ব্রয়লার মুরগির দাম বেড়েছে, সবজির দামও চড়া
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১৯ পিএম, ১২ জুন ২০২১ শনিবার
ফাইল ছবি।
বাজারে ব্রয়লার মুরগির দাম বেড়েছে। সবিজর দামও বেশ চড়া। করোনা পরিস্থিতিতে সদ্য ঘোষিত বাজেটে মুরগি ও মাছের খাবার বা উপকরণ আমদানিতে রেয়াতি সুবিধা দেওয়া হয়েছে। এতে নিত্যপ্রয়োজনীয় এসব ভোগ্যপণ্যের দাম কিছুটা কমার প্রত্যাশা ছিল ক্রেতাদের। কিন্তু বাজেট ঘোষণার পর পরই উল্টো দাম বেড়েছে আরেক দফা।
রাজধানীর বাজারগুলোয় বর্তমানে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৪০ টাকা কেজি, গত সপ্তাহে যা বিক্রি হয়েছিল ১২৫ থেকে ১৩০ টাকায়। এ হিসাবে সপ্তাহের ব্যবধানে কেজিপ্রতি ৫ থেকে ১০ টাকা দাম বেড়েছে। হিসাব মিলছে না পেঁয়াজ আর তেল-বেগুনেও। পাশাপাশি ৫০ টাকার নিচে কোনো সবজি নেই। সব মিলিয়ে বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা।
বাজারে ব্রয়লার মুরগির দাম এখন কিছুটা বাড়তি জানিয়ে কারওয়ানবাজারের জনপ্রিয় পোলট্রি হাউসের কর্ণধার আমির-উল-ইসলাম বলেন, ‘সাধারণত অন্যান্য বাজারের তুলনায় এ বাজারে মুরগির দাম কম হয়ে থাকে। তারপরও আজ ব্রয়লার বিক্রি করছি ১৩০ টাকা কেজি, গত সপ্তাহের তুলনায় যা কেজিতে ১০ টাকা বেশি।’
আমির আরও বলেন, ‘সাধারণত গরমের সময় মুরগির আমদানি বেশি থাকে। কিন্তু বৃষ্টি-বাদলের জন্য কয়েক দিন ধরে তা কমেছে। তা ছাড়া ঢাকার বাইরে থেকেও মুরগি কম আসছে। সে জন্যই দাম কিছুটা চড়া এখন।’
মালিবাগ বাজারের মুরগি বিক্রেতা সোহেল গাজী বলেন, ‘অন্যান্য মুরগির দাম খুব একটা না বাড়লেও তিন-চার দিনের ব্যবধানে ৫ থেকে ১০ টাকা বেড়ে গেছে ব্রয়লারের দাম। গত সপ্তাহের শুরুর দিকে ব্রয়লার মুরগি বিক্রি করেছি ১২৫ থেকে ১৩০ কেজি। এখন তা ১৩৫ থেকে ১৪০ টাকা কেজি দরে বিক্রি করতে হচ্ছে। এ ছাড়া সোনালি অর্থাৎ পাকিস্তানি কক ২২০ থেকে ২৩০ টাকা এবং লাল লেয়ার বিক্রি হচ্ছে ২২০ টাকা কেজি দরে।’
এদিকে সবজির বাজারেও কমছে না দাম। গত সপ্তাহের মতো এ সপ্তাহেও বেগুন, করলা, ঢেঁড়স, পটোল, ঝিঙে, পেঁপে ও শসা বিক্রি হচ্ছে ৫০ টাকায়। চিচিঙ্গা ও ধুন্দলের কেজি বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা। পাকা টমেটোর দাম কেজিতে ১০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকায়। বরবটি ৬০ থেকে ৭০ ও গাঁজর ৮০ থেকে ১০০ টাকা। কাঁচামরিচের কেজি ৬০ থেকে ৭০ টাকা। লাউয়ের পিস বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকা। কাঁচকলার হালি ৪০ টাকা এবং কচুরলতির কেজি ৫০ থেকে ৬০ টাকা।
রাজধানীতে সবজি সরবরাহকারী পাইকারি প্রতিষ্ঠান মেসার্স রিয়াদ এন্টারপ্রাইজের বলরাম চন্দ্র জানান, বাজারে শীতের সবজি ফুরিয়েছে আরও আগেই, পাশাপাশি আরও অনেক সবজির মৌসুম শেষের দিকে। তার ওপর আবহাওয়া খারাপ থাকলে রাজধানীতে সবজি কম আসে। ক্ষেতে বৃষ্টির পানি জমলেও সবজির ক্ষতি হয়। সব মিলিয়ে স্থানীয় হাটেও সবজি সরবরাহ কমে যায়। সার্বিকভাবে এসব কারণেই বাজারে সবজির দাম চড়া রয়েছে। শিগগিরই দাম কমার সম্ভাবনা নেই। তবে বৃষ্টি-বাদল কমলে কিছুটা পড়তে পারে।
অল্পদিনের ব্যবধানে হঠাৎ লাফিয়ে বেড়ে যাওয়া পেঁয়াজের ঝাঁজ চলতি সপ্তাহে কিছুটা কমেছে। রাজধানীর বাজারে প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫০ টাকায়।
ব্যবসায়ীরা বলছেন, হঠাৎ করেই বাজারে দেশি পেঁয়াজের সরবরাহ কমে গিয়েছিল, যে কারণে দাম বেড়ে যায়। ৪০ টাকায় বিক্রি হওয়া পেঁয়াজ এক লাফে ৬০ টাকায় গিয়ে ওঠে। তবে এখন সরবরাহ বাড়ায় দামও কিছুটা কমের দিকে।
- জোহরা তাজউদ্দীনের মৃত্যুবার্ষিকী আজ
- ভারতের একাধিক তারকার কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত
- লন্ডনের পথে ডা. জোবাইদা
- নজরকাড়া লুকে কেয়া পায়েল
- প্রথম নারী এমডি পেল ডিএসই
- ব্যাডমিন্টনে ব্রোঞ্জ নিশ্চিত বাংলাদেশের জুমার-ঊর্মির
- হাদির জানাজা: মানিক মিয়া অ্যাভিনিউয়ে যান চলাচল সীমিত থাকবে
- হাদিকে নিয়ে আপত্তিকর মন্তব্য, চিকিৎসক বরখাস্ত
- মাচাদোকে নোবেল দেওয়ায় ফৌজদারি অভিযোগ দায়ের অ্যাসাঞ্জের
- উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আজকের সব পরীক্ষা স্থগিত
- ঝুঁকি এড়াতে ওয়েবক্যামে যা করা প্রয়োজন
- কোন রঙের আঙুর সবচেয়ে পুষ্টিকর?
- নির্বাচনের বাকি ৫৩ দিন, সামনের প্রতিটি দিনই গুরুত্বপূর্ণ!
- ‘সীমান্তে অতন্দ্র প্রহরীর দায়িত্ব পালন করছে বিজিবি’
- ওসমান হাদির মৃত্যুতে রাষ্ট্রীয় শোক আজ
- ওসমান হাদির মৃত্যুতে শনিবার রাষ্ট্রীয় শোক
- সিনেমার প্রচারে গিয়ে চরম হেনস্তার শিকার অভিনেত্রী
- প্রথম আলো-ডেইলি স্টার কার্যালয়ে ভাঙচুর-আগুন
- এসএসসির ফরম পূরণ শুরু ৩১ ডিসেম্বর
- শুধু ইউটিউবে দেখা যাবে অস্কার
- শীতে ত্বক ভালো রাখতে যেসব উপাদান এড়িয়ে চলবেন
- নলছিটিতে শোকের মাতম
- রাজধানীর ৩ স্থানে ককটেল বিস্ফোরণ, আহত নারী
- ২৪ ঘণ্টা স্বল্পচাপ থাকবে তিতাস গ্যাসের
- ধানমন্ডি ৩২ নম্বরে আবারো আগুন-ভাঙচুর
- আন্দোলনকারীদের ধৈর্য ধরার আহ্বান ডিএমপি কমিশনারের
- গণভোটে ব্যাপক অংশগ্রহণ নিশ্চিতে উঠান বৈঠক আয়োজনের নির্দেশ
- কিশোরী ধর্ষণের শিকার
- রঙবাজার-এর ফার্স্ট লুক প্রকাশ্যে
- মেক্সিকোর সংসদে নারীদের চুলোচুলি-মারামারি




