ঢাকা, বুধবার ২৪, ডিসেম্বর ২০২৫ ৯:৩৪:১০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ফুড সেফটি নিশ্চিত না হলে মাছের উৎপাদন বাড়ানোর অর্থ নেই বাংলাদেশ উপ-হাইকমিশনের দিকে আসা বিক্ষোভকারীদের ব্যাপক লাঠিচার্জ একনেকে ৪৬ হাজার কোটি টাকার ২২ প্রকল্প অনুমোদন শেখ হাসিনা-সেনা কর্মকর্তাসহ ১৭ জনের বিচার শুরু নোয়াখালীতে চর দখল নিয়ে দুই পক্ষের গোলাগুলি, নিহত ৫

ধর্ষণের শিকার ছাত্রীকে সহায়তা দিচ্ছে মহিলা মন্ত্রনালয়

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৫:৫১ পিএম, ৭ জানুয়ারি ২০২০ মঙ্গলবার

রাজধানীর কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণের ঘটনায় মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে তীব্র নিন্দা জানানো হয়েছে। মন্ত্রণালয়ের দাবি, এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের অবিলম্বে গ্রেপ্তার করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।

এ ঘটনায় মন্ত্রণালয় ছাত্রীর নিরাপত্তা, চিকিৎসা, আইনি সহায়তাসহ সব ধরনের সহায়তা দিচ্ছে। আজ মঙ্গলবার মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকার যখন নারীর উন্নয়ন, ক্ষমতায়ন, সুরক্ষা ও কর্মসংস্থানের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে, তখন এ ধরনের ঘটনা দুঃখজনক।

ধর্ষণের শিকার ছাত্রী বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠিত ওয়ান–স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসাধীন আছেন।