ঢাকা, শনিবার ১৩, ডিসেম্বর ২০২৫ ১৯:৫২:৪৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হাদির সর্বোত্তম চিকিৎসার আশ্বাস প্রধান উপদেষ্টার নির্বাচনী পরিবেশ নিয়ে শঙ্কা বিশ্বে প্রতি ২০ নারীর মধ্যে একজন স্তন ক্যান্সারে আক্রান্ত ভোটে প্রার্থী হতে পারবেন না পলাতক ব্যক্তিরা ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান হাদির পরিবারের পাশে ডা. জুবাইদা রহমান

প্রথম ভারতীয় হিসেবে ইরার অবিশ্বাস্য রেকর্ড

স্পোর্টস ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৩৭ এএম, ১৩ জানুয়ারি ২০২৫ সোমবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

অনূর্ধ্ব-১৯ নারীদের ওয়ানডে ক্রিকেটে অবিশ্বাস্য নজির গড়লেন ভারতীয় ১৪ বছর বয়সি তরুণী ইরা যাদব। অনূর্ধ্ব-১৯ নারীদের ৫০ ওভারের ম্যাচে ৩৪৬ রানের অবিশ্বাস্য ইনিংস খেলেন মুম্বাইয়ের এই তরুণী।

তিনি ১৫৭ বলে ৪২টি চার আর ১৬টি ছক্কার সাহায্যে ৩৪৬ রানের অবিশ্বাস্য নজির গড়েন। 

রোববার আলুর ক্রিকেট গ্রাউন্ডে মেঘালয়ের বিরুদ্ধে ব্যাটিং তাণ্ডব চালিয়ে ২২০ স্ট্রাইক রেটে ৩৪৬ রান করেন ইরা। সীমিত ওভারের টুর্নামেন্টে প্রথম ভারতীয় হিসেবে ট্রিপল সেঞ্চুরি করেন তিনি। ইরা যাদবের ট্রিপল সেঞ্চুরির সুবাদে ৩০০ বলে ৩ উইকেট হারিয়ে ৫৬৩ রান করে মুম্বাই। 

নারীদের অনূর্ধ্ব-১৯ ক্রিকেটে ব্যক্তিগত সর্বোচ্চ রানের মালিক দক্ষিণ আফ্রিকার লিজেল লি। তিনি ২০১০ সালে কেইয়ের বিপক্ষে এমপুমালাঙ্গার হয়ে অপরাজিত ৪২৭ রান করেছিলেন।

গত ডিসেম্বরে ইরা যাদব নারী আইপিএলের নিলামে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ছিলেন; কিন্তু তালিকায় থাকলেও নিলামে তাকে কেউ নেয়নি। অবিক্রীত থেকে যান তিনি। 

যাদবকে মালয়েশিয়া ভ্রমণের জন্য ভারতের অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছিল।