ছুটির দিনে ক্রেতার আগমনে সরগরম বইমেলা
নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৩৩ পিএম, ৩ ফেব্রুয়ারি ২০২৩ শুক্রবার
সংগৃহীত ছবি
বাঙালি ও বাংলার সাহিত্যপ্রেমীদের প্রাণের মেলা অমর একুশে বইমেলা এবারও শুরু হয়েছে ১ ফেব্রুয়ারি থেকে। আজ ছিল বইমেলার তৃতীয় দিন আর প্রথম শুক্রবার তথা ছুটির দিন। ফলে ছুটির দিন হওয়ায় বইমেলায় ক্রেতা ও দর্শনার্থীদের উপস্থিতি ছিল তুলনামূলক বেশি।
সরেজমিন দেখা যায়, দুপুর ২টার পর থেকেই অল্প অল্প করে দর্শনার্থী প্রবেশ করছেন মেলাপ্রাঙ্গণে। দুপুর গড়িয়ে বিকেল হতেই বাড়তে থাকে দর্শনার্থীর সংখ্যা। একপর্যায়ে উপচেপড়া ভিড় লক্ষ করা যায় মেলায়। বিকাল ৪টার পর থেকে রাত পর্যন্ত ছিল এ ভিড়।
বইয়ের বিক্রিবাট্টা কেমন হচ্ছে জানতে চাইলে দিব্যপ্রকাশের বিক্রয়কর্মী রনি বলেন, আজকে বেশ ভালো বিক্রি হচ্ছে। শুক্রবার ছুটির দিন হওয়ায় ক্রেতাদের উপস্থিতিও আশাজাগানিয়া। তিনি আরো বলেন, তিনদিনে আমাদের প্রকাশনীর নতুন বই এসেছে ১২-১৩টি। দিন বাড়ার সঙ্গে সঙ্গে আরো নতুন বই যুক্ত হবে স্টলে।
রচয়িতা প্রকাশনীর বিক্রয়কর্মী ইতি বলেন, আজ থেকে আমাদের স্টলে প্রথম বিক্রি শুরু হয়েছে। আজ চারটা নতুন বই এসেছে আমাদের স্টলে। আস্তে আস্তে আরো বেশি আসবে।
স্টুডেন্ট ওয়েজ মাহমুদুল হাসান জানান, গত দুইদিনের তুলনায় আজ ভালো বিক্রি হচ্ছে। এই তিনদিনে ১০-১৫টি এসেছে। মেলায় অন্যবার থেকে নতুন বই একটু কম এসেছে।
আরেক বিক্রয়কর্মী তানভীর আলম জানান, এবারের মেলায় মোট ৬০ টি বই আসবে আমাদের প্রকাশনী থেকে। বিক্রিও হচ্ছে মোটামুটি।
বইমেলায় বই কিনতে আসা সপ্তম শ্রেণীপড়ুয়া শিক্ষার্থী মো. তামিমুল এহসান বলেন, জীবনে প্রথমবারের মতো বইমেলায় এসেছি। খুব ভালো লাগছে। কবি নজরুলের ইসলামী গানের বই কিনেছি আর ছোটদের দুইটি গল্পের বই কিনেছি। বইমেলার এমন উৎসবমুখর পরিবেশ দেখে আমার মনে স্বপ্ন জেগেছে বই হয়ে আমিও একদিন লেখক হবো।
বইমেলায় আসা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী রকি আহমেদ বলেন, গত মেলাগুলোয় করোনার ধাক্কা ছিল। এজন্য শুরু থেকেই প্রাণচাঞ্চল্য ছিল না। কিন্তু এবার শুরু থেকেই প্রাণচাঞ্চল্য দেখা যাচ্ছে। তবে পাঠক হিসেবে বলব, এবারে বইয়ের দাম একটু বেশি। দামটা একটু কম হলে আমাদের মতো পাঠকদের জন্য সুবিধা হতো।
এদিকে বইমেলার তথ্যকেন্দ্র সূত্রে জানা গেছে, বইমেলার প্রথম তিনদিনে মোট নতুন বই এসেছে ১১৭টি। আর শুধু আজকে এসেছে ৯৬টি নতুন বই।
লেখক প্রকাশকদের সাথে কথা বলে জানা যায়, এবার কাগজ ও প্রকাশনা সামগ্রীর মূল্যবৃদ্ধির জন্য নতুন লেখকদের বই তুলনামূলক কম প্রকাশিত হয়েছে।
বেহুলা বাংলা প্রকাশনীর প্রকাশক চন্দন চৌধুরী বলেন, গত মেলাগুলোতে করোনার একটা ধাক্কা ছিল। তবে এবার সে সমস্যা না থাকলেও কাগজের বর্ধিত দামের কারণে নতুন লেখকদের বই তেমন একটা আসেনি। সাধারণত পুরাতন বা একটু প্রতিষ্ঠিত লেখকরাই এবার বই বের করেছেন।
উল্লেখ্য, ১ ফেব্রুয়ারি (বুধবার) বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণে এবারের অমর একুশে বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলা একাডেমি আয়োজিত এ বছরের বইমেলার প্রতিপাদ্য হচ্ছে, ‘পড়ো বই গড়ো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’।
উদ্বোধন অনুষ্ঠানে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২২ পাওয়া ১৫ কবি, লেখক ও গবেষকের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধানমন্ত্রী। এ সময় বাংলা একাডেমি থেকে প্রকাশিত সাতটি বইয়ের মোড়ক উন্মোচন করেন তিনি।
- মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেল সিংহ
- খালেদা জিয়া জন্য জার্মানি থেকে আসছে এয়ার অ্যাম্বুলেন্স
- ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ২০০
- পিঠা খেতে ঢাকা ছাড়লেন পরীমণি
- এআই প্রতিষ্ঠানে বিনিয়োগ করলেন রোনালদো
- কনার নতুন ছবি ঘিরে বিয়ের গুঞ্জন
- নির্বাচন সামনে রেখে ঢাকার ৫০ থানার ওসি বদলি
- ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসছেন মেক্সিকোর প্রেসিডেন্ট
- ইউএনও হলেন লাক্স সুন্দরী সোহানিয়া
- পশ্চিমবঙ্গ পুলিশে যোগ দিলেন ভারতের বিশ্বকাপজয়ী ক্রিকেটার
- বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি স্থগিত যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়ে
- সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘শাটডাউন’ কর্মসূচি স্থগিত
- বিশৃঙ্খলায় ডুবছে গ্রোকিপিডিয়া
- লিভার ভালো রাখতে যে ৩ খাবার খাবেন
- আজ আসছে না এয়ার অ্যাম্বুলেন্স, খালেদা জিয়ার লন্ডন যাত্রা পেছাল
- পুতিনকে জড়িয়ে ধরে স্বাগত জানালেন মোদি
- খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে প্রধান উপদেষ্টা
- নাসরিনের অধিনায়ক সানজিদা, সাবিনা-মাসুরারা অন্য ক্যাম্পে
- বিয়ে নিয়ে প্রথম মুখ খুললেন রাশমিকা
- হেলিকপ্টারে বিমানবন্দর যাবেন খালেদা
- খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক ঢাকায়
- আজ মধ্যরাতে লন্ডনে নেওয়া হবে খালেদা জিয়াকে
- বেশির ভাগ সবজিই ৬০-৮০ টাকার ওপরে
- ‘পরিবেশ ন্যায়বিচার প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করছে সরকার’
- লিভার ভালো রাখতে যে ৩ খাবার খাবেন
- আগামী নির্বাচন নিয়ে জাতি গর্ব করবে : প্রধান উপদেষ্টা
- খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স পাঠাতে সম্মতি কাতারের
- তলবের ১০ মিনিটেই হাজির জেডআই খান পান্না, চাইলেন নিঃশর্ত ক্ষমা
- পিঠা খেতে ঢাকা ছাড়লেন পরীমণি
- মায়ের সঙ্গে কারাগারে ২ বছরের শিশু

