ঢাকা, শুক্রবার ২৬, এপ্রিল ২০২৪ ৬:২৮:২৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
যুদ্ধ কোনো সমাধান দিতে পারে না, এটা বন্ধ হওয়া উচিত: প্রধানমন্ত্রী ফেসবুকে পোস্ট দিয়ে সন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন মা আরও ৩ দিন হিট অ্যালার্ট জারি যুক্তরাষ্ট্রে টিকটক নিষিদ্ধ করার বিল সিনেটে পাস

ছাদখোলা গাড়িতে সাফজয়ী পাঁচ পাহাড়ি কন্যাকে সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:৪৮ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০২২ বৃহস্পতিবার

ফাইল ছবি

ফাইল ছবি

সাফ চ্যাম্পিয়ন জয়ী পাহাড়ের পাঁচ কন্যাকে ছাদখোলা গাড়িতে রাঙ্গামাটি শহর ঘুরিয়ে সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে সাফজয়ী ফুটবলারদের রাঙ্গামাটি জেলা প্রশাসন ও পার্বত্য জেলা পরিষদের আয়োজনে এ সংবর্ধনা দেওয়া হয়।

বিকেলে রাঙ্গামাটির কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়ন থেকে পাঁচ সাফজয়ী ফুটবলার রূপনা চাকমা, ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা, আনাই মগিনী ও আনুচিং মগিনীকে ফুলসজ্জিত ট্রাকে করে জেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের স্টেডিয়ামে আনা হয়। পরে সেখানে এ সাফজয়ীদের সংবর্ধিত করা হয়েছে।

এসময় শুভেচ্ছা বক্তব্যে ঋতুপর্ণা চাকমা বলেন, রাঙ্গামাটিবাসীর কাছে আমরা কৃতজ্ঞ। আমি আসার আগে কল্পনা করিনি এভাবে সবার ভালোবাসা পাবো। এ ভালোবাসা পেয়ে আমি অনেক আনন্দিত। রাঙ্গামাটিবাসীকে অনেক অনেক ভালোবাসা। আপনারা আমাদের পাশে ছিলেন এবং আপনাদের অনুপ্রেরণায় আমরা আরও এগিয়ে যাবো।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খাদ্য মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সংসদ সদস্য দীপংকর তালুকদার বলেন, আমাদের মেয়েরা আজ সাফ জয়ী, এটি আমাদের গর্ব। তাদের দেখাদেখি অন্যরাও অনুপ্রেরিত হয়ে খেলাধুলায় এগিয়ে আসবে বলে আশা করি।

এসময় আরও উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, জেলা পরিষদের চেয়ারম্যান অংসুপ্রু চৌধুরী, জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান, পুলিশ সুপার মীর আবু তৌহিদ, পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী প্রমুখ।

সংবর্ধনা অনুষ্ঠানে সাফজয়ী খেলোয়ারদের সংসদ সদস্য দীপংকর তালুকদার, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, জেলা পরিষদ, জেলা প্রশাসক, বিজিবি সেক্টর কমান্ডার, সেনা জোন, জেলা পুলিশ, পৌরসভা, জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে সংবর্ধিত করা হয়।