ঘটকের ছক, নববধূর লুট: বিয়ের নামে প্রতারণার অভিযোগ!
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:০৬ পিএম, ১৭ মে ২০২৫ শনিবার
সংগৃহীত ছবি
লালমনিরহাটের আদিতমারীতে বিয়ের নাটক সাজিয়ে স্বামীর বাড়ি থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে পালিয়েছেন এক নববধূ এবং তার সঙ্গে থাকা খালাতো বোন। এ ঘটনায় নববধূ, তার সহযোগী এবং বিয়ের ঘটকসহ চারজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী স্বামী হোসেন আলী।
শুক্রবার (১৬ মে) রাতে আদিতমারী থানায় এ অভিযোগ দায়ের করা হয়। ভুক্তভোগী হোসেন আলী আদিতমারী উপজেলার তালুক পলাশী গ্রামের খিজির মামুদের ছেলে।
অভিযুক্ত নববধূ রুমানা খাতুন (৩০) একই উপজেলার সাপ্টিবাড়ি এলাকার এনছার আলীর স্বামী পরিত্যক্তা মেয়ে। অন্য অভিযুক্তরা হলেন- বিয়ের ঘটক জোবাইদুল ইসলাম, রবিউল ইসলাম এবং লালমনিরহাট পৌরসভার নিকাহ রেজিস্টার কাজী আমজাদ হোসেন সরকার।
অভিযোগে হোসেন আলী জানান, এক বছর আগে তার প্রথম স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়। এরপর দ্বিতীয়বার বিয়ের সিদ্ধান্ত নেন তিনি। ঘটক জোবাইদুল ও রবিউল তাকে পাত্রী দেখানোর কথা বলে গত ১৪ মে লালমনিরহাট শহরে নিয়ে যান। সেখানে স্বামী পরিত্যক্তা রুমানাকে দেখানোর পর পছন্দ হলে তাৎক্ষণিকভাবে এক লাখ টাকা দেনমোহরে কাজী আমজাদ হোসেন সরকারের অফিসে বিয়ে সম্পন্ন হয়।
বিয়ের পর রাতেই রুমানাকে নিয়ে বাড়ি ফেরেন হোসেন আলী। তার সঙ্গে ঘটক জোবাইদুলের মেয়েও আসে। পরদিন সকালে রুমানা তার বাবার অসুস্থতার অজুহাত দেখিয়ে বেরিয়ে যায়। সঙ্গে নিয়ে যায় ঘরে রাখা তামাক বিক্রির ১ লাখ ৩৫ হাজার টাকা এবং দেড় ভরি স্বর্ণালংকার। পরে সন্ধ্যায় না ফেরায় এবং মোবাইলফোন বন্ধ থাকায় হোসেন আলীর সন্দেহ হয়। খোঁজ নিয়ে দেখা যায়, ঘরের নগদ টাকা ও স্বর্ণালংকারও নিখোঁজ।
হোসেন আলী জানান, বিয়ের বকশিস হিসেবে ঘটক জোবাইদুল ১০ হাজার টাকাও নিয়েছিলেন। পরবর্তীতে ঘটকদের কাছে গিয়েও কোনো সহযোগিতা পাননি। এমনকি নিকাহ রেজিস্ট্রির নকল চাইতে গেলে কাজী আমজাদ হোসেন তা না দিয়ে উল্টো হুমকি দেন।
স্থানীয়দের দাবি, রুমানাসহ এই চক্রটির মূল কাজই হলো বিয়ের ফাঁদে ফেলে প্রতারণা ও অর্থ হাতিয়ে নেয়া। তাই তারা কোথাও স্থায়ীভাবে বসবাস করে না।
এ বিষয়ে কথা বলতে একাধিকবার কল করলেও অভিযুক্ত ঘটক জোবাইদুল রিসিভ করেননি। নববধূ রুমানার মোবাইলফোনও বন্ধ পাওয়া যায়।
তবে কাজী আমজাদ হোসেন বলেন, রুমানা ও হোসেন আলীর নামে কোনো বিয়ের রেজিস্ট্রেশন তার অফিসে হয়নি। কেউ হয়তো অহেতুক তার নাম বলছে।
আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আকবর বলেন, এটি চুরি চক্রের নতুন কোনো কৌশল হতে পারে। অভিযোগটি গুরুত্ব সহকারে তদন্ত করে প্রয়োজনীয় আনি ব্যবস্থা নেয়া হবে।
- হঠাৎ নো মেকআপ লুকে জয়া আহসান!
- হাদির সর্বোত্তম চিকিৎসার আশ্বাস প্রধান উপদেষ্টার
- কেরানীগঞ্জে ভবনে আগুন
- ব্যাচেলর পয়েন্টে যে চরিত্রে দেখা দিলেন স্পর্শিয়া
- স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা পরিচয়ে ইউএনওকে প্রকাশ্য হুমকি
- লটারিতে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি শুরু ১৭ ডিসেম্বর
- এমিনেমের অশালীন প্রস্তাব ফাঁস করলেন টাইটানিকের নায়িকা
- ‘ডাক্তার ও নার্সদের রুমকে ‘পার্টি অফিস’ বানাবেন না’
- পাকিস্তানের কাছে শেষ ম্যাচ হেরে সিরিজও হারল বাংলাদেশ
- ফের নোবেলজয়ী নার্গিস মোহাম্মদীকে গ্রেফতার করল ইরান
- হাসপাতালে ভিড় না করার আহ্বান তাসনিম জারার
- মেট্রোরেল চলাচল শুরু
- রাউটার যেখানে লাগালে ওয়াই-ফাইয়ের সেরা স্পিড পাবেন
- শীতে পিরিয়ডের সময় যে ফলগুলো খাবেন না
- নির্বাচনী পরিবেশ নিয়ে শঙ্কা
- ত্বকে বয়সের ছাপ? দূর করবে এই ৪ পানীয়
- মেট্রোরেলের ভ্যাট প্রত্যাহার
- ত্রয়োদশ সংসদ নির্বাচনের ভোট ১২ ফেব্রুয়ারি
- আপেল নিয়ে কী ইঙ্গিত দিলেন জয়া আহসান
- খালেদা জিয়ার শারীরিক অবস্থার আরও অবনতি: মেডিকেল বোর্ড
- পার্লামেন্ট ভেঙে দিল থাইল্যান্ড
- ছবি নামিয়ে ফেলায় অপমানিত বোধ করেছি: রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
- তফসিল ঘোষণা: নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা
- ওপেনএআই`র অ্যাপ সাজেশন নিয়ে বিতর্ক
- ৯ দিনের ব্যবধানে বাড়ল সোনার দাম
- গর্ত থেকে উদ্ধার হওয়া শিশু সাজিদ মারা গেছে
- রাউটার যেখানে লাগালে ওয়াই-ফাইয়ের সেরা স্পিড পাবেন
- নারী সাংবাদিককে চোখ মেরে বিতর্কে পাক আইএসপিআর প্রধান
- সচিবালয় থেকে ৪ জনকে নেওয়া হলো পুলিশি হেফাজতে
- নির্বাচনী পরিবেশ নিয়ে শঙ্কা











