ঢাকা, শুক্রবার ০৫, ডিসেম্বর ২০২৫ ২২:০১:১৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ আসছে না এয়ার অ্যাম্বুলেন্স, খালেদা জিয়ার লন্ডন যাত্রা পেছাল খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে জুবাইদা রহমান ‘শেখ হাসিনাকে ফেরাতে ভারতের ইতিবাচক সাড়া নেই’ বেশির ভাগ সবজিই ৬০-৮০ টাকার ওপরে বন্যায় সহায়তা: বাংলাদেশকে ধন্যবাদ জানালেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী

জর্জিনাকে প্রপোজ করা আংটির দাম ১২১ কোটি!

খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৩৫ পিএম, ২২ আগস্ট ২০২৫ শুক্রবার

রোনালদো ও জর্জিনা। সাথে ১২১ কোটি টাকার আংটি।

রোনালদো ও জর্জিনা। সাথে ১২১ কোটি টাকার আংটি।

পৃথিবী বিখ্যাত ফুটবল তারকা ত্রিস্টিয়ানো রোনালদো। খেলার পাশাপাশি বিভিন্ন মানবিক কারণে তিনি বেশ জনপ্রিয়। সুদীর্ঘ ৯ বছর প্রেমের পর অবশেষে প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন রোনালদো। 

তার প্রেমিকা জর্জিনা রদ্রিগেজ গত ১১ আগস্ট ইনস্টাগ্রামে একটি রোমান্টিক ছবি পোস্ট করে বিষয়টি নিশ্চিত করেন। ছবিতে দেখা যায়, আংটি পরা তার হাত রাখা রোনালদোর হাতে, ক্যাপশনে লেখেন—‘হ্যাঁ, আমি রাজি। এই জীবনে এবং আমার অন্য সব জন্মেও।’

এই ঘোষণার পর থেকেই আলোচনায় এসেছে সেই আংটি। কত দাম, কেমন পাথর, বাগদানের উপযোগী কি না—এসব প্রশ্ন নিয়ে সরগরম হয়ে ওঠে বিশ্ব গণমাধ্যম। 

‘এল’ ম্যাগাজিনের অস্ট্রেলিয়া সংস্করণ জানিয়েছে, বিশেষজ্ঞদের মতে এই আংটির মূল্য ১ কোটি মার্কিন ডলারের বেশি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২১ কোটি টাকা)। কারও মতে, এতে রয়েছে ওভাল শেপের হীরকখণ্ড—২২ থেকে ৩০ ক্যারেটের।

তবে এই আংটিকে ঘিরেই তৈরি হয়েছে বিতর্ক। স্পেনের গয়না বিশ্লেষক হুয়ানা গার্সিয়া সানচেজ দাবি করেছেন, এটি আসলে কোনো বাগদানের আংটি নয়, বরং একটি ‘ককটেল রিং’—যেটি মূলত বিশেষ অনুষ্ঠানে নজর কাড়ার জন্য পরা হয়, প্রতিদিনের ব্যবহারের জন্য নয়।

সানচেজ বলেন, ‘রোনালদোর দেওয়া আংটিটি আকারে খুব বড়, প্রায় ৪০ ক্যারেট পাথর বসানো। এটি বাগদানের আংটির সাধারণ বৈশিষ্ট্য পূরণ করে না। বরং এটি অস্বস্তিকর, আঙুলের স্বাভাবিক নড়াচড়াও এতে ব্যাহত হতে পারে।’

তিনি আরও বলেন, ‘বাগদানের আংটি সাধারণত সাদা বা হলুদ সোনায় তৈরি হয়, হালকা ও আরামদায়ক হয়—যা প্রতিদিন ভালোবাসা ও অঙ্গীকারের প্রতীক হিসেবে পরা যায়। এই আংটিতে থাকা বিশাল হীরা বরং ককটেল রিংয়ের বৈশিষ্ট্যই বহন করে, যা ১৯২০-এর দশকে নারীদের স্বাধীনতার প্রতীক হয়ে ওঠে।’

যদিও জর্জিনা আংটিটি বাঁ হাতে পরেছেন—যা বাগদানের চিহ্ন হিসেবে ধরা হয়—তবুও সানচেজের মতে এটি আদতে একটি জাঁকজমকপূর্ণ অলংকার মাত্র, যা মনোযোগ টানার জন্য পরা হয়, প্রতিদিনের ভালোবাসার প্রতীক নয়।

এখনো নির্দিষ্ট তারিখ ঠিক হয়নি। তবে স্প্যানিশ টিভি শো দ্য কোরাজোন-এর সাংবাদিক আলবার্তো গুজমান জানিয়েছেন, রোনালদো জর্জিনাকে শুধু আংটি নয়, দিয়েছেন একটি পোরশে গাড়ি, দুটি বিলাসবহুল ঘড়ি (মূল্য ৫০ হাজার ইউরোর বেশি) ও দুটি ডিজাইনার পোশাক (মূল্য ৩০ হাজার ইউরো+)।

গুজমানের তথ্যমতে, রোনালদো ২০২৬ বিশ্বকাপ খেলতে চান এবং বিশ্বমঞ্চ থেকে বিদায়ের পরই বিয়ে করতে পারেন। সম্ভাব্য বিয়ের তারিখ হতে পারে ২০২৬ সালের ১৯ জুলাইয়ের পর—যখন শেষ হবে সেই বিশ্বকাপ।

বিয়ের ভেন্যু নিয়েও কিছু ধারণা মিলেছে। খুব সম্ভবত, অনুষ্ঠানটি হবে রোনালদোর নিজ দেশ পর্তুগালেই।

যাই হোক আংটির আকার বা দামের বাইরে একটি বিষয় নিশ্চিত—বহু প্রতীক্ষার পর অবশেষে জীবনের নতুন অধ্যায়ের পথে এগিয়ে চলেছেন রোনালদো ও জর্জিনা।