) আদিল চৌধুরী গতকাল ১১ অক্টোবর সোনাকান্দায় ব্যাংক এশিয়া ডিপিও এজেন্ট আউটলেট প্রাঙ্গণে এটিএম বুথের উদ্বোধন করেন। 

এটিএম বুথ উদ্বোধন করার সময় আদিল চৌধুরী বলেন, সারাদেশে আর্থিক অন্তর্ভুক্তি কার্যক্রমকে জোরদার করার মাধ্যমে টেকসই অর্থনৈতিক উন্নয়ন অর্জনে সহায়তা করার লক্ষে ব্যাংকিং সেবা বহির্ভুত লোককে সেবার আওতায় নিয়ে আসতে আমরা প্রতিশ্রিুতিবদ্ধ।

তিনি আরও বলেন, নারীদের জন্য চালুকৃত এটিএম বুথটি ডিজিটাল ব্যাংকিং লেনদেনে নারীদের অংশগ্রহণকে উৎসাহিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। 

এরপর প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) সোনাকান্দা ডিপিও এজেন্ট আউটলেটের অভ্যন্তরে একটি মহিলা কর্নারও উদ্বোধন করেন। ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জিয়াউল হাসান মোল্লা, বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের ডেপুটি ডিরেক্টর জেসন ল্যাম্ব ও সিনিয়র প্রোগ্রাম অফিসার মিসেস স্নিগ্ধা আলী এ সময় উপস্থিত ছিলেন। 

নারীদের জন্য এটিএম বুথ চালুর উদ্যোগ সম্ভবত বাংলাদেশে এবং বিশ্বে এটাই প্রথম। এর আগে এমনটা আমার চোখে পড়েনি, মি. জেসন ল্যাম্ব উল্লেখ করেন। বিপুল সংখ্যক মহিলা গ্রাহক এবং স্থানীয় বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের উপস্থিতিতে অনুষ্ঠানটি একটি উৎসবের মেজাজে পরিণত হয়।

বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের সহায়তায় দুই বছরের অনুদানভিত্তিক ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তি প্রকল্পের আওতায়, আর্থিক অন্তর্ভুক্তিমূলক কার্যক্রম সহজতর করে বাংলাদেশে নারীর ক্ষমতায়নকে শক্তিশালী করার লক্ষে নারীদের জন্য এটিএম বুথ স্থাপন করা হয়েছে। 

এই প্রকল্পের আওতায়, নারী গ্রাহকদের আর্থিক সেবায় আকৃষ্ট করতে একই দিনে রাজধানী ঢাকার বেগম বদরুন্নেছা সরকারী মহিলা কলেজ, কদমটোলা সিটি ডিজিটাল সেন্টার এজেন্ট আউটলেট এবং প্যারিস রোড সিটি ডিজিটাল সেন্টার এজেন্ট আউটলেটে আরও ৩টি মহিলা এটিএম বুথ চালু করা হয়েছে।  প্রকল্পের আওতায় দেশের বিভিন্ন স্থানে নারীদের জন্য আরও ৬টি এটিএম বুথ স্থাপন করা হবে।