ঢাকা, শুক্রবার ০৫, ডিসেম্বর ২০২৫ ২০:৫১:৪১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ আসছে না এয়ার অ্যাম্বুলেন্স, খালেদা জিয়ার লন্ডন যাত্রা পেছাল খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে জুবাইদা রহমান ‘শেখ হাসিনাকে ফেরাতে ভারতের ইতিবাচক সাড়া নেই’ বেশির ভাগ সবজিই ৬০-৮০ টাকার ওপরে বন্যায় সহায়তা: বাংলাদেশকে ধন্যবাদ জানালেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী

বিশ্বকাপের ম্যাচ অফিসিয়ালের তালিকায় জেসি

ক্রীড়া প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:৪৪ পিএম, ১১ সেপ্টেম্বর ২০২৫ বৃহস্পতিবার

সাথিরা জাকির জেসি। ছবি : সংগৃহীত

সাথিরা জাকির জেসি। ছবি : সংগৃহীত

আসন্ন নারী বিশ্বকাপের জন্য ম্যাচ অফিসিয়ালদের তালিকা প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। তালিকায় থাকা সকলেই নারী। নারী বিশ্বকাপের ইতিহাসে এবারই প্রথম ম্যাচ অফিসিয়ালদের সবাই নারী।

ম্যাচ অফিসিয়ালদের এই তালিকায় আছেন ১৪ জন আম্পায়ার। তাদের মধ্যে একমাত্র বাংলাদেশি আম্পায়ার হিসেবে আছেন সাথিরা জাকির জেসি। জেসি ছাড়াও আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন ক্লেয়ার পোলসাক, জ্যাকুলিন উইলিয়ামস এবং সু রেডফার্ন, আর লরেন এগেনব্যাগ ও কিম কটন।

ম্যাচ রেফারি হিসেবে আছেন চারজন। তারা হলেন ট্রুডি অ্যান্ডারসন, শান্দ্রে ফ্রিটজ, জি.এস. লক্ষ্মী এবং মিশেল পেরেইরা।

এ প্রসঙ্গে আইসিসির এক বিবৃতিতে চেয়ারম্যান জয় শাহ বলেন, 'এটি নারী ক্রিকেটের যাত্রায় একটি মাইলফলকের মুহূর্ত, যা আমরা বিশ্বাস করি খেলার প্রতিটি ক্ষেত্রে আরও বহু দৃষ্টান্ত স্থাপন করবে। নারী ম্যাচ অফিশিয়ালসদের অন্তর্ভুক্তি কেবল একটি মাইলফলক নয়, বরং ক্রিকেটে লিঙ্গসমতার প্রতি আইসিসির অবিচল অঙ্গীকারের শক্তিশালী প্রতিফলন।'

ম্যাচ অফিসিয়ালস প্যানেল-

আম্পায়ার- সাথিরা জাকির জেসি, বৃন্দা রাঠি, ক্যানদেস লা বোর্দে, সুই রেডফার্ন, কেরিন ক্লাস্তে, এলোইস শেরিদান, ক্লেয়ার পোসাক, লরেন অ্যাগেনবাগ, গায়ত্রী ভেনুগোপালান, নারায়ণ জননী, নিমালি পেরেরা, জ্যাকুলিন উইলিয়ামস, কিম কটন ও সারাহ ড্যামনেভানা।

ম্যাচ রেফারি- ট্রুডি অ্যান্ডারসন, শান্দ্রে ফ্রিৎজ, জিএস লক্ষ্মী ও মিচেল পেরেইরা।