ঢাকা, রবিবার ০৭, ডিসেম্বর ২০২৫ ৫:২১:৪২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
খালেদা জিয়ার অবস্থা এখনও উদ্বেগজনক আরও পেছাল খালেদা জিয়ার লন্ডনযাত্রা খালেদা জিয়ার এন্ডোসকপি সম্পন্ন, থামানো গেছে অভ্যন্তরীণ রক্তক্ষরণ আগারগাঁওয়ে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ, নারীসহ দগ্ধ ৬ প্রবাসীদের নিবন্ধন ছাড়াল এক লাখ ৯৩ হাজার

ক্ষুদ্র ব্যবসায়ীদের টিকার দ্বিতীয় ডোজ শুরু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:০৭ এএম, ১২ মার্চ ২০২২ শনিবার

ফাইল ছবি

ফাইল ছবি

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে শনিবার (১২ মার্চ) থেকে রাজধানীর দোকান মালিক-কর্মচারীসহ ক্ষুদ্র ব্যবসায়ীদের টিকার দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হচ্ছে। এদিন সকাল ১০টা থেকে উত্তরা ৩ নম্বর সেক্টরের ফ্রেন্ডস ক্লাব মাঠে প্রায় ৪ হাজার মানুষকে টিকা দেওয়া হবে।

শুক্রবার (১১ মার্চ) বিকেলে এক বিজ্ঞপ্তিতে টিকাদান কর্মসূচি বাস্তবায়নে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার (১২ মার্চ) রাজধানীর ক্ষুদ্র ব্যবসায়ীদের করোনা টিকার দ্বিতীয় ডোজ দেওয়ার কর্মসূচি শুরু হচ্ছে। প্রথম দিন উত্তরার দোকান মালিক ও কর্মচারীদের দেওয়া হবে সিনোভ্যাকের টিকা। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ব্যবস্থাপনায় এই টিকা দেওয়া হবে।

এতে আরও বলা হয়, যারা ১২ ফেব্রুয়ারি করোনার প্রথম ডোজ টিকা গ্রহণ করেছেন, শুধুমাত্র তারাই পাবেন এ টিকার দ্বিতীয় ডোজ। এরপর পর্যায়ক্রমে রাজধানীর মিরপুর এলাকা, মালিবাগ-সিদ্ধেশ্বরী এলাকা ও গাউছিয়া-নিউমার্কেটসহ বিভিন্ন এলাকায় এ টিকা কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এর আগে গত ১২ ফেব্রুয়ারি রাজধানীর উত্তরার ফ্রেন্ডস ক্লাব মাঠে ক্ষুদ্র ব্যবসায়ীদের টিকার প্রথম ডোজ দেওয়ার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়। কার্যক্রমের উদ্বোধন করেন- স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা, সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) এর পরিচালক ডা. মো. শামসুল হক, ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসান এবং বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন।