ঢাকা, বৃহস্পতিবার ২৮, মার্চ ২০২৪ ২০:৩৫:২৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বিশ্বে প্রতিদিন খাবার নষ্ট হয় ১০০ কোটি জনের বাসায় পর্যবেক্ষণে থাকবেন খালেদা জিয়া ট্রেনে ঈদযাত্রা: ৭ এপ্রিলের অগ্রিম টিকিট বিক্রি শুরু গাজায় নিহত বেড়ে ৩২ হাজার ৪৯০ অ্যানেস্থেসিয়ার ওষুধ বদলানোর নির্দেশ স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঈদ কেনাকাটায় ক্রেতা বাড়ছে ব্র্যান্ড শপে বাঁচানো গেল না সোনিয়াকেও, শেষ হয়ে গেল পুরো পরিবার

ডোবায় ফোটা পদ্ম নজর কাড়ছে পথচারীর

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:১৫ পিএম, ৩১ মে ২০২২ মঙ্গলবার

ফাইল ছবি

ফাইল ছবি

দিনাজপুরের বিরামপুর-নবাবগঞ্জ সড়কের কোল ঘেঁষে ডোবায় ফোটা লাল পদ্ম ফুলের সমারোহ সহজেই নজর কাড়ছে পথচারীদের। 

বিরামপুর থেকে প্রায় ৩ কিলোমিটার পূ্র্বে নবাবগঞ্জ সড়কে কুচামোড়ে রাস্তার পাশেই এই ডোবা। সেখানেই ফুটেছে ছোট-বড় আকারের শত শত লালপদ্ম।  সবুজ পাতার উপরে ফুটে থাকা ফুল আর ডোবা দেখে মনে হবে কোনো একটি পার্কের ভেতরের দৃশ্য।  এমন দৃশ্য কেড়ে নিয়েছে এলাকাবাসীসহ পথচারীদের মন। আবার বিরামপুর-নবাবগঞ্জ সড়কে চলা যানবাহনের যাত্রীদেরও নজর কাড়ছে এই পদ্মডোবা। 

পদ্ম সাধারণত সাদা, নীল আর লাল হয়ে থাকে। তবে ছোট-বড় আকৃতির লাল পদ্মফুলগুলো দেখে প্রাণ জুড়িয়ে যায় সবার। ফুলগুলো সকাল হলেই তাদের পাপড়ি ছড়াতে থাকে, আবার দুপুরের পর থেকেই নিজেদের গুটিয়ে নেয়। দেখে মনে হয় যেনো কোনো খেলা।  তাই সকাল থেকে দুপুর পর্যন্ত ফুলগুলোর লীলাখেলা দেখতেও ছুটে আসেন কেউ কেউ।

বিরামপুর ডিগ্রি কলেজ পড়ুয়া আকাশ রহমান বলেন, এই গ্রামেই আমার বাড়ি। অনেক দিন যাবৎ এই ডোবায় পদ্মগুলো ফুটতে দেখা যায়। সকাল হলেই ফুলগুলোকে দেখতে আসি।

মোটরসাইকেল আরোহী মোতালেব হোসেন জানান, আমি নবাবগঞ্জ উপজেলায় চাকরি করি, প্রতিদিন এই রাস্তা দিয়ে আমাকে আসা-যাওয়া করতে হয়। সকালে যাবার সময় ডোবায় লাল পদ্মফুলগুলো ফুটে থাকে, একটু দাঁড়িয়ে দেখে যাই। তবে ফেরার পথে পাপড়িগুলো মেলা অবস্থায় আর দেখা যায় না।

কিশোর রনি নামে একজনকে ডোবার পাশে দাঁড়িয়ে থাকার বিষয় জানতে চাইলে সে বলে, ফুলগুলো দেখতে খুব সুন্দর লাগছে। ডোবায় নামার চেষ্টা করছি কিন্তু এখানকার লোকজন নামতে দেয় না।

কুচামোড়ের স্থানীয় দোকানদার রফিকুল ইসলাম বলেন, প্রায় সারা বছর আমাদের এই ডোবায় লাল পদ্মফুল ফোটতে দেখা যায়। ফুলগুলো রাস্তার দু'পাশের সৌন্দর্য ছড়াচ্ছে। আমরা এই সৌন্দর্য নষ্ট হতে দেই না। গ্রামসহ বাইরের ছেলেরা ফুলগুলো পানিতে নেমে ছেড়ার চেষ্টা করে। তবে আমরা সবসময় খেয়াল রাখি।