ঢাকা, মঙ্গলবার ২৩, এপ্রিল ২০২৪ ১৫:৩৮:৩৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
‘পদ্মশ্রী’ গ্রহণ করলেন রেজওয়ানা চৌধুরী বন্যা কাতার-বাংলাদেশ ১০ চুক্তি-সমঝোতা সই কয়েক ঘণ্টায় ৮০ বারেরও বেশি কেঁপে উঠল তাইওয়ান ঢাকা থেকে প্রধান ১৫টি রুটে ট্রেনের ভাড়া যত বাড়ল মাকে অভিভাবকের স্বীকৃতি দিয়ে নীতিমালা করতে হাইকোর্টের রুল আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা নতুন করে ৭২ ঘণ্টার হিট অ্যালার্ট জারি

রাজশাহীতে ১ বছরে নারী নির্যাতন বেড়েছে আশঙ্কাজনক হারে

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:০৯ পিএম, ১ জানুয়ারি ২০২১ শুক্রবার

রাজশাহীতে ১ বছরে নারী নির্যাতন বেড়েছে আশঙ্কাজনক হারে

রাজশাহীতে ১ বছরে নারী নির্যাতন বেড়েছে আশঙ্কাজনক হারে

ঘাতকব্যাধী করোনাভাইরাস পরিস্থিতি রাজশাহী বিভাগে আশঙ্কাজনক হারে বেড়ে চলেছে নারী ও শিশু নির্যাতন। দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে এক জরিপে নারী ও শিশু নির্যাতনের পরিস্থিতি সম্পর্কে এ তথ্য তুলে ধরে উন্নয়ন সংস্থা লেডিস অর্গানাইজেশন ফর সোসাল ওয়েলফেয়ার (লফস)।

বৃহস্পতিবার লফসের ডকুমেন্ট সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় তারা।

জরিপে বলা হয়, ২০২০ সালে রাজশাহীতে ৩৪৮ জন নারী ও শিশু নির্যাতনের শিকার হয়েছে। এছাড়াও সারা বছরে হত্যা ৩০, আত্মহত্যা ৬২, আত্মহত্যা চেষ্টা ১১, ধর্ষণ ৫৭, যৌন নির্যাতন ৩১, নির্যাতন ৯৯, পর্নোগ্রাফি ৮, এসিড ভায়োলেন্স ৫, নিখোঁজ ও অপহরণ ২২, আহত ২৩ জন নারী ও শিশু এ ঘটনার শিকার দেখানো হয়েছে।

যৌতুক ও পরকীয়ার ঘটনাকে নারী ও শিশু নির্যাতনের অন্যতম কারণ হিসেবে দায়ী বলে জানিয়েছে সংগঠনটি। এছাড়া পারিবারিক কলহ ও প্রেমঘটিত কারণে হত্যা, আত্মহত্যা ও অমানবিক নির্যাতনের ঘটনার কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

লেডিস অর্গানাইজেশন ফর সোসাল ওয়েলফেয়ার-এর নির্বাহী পরিচালক শাহানাজ পারভীন জানান, ২০২০ সালের বেশির ভাগ সময় কেটেছে করোনাভাইরাসের ভয়াল থাবায়। সকলে যখন করোনা নামক ভাইরাস থেকে নিজেকে রক্ষায় ব্যস্ত সেখানে এক শ্রেণির মানুষের হাতে ২-৫ বছরের শিশু সন্তানও ধর্ষণের হাত থেকে রক্ষা পায়নি।

শাহানাজ পারভীনের মতে, সারা বছর জুড়ে রাজশাহী জেলায় নানা পর্যায়ে নারী ও শিশু নির্যাতন ঘটনা ঘটেছে। সংবাদ পত্রে প্রকাশিত ঘটনার বাইরেও অনেক ঘটনা ঘটে যা প্রকাশিত হয় না বা কোন তথ্য জানা যায় না এমন বাস্তবতায় রাজশাহীতে ২০২০ সালে নারী ও শিশু নির্যাতনের প্রকাশিত তথ্য আশংকাজনক।

রাজশাহী অঞ্চলে নারী শিশু নির্যাতনসহ সার্বিক ঘটনাগুলোর সুষ্ঠ তদন্ত ও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে তিনি বলেন, অপরাধীদের শাস্তি নিশ্চিত না করলে ক্রমশই অপরাধীরা উৎসাহিত হবে এবং অপরাধের মাত্রা বৃদ্ধি পাবে।

নারী ও শিশুদের জন্য আরও জোরালোভাবে সামাজিক সচেতনতা কর্মসূচি গ্রহণের জন্য সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।