ঢাকা, শুক্রবার ৩০, জানুয়ারি ২০২৬ ২০:২৮:০৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ক্রিকেট: বিশ্বকাপ নিশ্চিতের পর স্কটল্যান্ডকে উড়িয়ে দিল বাংলাদেশ আবারও ছাদখোলা বাসে চ্যাম্পিয়ন সাবিনারা জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশনের সহ-সভাপতি বাংলাদেশ বিয়ের ক্ষেত্রে যে ‘বাধ্যবাধকতা’ বিলুপ্ত করছে ফ্রান্স মানবাধিকার নিশ্চিতে প্রধান উপদেষ্টাকে অ্যামনেস্টির চিঠি ৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা আজ আজ সারাদিন গ্যাস থাকবে না যেসব এলাকায়

প্রায় ২০ হাজার ভাষায় কথা বলে ভারতবাসী

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৭:৫৭ পিএম, ৪ জুলাই ২০১৮ বুধবার

আঞ্চলিক ভাষার প্রাধান্য বাড়ছে সংবিধানে৷ মাতৃভাষার মর্যাদা পাচ্ছে বহু আঞ্চলিক ভাষা৷ সংখ্যাতত্ত্বে নজর দিলে চোখ কপালে উঠবে৷ সমীক্ষা অনুসারে ভারতে মাতৃভাষার সংখ্যা ১৯,৫০০-র কাছাকাছি৷

 

১২১ কোটির দেশে ১২১ টি ভাষায় কথা বলেন অন্তত ১০,০০০ -র বেশি মানুষ৷ আদমসুমারি কমিশনের তথ্য অনুযায়ী,ঘরে ঘরে যখন সমীক্ষা চলে,তখন প্রত্যেক সদস্যের মাতৃভাষাকেও গুরুত্ব দেওয়া হয়৷ কোনও পরিবারে মিশ্র ভাষার মানুষ বাস করলে তাদের প্রত্যেকের ভাষাকেই মাতৃভাষার মর্যাদা দেওয়া হবে বলে জানায় কমিশন৷ সেই সূত্র ধরেই ২০১১ সালের সমীক্ষা অনুসারে মাতৃভাষার সংখ্যা দাঁড়ায় ১৯,৫৬৯৷



সাংবিধানিক ব্যখ্যায়, মোট ১২১টি ভাষা নথিভুক্ত৷ এই ১২১ ভাষাও দ্বিবিভক্ত৷ সংবিধানের অষ্টম নিয়ম অনুসারে ২২ ভাষা সরাসরি সাংবিধানিক৷ ৯৯টি ভাষা সংবিধানে না থাকলেও আঞ্চলিক খাতে গ্রহণযোগ্য৷ সমীক্ষা বলছে ২০১১ সালে ৯৯,২০০১ সালে এই সংখ্যাই ছিল ১০০৷ ২০১১ সালে বাদ পড়ে সিমতে ও পার্সিয়ান ভাষা৷ দেশের মোট জনসংখ্যার ৯৬.৭১ শতাংশ মানুষই সাংবিধানিক ভাষাকে সামনে রেখেই মাতৃভাষা স্থির করেন৷ বাকি ৩.২৯ শতাংশ মানুষ অন্য ভাষাকে আপন করেন৷ সাংবিধানিক

 


মোট ২২টি ভাষা হলো, অহমিয়া, বাংলা, গুজরাতি, হিন্দি, কন্নড়, কাশ্মীরি, কোঙ্কানি, মালায়ালাম, মনিপুরি, মারাঠী, নেপালি, ওড়িয়া, পঞ্জাবি, সংস্কৃত, সিন্ধি, তামিল, তেলেগু, উর্দু, বোরো, সানথিলি, মৈথিলি ও ডোগ্রি৷

 

এর মধ্যে মোট ১৪ ভাষা সংবিধান লেখার সময়ই স্বীকৃত৷ ১৯৬৭ সালে যোগ হয় সিন্ধি৷ তারপর আরও অনেক আ়্চলিক ভাষা৷ ২০০৪ সালে যোগ হয় বোডো,ডোগরি,মৈথিলি ভাষা৷ এই সমস্ত আঞ্চলিক ভাষার ভেতরেও বিভিন্নতা আছে৷ গোষ্ঠী বা বসতি বিশেষে ভিন্ন হয় প্রত্যেক আঞ্চলিক ভাষা৷ সেই ভাষাগুলোকে জুড়লেই দেশের মাতৃভাষা দাঁড়ায় ১৯,৫০০-র বেশি৷