ঢাকা, শনিবার ২৭, এপ্রিল ২০২৪ ১৫:৫৭:০৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
খিলগাঁওয়ে একইদিনে তিন শিশুর মৃত্যু শেরে বাংলার কর্মপ্রচেষ্টা নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে বৃষ্টি কবে হবে, জানাল আবহাওয়া অফিস শেরে বাংলা এ কে ফজলুল হকের মাজারে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা তাপমাত্রা ৪৫ ডিগ্রি ছাড়াবে আগামী সপ্তাহে থাইল্যান্ডের গভর্নমেন্ট হাউসে দ্বিপাক্ষিক বৈঠকে প্রধানমন্ত্রী

ভারত থেকে পেঁয়াজ আসছে না, অস্থিরতা বাড়ছে বাজারে

ইউএনবি | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:৪৩ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০২০ বুধবার

ভারত থেকে পেঁয়াজ আসছে না, অস্থিরতা বাড়ছে বাজারে

ভারত থেকে পেঁয়াজ আসছে না, অস্থিরতা বাড়ছে বাজারে

ভারত থেকে আবারও পেঁয়াজ আমদানি হচ্ছে এমন খবরে গত সোমবার পর্যন্ত নিত্যপ্রয়োজনীয় এই পণ্যটির দাম না বাড়লেও গত ৪-৫ দিন পেঁয়াজ না আসায় আবারও অস্থির হয়ে উঠছে পেঁয়াজের বাজার।

হিলি বন্দরের ব্যবসায়ী ও আমদানিকারকরা জানান, চার দিন ধরে হিলি স্থলবন্দর দিয়ে দেশে কোনো পেঁয়াজ না আসায় মঙ্গলবার থেকে কেজিতে অন্তত ২০-২৫ টাকা করে বেড়েছে। ফলে আজ বুধবার বন্দরের মোকামে এসব পেঁয়াজ মানভেদে পাইকারি বিক্রি হচ্ছে ৬০-৭০ টাকায়। যা কিনা গত সোমবার পাইকারি বিক্রি হয়েছে ৪৫-৫০ টাকায়।’

বন্দরের পেঁয়াজ আমদানিকারক সাইফুল ইসলাম জানান, গত শনিবার ভারতীয় ১১টি ট্রাকে ২৪৬ মেট্রিক টন পেঁয়াজ হিলি স্থলবন্দর দিয়ে আমদানি করা হয়েছে। যার অধিকাংশই পেঁয়াজ ভ্যাপসা গরমে পচে নষ্ট হয়ে গেছে। বাছাই করে কিছু ভালো পেঁয়াজ বের করা হয়েছে। সেগুলো ৭০ টাকায় বিক্রি করা হচ্ছে। দাম স্বাভাবিকই আছে বলে তিনি দাবি করেন।

বন্দরের বেসরকারি অপারেটর পানামা হিলি পোর্টের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন মল্লিক জানান, ১৯ সেপ্টেম্বরের পর ভারত থেকে এ পর্যন্ত কোনো পেঁয়াজ বোঝাই ভারতীয় ট্রাক বন্দরে প্রবেশ করেনি।

এদিকে দেশের বিভিন্ন স্থান থেকে আসা পাইকাররা অভিযোগ করেন, বন্দরের মোকামের কয়েকজন ব্যবসায়ী পেঁয়াজ মজুদ করে রেখেছেন। তারা বেশি দামের আসায় বাজারে পেঁয়াজ ছাড়ছেন না। আমরা কিনতে গেলে বলা হচ্ছে পেঁয়াজ নাই। আবার দাম বেশি দিলে পেঁয়াজ দেওয়া হচ্ছে।

তারা আরও বলছেন, তারা যদি এভাবে বেশি দামে পেঁয়াজ কিনতে বাধ্য হন, তাহলে তারা খুচরা বিক্রেতার কাছ থেকে বেশি দাম নিতে বাধ্য হবেন। প্রশাসনের বাজার মনিটরিং ব্যবস্থা না থাকার কারণে ব্যবসায়ীরা দাম বাড়ার কারসাজি করছেন বলে অভিযোগ তাদের।