ঢাকা, মঙ্গলবার ২৩, ডিসেম্বর ২০২৫ ১১:৩৪:০৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
‘সরকারকে অবশ্যই মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে হবে’ দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের ভিসা সেবা বন্ধ ঘোষণা প্রধান উপদেষ্টার নেতৃত্বে দেশের অর্থনৈতিক অগ্রগতি নিয়ে বৈঠক কলকাতায় বাংলাদেশ হাইকমিশন ‘না রাখতে’ দেওয়ার হুমকি শুভেন্দুর ২৭ ডিসেম্বর ভোটার হবেন তারেক রহমান দেশের ইতিহাসে সর্বোচ্চ দামে সোনা

নবজাতক সন্তানের পর করোনায় প্রাণ গেল মেডিকেল ছাত্রীর

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:৩৪ পিএম, ২৬ জুলাই ২০২০ রবিবার

শেফা ইসলাম তুলি। ছবি : সংগৃহীত

শেফা ইসলাম তুলি। ছবি : সংগৃহীত

সন্তান প্রসবের দুইদিন পর করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজের শিক্ষার্থী শেফা ইসলাম তুলি (২৫)। 
আজ রোববার সকালে রাজধানীর স্কয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে গতকাল রাতে তার নবজাতক সন্তানেরও মৃত্যু হয়।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি, রাইটস অ্যান্ড রেসপন্সিবিলিটিসের (এফডিএসআর) যুগ্ম মহাসচিব ডা. রাহাত আনোয়ার চৌধুরী।

তিনি বলেন, ‘হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজের ১৫তম ব্যাচের পঞ্চম বর্ষের শিক্ষার্থী ছিলেন শেফা ইসলাম তুলি। মাত্র দুইদিন আগে তিনি সন্তান প্রসব করেছিলেন।’

শেফা ইসলামের সহপাঠী নাফিসা তাহসীন তরি বলেন, ‘গত ২৪ জুলাই দুপুরে স্কয়ার হাসপাতালে একটি ছেলে সন্তানের জন্ম দেন শেফা ইসলাম তুলি। সে সময় শিশুটির অবস্থাও আশঙ্কাজনক ছিল। শিশুটিকে নবজাতক আইসিইউতে (এনআইসিইউ) ভেন্টিলেশনে রাখা হয়েছিল। গতকাল রাত ১০টার দিকে শিশুটি মারা গেছে। আর আজ শেফা ইসলাম মারা গেলেন।’

তিনি বলেন, ‘আমি ও শেফা ইসলাম একই বর্ষের শিক্ষার্থী। আমাদের এখনো ফাইনাল পরীক্ষা ।