ঢাকা, বৃহস্পতিবার ২৯, জানুয়ারি ২০২৬ ১৫:০৫:১১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
পোস্টাল ভোট: ১৪৮ দেশে নিবন্ধন, সৌদি আরব শীর্ষে এক বছরে ১৭ লাখ শিশুর জন্ম অপ্রয়োজনীয় অস্ত্রোপচারে হামলা-অপমানে ভাঙছে মাঠপুলিশের মনোবল কোনো দল নিষিদ্ধ করার পক্ষে নন তারেক রহমান ভবিষ্যৎ গড়ে উঠবে প্রযুক্তির হাত ধরেই: প্রধান উপদেষ্টা ‘ডেইরি ফার্ম জাতীয় অর্থনীতির একটি সম্ভাবনাময় খাত’

জিয়ার নামে গাছ রোপন করলেন ‘ক্ষুদে খালেদা’

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:২৩ পিএম, ৩ সেপ্টেম্বর ২০২৫ বুধবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ক্ষুদে খালেদা জিয়াকে দেখতে উৎসুক জনতার ভিড়। সর্বসাধারণ ও দলীয় নেতাকর্মীদের মাঝে মিষ্টি বিতরণ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে মধ্যবাজারে গাছের চারা রোপণ করেন ক্ষুদে খালেদা জিয়া। বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করে ময়মনসিংহ উত্তর জেলা যুবদল। 

খালেদা জিয়ার আদলে বর্ণিল কর্মসূচিতে অংশ নেন রামিসা ফারিয়া। সে জাগরণী পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। সে পৌর শহরের মাছুয়াকান্দা মহল্লার জহিরুল ইসলাম রমজান। তার বাবা যুবদলের কর্মী। 

ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন পাপ্পু বলেন, দেশের সর্বোচ্চ জনপ্রিয় নেত্রী হলেন খালেদা জিয়া। যার অনুপ্রেরণা আর শক্তিতে ১৭ বছর আমরা জেল-জুলুম, হুলিয়া উপেক্ষা করে আন্দোলন করেছি। সেই খালেদা জিয়া আজ আমাদের মাঝে উপস্থিত হয়েছে ক্ষুদে খালেদা জিয়া হয়ে। 

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন পাপ্পু, শিক্ষা সম্পাদক মনোয়ার জাহান সবল, সদস্য আনোয়ার হোসেন, মজিবুর রহমান, হান্নান তালুকদার, গৌরীপুর পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ, মইলাকান্দা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আতাউর রহমান, শিপন মিয়া, পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান পিপলু, জহিরুল ইসলাম রমজান, গৌরীপুর পৌর ছাত্রদলের আহবায়ক জামাল হোসেন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আবিদ হাসান রাহাদ, গৌরীপুর সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন শাকিল, শিশির আহম্মেদ আপন, পৌর ছাত্রদলের সদস্য শাহিনুর ইসলাম হৃদয় প্রমুখ।