ঢাকা, শুক্রবার ০৩, মে ২০২৪ ১২:৫১:২০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
জনগণ তাদের পছন্দের প্রতিনিধি নির্বাচিত করুক: প্রধানমন্ত্রী সবজির বাজারে স্বস্তি নেই যুদ্ধকে ‘না’ বলতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানিয়েছি ভারী বর্ষণে মহাসড়কে ধস, চীনে ২৪ প্রাণহানি রাজবাড়ীতে ট্রেন লাইনচ্যুত, রেল যোগাযোগ বন্ধ

নিজেকে বলিভিয়ার প্রেসিডেন্ট দাবি করলেন জেনাইন

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৫৬ এএম, ১৩ নভেম্বর ২০১৯ বুধবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

ইভো মোরালেসের বলিভিয়া ছাড়ার পর নিজেকে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা দিলেন সিনেটের ডেপুটি প্রধান জেনাইন আনিয়েজ। মোরালেসের সমর্থিত আইনপ্রণেতাদের সিনেটের ওই সেশন বয়কট করেন।

ল্যাটিন আমেরিকার দেশবলিভিয়ার পদত্যাগী প্রেসিডেন্ট মোরালেস মেক্সিকোতে আশ্রয় নেয়ার মাত্র একদিন পর মঙ্গলবার নিজেকে প্রেসিডেন্ট বলে ঘোষনা করেন বিরোধী দলীয় সিনেটর অ্যনেজ। তার দাবি, সংবিধান মেনেই তিনি এ ঘোষণা দিয়েছেন। এসময় তিনি দেশে দ্রুত সাধারণ নির্বাচনের তারিখ ঘোষণা করারও প্রতিশ্রুতি দেন।

তবে বলিভিয়ার সাবেক প্রেসিডেন্ট মোরালেসের দলের এমপিরা তাকে প্রেসিডেন্ট হিসাবে মেনে নেবেন না বলে জানিয়েছেন। একই সঙ্গে তারা সংসদ অধিবেশন বর্জনেরও ডাক দিয়েছেন। এসব আইনজ্ঞরা যোগ না দিলে বলিভিয়ার পার্লামেন্ট কোরাম সঙ্কট দেখা দেবে। ফলে অ্যানেজকে প্রেসিডেন্ট হিসাবে ঘোষণা করে প্রস্তাব পাস করতে পারবে না পার্লামেন্ট। এর ফলে দেশে সাংবিধানিক সঙ্কট দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিরোধী সিনেটর অ্যানেজের এই ঘোষণাকে সমালোচনা করেছেন মোরালেসও। তিনি বলেন, ‘তিনি (অ্যানেজ) পুলিশ নিয়ন্ত্রিত ডানপন্থী সিনেটর।’

এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘ক্যু ষড়যন্ত্রকারীরা বলিভিয়ার গণতন্ত্রকে ধুলায় মিশিয়ে দিয়েছ’বলেও দাবি করেছিলেন মোরালেস।

প্রসঙ্গত, গত তিন সপ্তাহ ধরে একটানা বিক্ষোভের মুখে রোববার প্রেসিডেন্ট পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন ইভো মোরালেস। টেলিভিশনে দেয়া এক ভাষণে তিনি বলেন, ‘আমি প্রেসিডেন্ট পদ থেকে সরে দাঁড়াচ্ছি।’পদত্যাগ করার একদিন পর সোমবার রাতে তিনি মেক্সিকোর পাঠানো বিমানে করে বলিভিয়া ত্যাগ করেন।সূত্র: বিবিসি

-জেডসি