ঢাকা, রবিবার ০৫, মে ২০২৪ ১৬:৪০:১৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বজ্রপাতে বসতঘরে আগুন, ঘুমের মধ্যে মা-ছেলের মৃত্যু এএফআইপি ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আজ থেকে স্কুল কলেজ খোলা সুন্দরবনে আগুন নেভানোর কাজ শুরু জাতীয় গ্রিডে বিপর্যয়, বিদ্যুৎ বিচ্ছিন্ন সিলেট ৬০ টাকার নিচে মিলছে না সবজি, মাছ-মাংসে আগুন আরও ২ দিন দাবদাহের পূর্বাভাস

নিপুণ রায়কে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:১৮ পিএম, ১৮ জুলাই ২০১৯ বৃহস্পতিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাজধানীর নয়াপল্টনে পুলিশের সঙ্গে সংঘর্ষ ও গাড়িতে অগ্নিসংযোগের অভিযোগে মামলায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরী ও ছাত্রদল নেত্রী আরিফা সুলতানা রুমাকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত।

নিপুণসহ দুজনকে বুধবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে পল্টন থানায় দায়ের করা দুই মামলায় সাত দিন করে ১৪ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। অন্যদিকে তাদের আইনজীবীরা জামিনের আবেদন করেন।

উভয়পক্ষের শুনানি শেষে মহানগর হাকিম তোফাজ্জল হোসেন রিমান্ড আবেদন নাকচ করে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হতে ইচ্ছুকদের মধ্যে দলীয় মনোনয়ন ফরম বিক্রির সময় গত বছরের ১৪ নভেম্বর দুপুরে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এ সময় পুলিশের একটি পিকআপভ্যানসহ দুটি গাড়ি জ্বালিয়ে দেয়া হয় বলে পুলিশের অভিযোগ। সংঘর্ষের সময় পুলিশের পাঁচ কর্মকর্তা, দুজন আনসার সদস্যসহ ২৩ পুলিশ সদস্য আহত হন।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে পল্টন থানায় তিনটি মামলা করে। তিন মামলাতেই নিপুণ রায় চৌধুরীকে আসামি করা হয়। ঘটনার পরপর গ্রেফতার নিপুণ রায় চৌধুরী ফেব্রুয়ারিতে জামিনে মুক্ত হয়েছিলেন। পরে আবার গ্রেফতার হন তিনি।

ছাত্রদলের বিদায়ী কমিটির সহসাধারণ সম্পাদক আরিফা সুলতানা রুমাও ওই মামলায় গ্রেফতার আছেন।

-জেডসি