নিখোঁজের ২৫ বছর পর মাকে ফিরে পেলেন সন্তানেরা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২০ পিএম, ১৬ নভেম্বর ২০২৪ শনিবার
সংগৃহীত ছবি
প্রায় ২৫ বছর আগে ঢাকার সদরঘাট থেকে নিখোঁজ হন জাহানারা বেগম। এরপর থেকে বহু জায়গায় খুঁজেও তার কোনো সন্ধান পাননি স্বজনরা। দীর্ঘ এত বছর পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোস্টে তাকে খুঁজে পান তার সন্তানরা।
শুক্রবার (১৫ নভেম্বর) দুপুরে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া বাজার এলাকা থেকে তাকে নিয়ে যান তার স্বজনরা।
জানা যায়, জাহানারা বেগমের বর্তমান বয়স ৬০ বছর। ঠিকভাবে কথাও বলতে পারেন না। গত ১৫-২০ দিন যাবত তিনি পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া বাজার কমিটির সভাপতি আশরাফুল আলম রিপনের দোকানের সামনে ঘোরাফেরা করতেন। এরপর আশরাফুল আলম রিপন তার বাড়িতে জাহানারা বেগমকে নিয়ে তার পরিচয় জানার চেষ্টা করেন। কিন্তু বুঝা যাচ্ছিল তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন। তাই অসংলগ্ন কথাবার্তা বলছিলেন। শুধু ‘বরগুনা ও ঘটবাড়িয়া’ শব্দ দুটি বোঝা যাচ্ছিল। তাই সেসব লিখে ফেসবুকে পোস্ট দেওয়া হয়। এরপরই বরগুনা থেকে তার স্বজনেরা যোগাযোগ করেন।
জাঙ্গালিয়া বাজার কমিটির সভাপতি আশরাফুল আলম রিপন বলেন, ১৫-২০ দিন ধরে জাহানারা বেগম আমার দোকানের সামনেই ঘোরাফেরা ও বসে থাকতেন। গত পাঁচ-ছয় দিন ধরে তিনি আমার বাড়িতেই খাওয়া-দাওয়া করেছেন। আমি তার সাথে কথা বলে পরিচয় জানার চেষ্টা করেছি। কিন্তু ‘বরগুনা ও ঘটবাড়িয়া’ শব্দ দুটিই বুঝতে পেরেছিলাম। তারপর ঢাকায় আমার ছেলে শাহরিয়ার হৃদয়কে বিষয়টি জানাই। তখন হৃদয় বরগুনায় তার পরিচিত একজনকে জাহানারা বেগমের কথা জানান এবং তার কয়েকটি ছবি পাঠায়। এরপর সেই ব্যক্তি ফেসবুকে জাহানারার ছবিসহ পোস্ট দেন। এরপরই বরগুনা থেকে তার স্বজনরা আমার সাথে যোগাযোগ করেন। শুক্রবার দুপুরে তার পরিবারের কাছে জাহানারাকে তুলে দেওয়া হয়। এত বছর পর জাহানারা বেগম তার পরিবার খুঁজে পাওয়ায় আমরাও আনন্দিত।
জাহানারা বেগমের স্বজনরা জানান, বরগুনা সদরের ঘটবাড়িয়া গ্রামের আবদুল লতিফ ফরায়েজীর স্ত্রী জাহানারা বেগম (৬০)। ১৯৯৯ সালে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে নিখোঁজ হয়েছিলেন তিনি। প্রায় ২৫ বছর আগে জাহানারা বেগম তার তিন বছরের ছোট ছেলে ছায়দুলকে নিয়ে বরগুনা থেকে ঢাকায় আত্মীয়ের বাসায় রওনা হন। ভোরে সদরঘাটে লঞ্চ থেকে নেমে তিনি ছেলেকে রেখে টয়লেটে যান। সেখান থেকেই মা ও ছেলে নিখোঁজ হন। এরপর তাদের বহু জায়গায় খোঁজাখুঁজি করে আর পাওয়া যায়নি। ১০ বছর আগে ছায়দুলের সন্ধান পেলেও জাহানারা বেগম নিখোঁজই ছিলেন। জাহানারা ও লতিফ ফরায়েজীর পরিবারে পাঁচ সন্তান।
দীর্ঘদিন পর মাকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন জাহানারা বেগমের ছোট মেয়ে হাসি বেগম। তিনি আবেগ জড়ানো কণ্ঠে বলেন, মা যখন নিখোঁজ হয়, তখন আমার বয়স পাঁচ বছরের মতো। মাকে খুঁজে পেয়ে যেন পৃথিবী হাতে পেয়েছি। আমাদের ছোট রেখেই হারিয়ে যান মা। এখন আমরা সংসার করছি। ধরেই নিয়েছিলাম মায়ের মুখ আর কখনো দেখতে পারব না। এত বছর পর খুঁজে পাওয়ায় সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
- ইন্দোনেশিয়া-শ্রীলঙ্কা-থাইল্যান্ডে মৃতের সংখ্যা ১৮০০ ছুঁইছুঁই
- কাঠমান্ডুতে বড় হারে শুরু সানজিদাদের
- মরণব্যাধি জয় করে বিসিএস ক্যাডার হলেন প্রিয়াংকা
- রোববার থেকে বার্ষিক পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত প্রাথমিক শিক্ষকদের
- থাইরয়েডের লক্ষণ: অবহেলা করলেই বিপদ!
- মেটার ‘ফিনিক্স’ মিক্সড রিয়েলিটি চশমার উদ্বোধন পেছাল
- প্রতি রাতে এক কোয়া রসুন খেলে কী হয়?
- খালেদা জিয়ার অবস্থা এখনও উদ্বেগজনক
- আরও পেছাল খালেদা জিয়ার লন্ডনযাত্রা
- খালেদা জিয়ার এন্ডোসকপি সম্পন্ন, থামানো গেছে অভ্যন্তরীণ রক্তক্ষরণ
- আগারগাঁওয়ে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ, নারীসহ দগ্ধ ৬
- প্রবাসীদের নিবন্ধন ছাড়াল এক লাখ ৯৩ হাজার
- মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেল সিংহ
- খালেদা জিয়া জন্য জার্মানি থেকে আসছে এয়ার অ্যাম্বুলেন্স
- ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ২০০
- মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেল সিংহ
- বেশির ভাগ সবজিই ৬০-৮০ টাকার ওপরে
- লিভার ভালো রাখতে যে ৩ খাবার খাবেন
- ইউএনও হলেন লাক্স সুন্দরী সোহানিয়া
- পিঠা খেতে ঢাকা ছাড়লেন পরীমণি
- খালেদা জিয়া জন্য জার্মানি থেকে আসছে এয়ার অ্যাম্বুলেন্স
- কনার নতুন ছবি ঘিরে বিয়ের গুঞ্জন
- আজ আসছে না এয়ার অ্যাম্বুলেন্স, খালেদা জিয়ার লন্ডন যাত্রা পেছাল
- বিশৃঙ্খলায় ডুবছে গ্রোকিপিডিয়া
- খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে জুবাইদা রহমান
- সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘শাটডাউন’ কর্মসূচি স্থগিত
- ‘শেখ হাসিনাকে ফেরাতে ভারতের ইতিবাচক সাড়া নেই’
- বন্যায় সহায়তা
বাংলাদেশকে ধন্যবাদ জানালেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী - নির্বাচন সামনে রেখে ঢাকার ৫০ থানার ওসি বদলি
- আরও পেছাল খালেদা জিয়ার লন্ডনযাত্রা











