ঢাকা, বুধবার ২৪, এপ্রিল ২০২৪ ১৯:৫১:৪৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
খালেদার গ্যাটকো মামলায় চার্জগঠনের শুনানি পেছাল কুড়িগ্রামে তাপদাহ: বৃষ্টির জন্য নামাজ আদায় থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা ‘পদ্মশ্রী’ গ্রহণ করলেন রেজওয়ানা চৌধুরী বন্যা কাতার-বাংলাদেশ ১০ চুক্তি-সমঝোতা সই

ভারতে একদিনে ৩ লাখ ১৬ হাজার শনাক্তে ফের বিশ্ব রেকর্ড

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:১৭ পিএম, ২২ এপ্রিল ২০২১ বৃহস্পতিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

করোনাভাইরাসের (কভিড-১৯) দ্বিতীয় ঢেউয়ে একে একে অতীতের সব রেকর্ড ভাঙছে ভারত। গত ২৪ ঘণ্টায় প্রায় ৩ লাখ ১৬ হাজার শনাক্তে নিজেদের আগের দিনের গড়া রেকর্ড ভাঙলো দেশটি।

ওয়ার্ল্ডো মিটারের বৃহস্পতিবার সকালের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে ৩ লাখ ১৫ হাজার ৮০২ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে মারা গেছেন ২ হাজার ১০২ জন।

এ নিয়ে করোনা সংক্রমণে দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে মোট শনাক্ত দাঁড়িয়েছে প্রায় ১ কোটি ৫৯ লাখ ২৫ হাজারে। এখন পর্যন্ত মারা গেছেন ১ লাখ ৮৪ হাজার ৬৭২ জন। মৃত্যুর দিক থেকে ভারতের অবস্থান বিশ্বে চতুর্থ।

আগের দিন ভারতে ২ লাখ ৯৫ হাজার ৪১ জন শনাক্ত হয় যা ছিল বিশ্ব রেকর্ড। এ বছর ৮ জানুয়ারি যুক্তরাষ্ট্রে একদিনে আক্রান্ত হয়েছিলেন ২ লাখ ৮৯ হাজার ১৯৫ জন।

আনন্দবাজার বলছে, করোনাভাইরাসের ‘ডাবল মিউটেড’ ভ্যারিয়েন্টের আতঙ্ক কাটতে না কাটতেই এ বার ভারতে থাবা বসিয়েছে ‘ট্রিপল মিউটেড’ ভ্যারিয়েন্ট (তিন স্ট্রেইন মিলে এক ভ্যারিয়েন্ট)।

মনে করা হচ্ছে, ইতোমধ্যেই দেশের বেশ কয়েকটি রাজ্যে তা ছড়িয়ে পড়েছে। এর মধ্যে অন্যতম পশ্চিমবঙ্গ। এছাড়া মহারাষ্ট্র এবং দিল্লিতেও এই ‘ট্রিপল মিউটেড’ ভ্যারিয়েন্ট সংক্রমণ ছড়িয়েছে বলে ধারণা বিশেষজ্ঞদের।

তারা বলছেন, কভিড-১৯ ভাইরাসের তিনটি আলাদা স্ট্রেইন মিলে তৈরি ভাইরাসের এই নয়া ভ্যারিয়েন্টের সংক্রামক ক্ষমতাও প্রায় তিন গুণ। রোগীর শারীরিক অবস্থার অবনতিও খুব দ্রুত হচ্ছে এই নয়া ভ্যারিয়েন্টের।

বিশেষজ্ঞদের সতর্কবাণী, ঠিক সময় লাগাম পরানো না গেলে ‘এবার সংক্রমণ সুনামির আকার ধারণ করতে পারে।’

-জেডসি