ঢাকা, বৃহস্পতিবার ২৯, জানুয়ারি ২০২৬ ১৪:১৯:২১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
পোস্টাল ভোট: ১৪৮ দেশে নিবন্ধন, সৌদি আরব শীর্ষে এক বছরে ১৭ লাখ শিশুর জন্ম অপ্রয়োজনীয় অস্ত্রোপচারে হামলা-অপমানে ভাঙছে মাঠপুলিশের মনোবল কোনো দল নিষিদ্ধ করার পক্ষে নন তারেক রহমান ভবিষ্যৎ গড়ে উঠবে প্রযুক্তির হাত ধরেই: প্রধান উপদেষ্টা ‘ডেইরি ফার্ম জাতীয় অর্থনীতির একটি সম্ভাবনাময় খাত’

ডিভাইনের জবাব, তবু বড় হার নিউজিল্যান্ডের

ক্রীড়া ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৩৭ এএম, ২ অক্টোবর ২০২৫ বৃহস্পতিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

একজনের ব্যাট থেকে এসেছে ১১৫ রান, অন্যজনের ব্যাট থেকে ১১১। রানসংখ্যায় কাছাকাছি থাকলেও দলগত ফলে ব্যবধানটা হলো অনেক বড়। আইসিসি নারী বিশ্বকাপের ১৩তম আসরে নিজেদের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডকে ৮৯ রানের বড় ব্যবধানে হারিয়েছে অস্ট্রেলিয়া।

প্রথমে ব্যাটিংয়ে নেমে অ্যাশলি গার্ডনারের সেঞ্চুরিতে অস্ট্রেলিয়া করে ৩২৬ রান। তাড়া করতে নেমে নিউজিল্যান্ড ৪৩.২ ওভারে ২৩৭ রানে অলআউট হয়।

ইন্দোরের হোলকার স্টেডিয়ামের ম্যাচটিতে নিউজিল্যান্ড তাদের ইনিংসের প্রথম ৯ বলের মধ্যে হারিয়ে ফেলে ২ উইকেট। সুজি বেটসকে বোল্ড করেন সোফি মলিনুর, আরেক কিউই ওপেনার জর্জিয়া প্লিমার রানআউট। দুই ওপেনার আউট হওয়ার সময় নিউজিল্যান্ডের রান ছিল শূন্য। সেখান থেকে তৃতীয় উইকেটে অ্যামেলিয়া কার ও সোফি ডিভাইন গড়েন ৭৫ রানের জুটি।  

কার ৩৩ রান করে আউট হওয়ার পর ডিভাইনের সঙ্গে ৫২ রানের জুটিতে সঙ্গ দেন ব্রুক হ্যালিডে। পরে ষষ্ঠ উইকেটে আরেকটি পঞ্চাশ ছাড়ানো (৫৪) জুটি গড়ে ওঠে ডিভাইন-ইসাবেলা গেজের মধ্যে। তবে লক্ষ্য বড় হওয়ায় প্রয়োজনীয় গতিতে রান তুলতে পারেনি দলটি।

প্রথম ২৫ ওভারের মধ্যে ১০০টি ডট দেওয়া নিউজিল্যান্ড শেষের দিকে দ্রুত রান তুলতে গিয়ে উইকেটও হারিয়েছে দ্রুতই। অধিনায়ক ডিভাইন এক প্রান্ত আগলে রেখে সেঞ্চুরি পূর্ণ করেন ১০৭ বলে। পরে বড় শট খেলতে গিয়ে বোল্ড হন। অ্যানাবেল সাদারল্যান্ডের বলে। তার ১২ চার ৩ ছক্কায় ১১২ বলে ১১১ রানের ইনিংসেই নিউজিল্যান্ডের জয়ের সম্ভাবনা কার্যত শেষ হয়ে যায়।

এর আগে অস্ট্রেলিয়ার ইনিংসও বলতে গেলে একজনই টেনেছেন। টপ অর্ডারের তিন ব্যাটার অ্যালিসা হিলি (১৯), ফিবি লিচফিল্ড (৪৫) ও এলিস পেরিরা (৩৩) বড় ইনিংস খেলতে না পারলেও দল ২ উইকেট হারিয়েই পৌঁছে যায় এক শ রানে। এরপর মিডল অর্ডারের ভাঙনে ১০৮/২ থেকে ১২৮/৫ উইকেটে পরিণত হয় অস্ট্রেলিয়ার স্কোর।

সেখান থেকে অস্ট্রেলিয়ার রান তিন শর ওপারে নিয়ে যাওয়ার কৃতিত্ব গার্ডনারের। ছয় নম্বরে নামা এই ব্যাটার ৪৩ বলে ফিফটি পূর্ণ করার পর সেঞ্চুরি করেন ৭৭ বলে।

শেষ পর্যন্ত ৪৭তম ওভারে যখন আউট হন, নামের পাশে ১৬ চার ১ ছক্কায় ৮৩ বলে ১১৫ রান। মেয়েদের ওয়ানডেতে ছয় বা তার নিচে নেমে সর্বোচ্চ রানের ইনিংস এটি। ভেঙেছেন ২০১৩ সালে ডাম্বুলায় শ্রীলঙ্কার বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের শেমেইন ক্যাম্পবেলের রেকর্ড।

গার্ডনার নতুন রেকর্ড গড়ার দিনে দলের জয়ে পেয়েছেন ম্যাচসেরার পুরস্কার। আজ কলম্বোয় পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।

সংক্ষিপ্ত স্কোর:

অস্ট্রেলিয়া নারী দল: ৪৯.৩ ওভারে ৩২৬ (গার্ডনার ১১৫, লিচফিল্ড ৪৫, গার্থ ৩৮; তাহুহু ৩/৪২, কার ৩/৫৯)।

নিউজিল্যান্ড নারী দল: ৪৩.২ ওভারে ২৩৭ (ডিভাইন ১১১, কার ৩৩, গেজ ২৮; মলিনু ৩/২৫, সাদারল্যান্ড ৩/২৬)।

ফল:  অস্ট্রেলিয়া নারী দল ৮৯ রানে জয়ী।
প্লেয়ার অব দ্য ম্যাচ: অ্যাশলি গার্ডনার।