ঢাকা, রবিবার ০৭, ডিসেম্বর ২০২৫ ৮:৪৮:২৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
খালেদা জিয়ার অবস্থা এখনও উদ্বেগজনক আরও পেছাল খালেদা জিয়ার লন্ডনযাত্রা খালেদা জিয়ার এন্ডোসকপি সম্পন্ন, থামানো গেছে অভ্যন্তরীণ রক্তক্ষরণ আগারগাঁওয়ে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ, নারীসহ দগ্ধ ৬ প্রবাসীদের নিবন্ধন ছাড়াল এক লাখ ৯৩ হাজার

বিশিষ্ট চার নারী ব্যক্তিত্ব পেলেন বেগম রোকেয়া পদক

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:১৮ পিএম, ৯ ডিসেম্বর ২০২৪ সোমবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নারী শিক্ষা, নারীর আর্থসামাজিক উন্নয়ন, নারী অধিকার ও ক্রীড়ার মাধ্যমে নারী জাগরণে অসামান্য অবদানের জন্য চার বিশিষ্ট নারী ব্যক্তিত্ব পেলেন বেগম রোকেয়া পদক-২০২৪। বেগম রোকেয়া পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় প্রধান উপদেষ্টা বলেছেন, বেগম রোকেয়ার স্মৃতিকে ধারণ করে তাঁকে সম্মানিত করতে পেরে আমরা গর্বিত।

সোমবার (৯ ডিসেম্বর) রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে ‘বেগম রোকেয়া পদক-২০২৪’ প্রদান অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস একথা বলেন। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস পদকপ্রাপ্তদের হাতে পদক তুলে দেন। এছাড়াও উপস্থিত ছিলেন সমাজকল্যাণ এবং  মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শিরীন শারমিন মুরশিদ,  মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বেগম মমতাজ আহমেদ,  এনডিসি, ফুটবলার কায়সার হামিদ প্রমুখ।

রোকেয়া পদক ২০২৪ প্রাপ্তরা হলেন : নারী শিক্ষায় শিক্ষাবিদ ড. পারভীন হাসান,  নারী আর্থ-সামাজিক উন্নয়নে কর্মী শিরীন পারভীন হক,  নারী অধিকারে তাসলিমা আক্তার লিমা এবং ক্রীড়ার মাধ্যমে নারী জাগরণে দাবাড়ু রাণী হামিদ।

ড. পারভীন হাসান বাংলাদেশের একজন শিক্ষাবিদ এবং অধিকার কর্মী। তার জন্ম ১৯৪৫ সালের ১০ সেপ্টেম্বর।  বাবা সৈয়দ আজিজুল হক এবং মা আফিফা হক। তিনি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের চেয়ারপার্সন এবং কেন্দ্রীয় মহিলা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। 

শিরীন পারভীন হক একজন নারী অধিকার কর্মী। তিনি নারী অধিকার সংগঠন নারীপক্ষের প্রতিষ্ঠাতা। জন্ম ১৯৫৩ সালের ৪ সেপ্টেম্বর। বাবা মোহাম্মদ রফিকুল হক এবং মা জাহেদা খানম।

তাসলিমা আখতার বাংলাদেশি শ্রমিক ও নারী অধিকারকর্মী এবং আলোকচিত্রী। তার জন্ম ১৯৭৪ সালে। বাবা সামসুল হুদা এবং মা বেগম জীবুন্নেছা।

রাণী হামিদ বাংলাদেশের প্রথম মহিলা আন্তর্জাতিক দাবা মাস্টার।চার দশকেরও বেশি সময় ধরে দাবা খেলছেন। তার জন্ম ১৯৪৪ সালের ১৪ জুলাই। বাবা সৈয়দ মমতাজ আলী এবং মা সৈয়দ কামরুন্নেছা খাতুন।

 আজ রোকেয়া সাখাওয়াত হোসেনের ১৪৪তম জন্ম ও ৯২তম মৃত্যুবার্ষিকী ।