তেহরান থেকে ৭০ বাংলাদেশিকে দেশে ফেরানোর প্রস্তুতি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২২ পিএম, ১৯ জুন ২০২৫ বৃহস্পতিবার
তেহরান থেকে ৭০ বাংলাদেশিকে দেশে ফেরানোর প্রস্তুতি
ইরানের রাজধানী তেহরানে ইসরায়েলি হামলার পর নিরাপত্তা পরিস্থিতির অবনতিতে বাংলাদেশ দূতাবাসের কূটনীতিক ও সাধারণ বাংলাদেশি নাগরিকদের সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। কূটনৈতিক সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে প্রায় ৭০ জন বাংলাদেশিকে পাকিস্তান হয়ে দেশে ফেরানোর প্রস্তুতি চলছে।
তেহরানের কেন্দ্রস্থলে, যেখানে কূটনীতিকদের আবাসিক এলাকা অবস্থিত, সেখানে একাধিক ভবন ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতিগ্রস্ত ভবনগুলোর মধ্যে বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব ওয়ালিদ ইসলামের বাসভবনও রয়েছে। তবে সৌভাগ্যক্রমে হামলার সময় তিনি তেহরান থেকে দূরে সরকারি কাজে অবস্থান করছিলেন।
ওয়ালিদ ইসলাম এক ফেসবুক পোস্টে জানান, তার বাসাটি ইরান নৌবাহিনীর বেজক্যাম্পের কাছাকাছি হওয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি স্পষ্ট করে বলেন, তার বাসা লক্ষ্য করে সরাসরি কোনো হামলা হয়নি।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার অনুবিভাগের মহাপরিচালক এ টি এম আবদুর রউফ মণ্ডল জানিয়েছেন, পরিস্থিতি বিবেচনায় দূতাবাস তৎপর রয়েছে এবং ঢাকা থেকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে।
কূটনৈতিক সূত্র জানায়, বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা ও কর্মীদের পরিবারসহ প্রায় ৪০ জনকে ইতোমধ্যে তেহরান থেকে ৫০ কিলোমিটার দূরের একটি নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। তারা দিনে দূতাবাসে এসে কাজ করছেন এবং রাতে নিরাপদ স্থানে ফিরে যাচ্ছেন। কারণ, রাতেই বেশি হামলার ঝুঁকি থাকছে।
এছাড়া ইরানে থাকা যে ৭০ জন বাংলাদেশি নিজ দেশে ফিরতে আগ্রহ প্রকাশ করেছেন, তাদের পাকিস্তান হয়ে ফেরত আনার চেষ্টা চলছে। পাকিস্তান সরকার নীতিগতভাবে সম্মতি দিয়েছে, তবে প্রক্রিয়া সম্পন্ন করে আনুষ্ঠানিক অনুমতি পেতে কয়েকদিন সময় লাগবে বলে জানা গেছে। ইসলামাবাদে বাংলাদেশের হাইকমিশন বিষয়টি নিয়ে পাকিস্তানের কেন্দ্রীয় ও প্রাদেশিক পর্যায়ের বিভিন্ন সংস্থার সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বর্তমানে ইরানে প্রায় ২ হাজার ৫০০ বাংলাদেশি নাগরিক রয়েছেন। ঝুঁকিপূর্ণ এলাকা থেকে প্রাথমিকভাবে প্রায় ৩০০ জনকে দূতাবাসের ব্যবস্থাপনায় নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হতে পারে।
সাম্প্রতিক হামলার ঘটনায় আতঙ্কিত প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত ও স্বেচ্ছায় দেশে ফেরানোর বিষয়টি নিয়ে বাংলাদেশ সরকার ও কূটনৈতিক মিশন গুরুত্বের সঙ্গে কাজ করছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
- হঠাৎ নো মেকআপ লুকে জয়া আহসান!
- হাদির সর্বোত্তম চিকিৎসার আশ্বাস প্রধান উপদেষ্টার
- কেরানীগঞ্জে ভবনে আগুন
- ব্যাচেলর পয়েন্টে যে চরিত্রে দেখা দিলেন স্পর্শিয়া
- স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা পরিচয়ে ইউএনওকে প্রকাশ্য হুমকি
- লটারিতে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি শুরু ১৭ ডিসেম্বর
- এমিনেমের অশালীন প্রস্তাব ফাঁস করলেন টাইটানিকের নায়িকা
- ‘ডাক্তার ও নার্সদের রুমকে ‘পার্টি অফিস’ বানাবেন না’
- পাকিস্তানের কাছে শেষ ম্যাচ হেরে সিরিজও হারল বাংলাদেশ
- ফের নোবেলজয়ী নার্গিস মোহাম্মদীকে গ্রেফতার করল ইরান
- হাসপাতালে ভিড় না করার আহ্বান তাসনিম জারার
- মেট্রোরেল চলাচল শুরু
- রাউটার যেখানে লাগালে ওয়াই-ফাইয়ের সেরা স্পিড পাবেন
- শীতে পিরিয়ডের সময় যে ফলগুলো খাবেন না
- নির্বাচনী পরিবেশ নিয়ে শঙ্কা
- ত্বকে বয়সের ছাপ? দূর করবে এই ৪ পানীয়
- মেট্রোরেলের ভ্যাট প্রত্যাহার
- ত্রয়োদশ সংসদ নির্বাচনের ভোট ১২ ফেব্রুয়ারি
- আপেল নিয়ে কী ইঙ্গিত দিলেন জয়া আহসান
- খালেদা জিয়ার শারীরিক অবস্থার আরও অবনতি: মেডিকেল বোর্ড
- পার্লামেন্ট ভেঙে দিল থাইল্যান্ড
- ছবি নামিয়ে ফেলায় অপমানিত বোধ করেছি: রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
- তফসিল ঘোষণা: নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা
- ওপেনএআই`র অ্যাপ সাজেশন নিয়ে বিতর্ক
- ৯ দিনের ব্যবধানে বাড়ল সোনার দাম
- গর্ত থেকে উদ্ধার হওয়া শিশু সাজিদ মারা গেছে
- রাউটার যেখানে লাগালে ওয়াই-ফাইয়ের সেরা স্পিড পাবেন
- নারী সাংবাদিককে চোখ মেরে বিতর্কে পাক আইএসপিআর প্রধান
- সচিবালয় থেকে ৪ জনকে নেওয়া হলো পুলিশি হেফাজতে
- নির্বাচনী পরিবেশ নিয়ে শঙ্কা











