ঢাকা, সোমবার ২৯, এপ্রিল ২০২৪ ৮:১৮:৫৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ফিলিপিন্সে সরকারি স্কুলে সশরীরে পাঠদান স্থগিত অসুস্থ হয়ে পড়ছে শিক্ষার্থীরা, অনলাইনে ক্লাস দাবি হিট অ্যালার্টের মেয়াদ বাড়লো আরও ৩ দিন শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে আজ, মানতে হবে যেসব নির্দেশনা খিলগাঁওয়ে একইদিনে তিন শিশুর মৃত্যু শেরে বাংলার কর্মপ্রচেষ্টা নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে বৃষ্টি কবে হবে, জানাল আবহাওয়া অফিস

পিছিয়ে গেল রিশা হত্যা মামলার রায়

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:০৯ পিএম, ৬ অক্টোবর ২০১৯ রবিবার

রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের ছাত্রী সুরাইয়া আক্তার রিশা হত্যা মামলার রায় ঘোষণা হওয়ার কথা ছিল আজ রোববার। কিন্তু একমাত্র আসামি ওবায়দুল হককে (৩০) পুলিশ আদালতে হাজির করতে না পারায় আগামী ১০ অক্টোবর নতুন তারিখ ঘোষণা করেছেন আদালত।

ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালত এ তারিখ ধার্য করেন বলে আসামি পক্ষের আইনজীবী ফারুক আহমেদ গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রোববার (৬ অক্টোবর) রিশা হত্যা মামলার রায় ঘোষণার দিন ছিল। কিন্তু পুলিশ আসামি ওবায়দুলকে আদালতে হাজির না করায় বিচারক পরবর্তী দিন ধার্য করেছেন।

এর আগে দীর্ঘ শুনানি শেষে গত ১১ সেপ্টেম্বর আজ (৬ অক্টোবর) রায়ের দিন ধার্য করেন আদালত। আসামির উপস্থিতে এ রায় ঘোষণা হওয়ার কথা ছিল।

প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় ২০১৬ সালের ২৪ আগস্ট দুপুরে রিশাকে স্কুলের সামনের ওভার ব্রিজে ছুরিকাঘাত করে পালিয়ে যায় খুনি ওবায়দুল। পরে রিশাকে হাসপাতালে নিলে চারদিন পর তার মৃত্যু হয়। রিশা ওই স্কুলের অষ্টম শ্রেণিতে পড়তো।