ঢাকা, মঙ্গলবার ১৬, ডিসেম্বর ২০২৫ ৬:৩৩:৩০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ মহান বিজয় দিবস দেশজুড়ে চলছে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ বিজয় দিবস উপলক্ষ্যে স্মারক ডাকটিকিট অবমুক্ত গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে : রাষ্ট্রপতি সাংবাদিকদের কল্যাণে প্রয়োজনীয় সব উদ্যোগ নেবে সরকার ‘হয়তো জানতেও পারবো না, মা কবে মারা গেছেন’

সুমিতা দেবীর জন্মদিন আজ

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:৪৮ পিএম, ৫ ফেব্রুয়ারি ২০১৯ মঙ্গলবার

সুমিতা দেবী, ফাইল ছবি

সুমিতা দেবী, ফাইল ছবি

বাংলাদেশ টেলিভিশন ও চলচ্চিত্রের এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী সুমিতা দেবীর জন্মদিন আজ । তিনি ১৯৩৬ সালের ৫ ফেব্রুয়ারি মানিকগঞ্জে জন্মগ্রহণ করেন। 

পঞ্চাশের দশকের শেষের দিকে ‘আসিয়া’ ছবির মাধ্যমে চলচ্চিত্র জীবনে পা রাখেন তিনি। তাঁর অভিনীত আসিয়া চলচ্চিত্রটি ১৯৬১ সালে শ্রেষ্ঠ বাংলা চলচ্চিত্রের পুরস্কার লাভ করেন। গুণী এই অভিনয় শিল্পী টেলিভিশন ও চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি কাজ করেছেন বেতার ও মঞ্চ নাটকেও। 

তিনি প্রধান অভিনেত্রী হিসেবে পঞ্চাশটিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। আর পার্শ্ব-চরিত্র হিসেবে অভিনয় করেছেন শতাধিক চলচ্চিত্রে। তাঁর অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো হলো-কখনো আসেনি (১৯৬১), সোনার কাজল (১৯৬২),কাঁচের দেয়াল (১৯৬৩),এই তো জীবন (১৯৬৪),দুই দিগন্ত (১৯৬৪), আগুন নিয়ে খেলা (১৯৬৭), অভিশাপ (১৯৬৭), এ দেশ তোমার আমার, বেহুলা, ওরা ১১ জন ও আমার জন্মভূমি। এছাড়াও তিনি আগুন নিয়ে খেলা, মোমের আলো, মায়ার সংসার, আদর্শ ছাপাখানা ও নতুন প্রভাত নামে পাঁচটি চলচ্চিত্র প্রযোজনা করেন।

সুমিতা দেবীর প্রকৃত নাম ছিল হেনা ভট্টাচার্য্য। আসিয়া ছবিতে হেনা নাম পাল্টিয়ে সুমিতা দেবী রাখেন চলচ্চিত্রকার ফতেহ লোহানী। সেই থেকে তিনি এই নামে পরিচিত। খ্যাতিমান চলচ্চিত্র পরিচালক জহির রায়হান ছিলেন তাঁর স্বামী।

সুমিতা দেবী ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের একজন সক্রিয় শিল্পী ছিলেন। মেধাবী এই অভিনয় শিল্পী তাঁর কাজের স্বিকৃতিস্বরুপ পেয়েছেন নানা পুরস্কার। ১৯৬২ সালে পান অল পাকিস্তান ক্রিটিক অ্যাওয়ার্ড এবং ১৯৬৩ সালে নিগার প্রাইজ সম্মানে ভূষিত হন তিনি।স্বাধীনতার পর লাভ করেন বাচসাস পুরস্কার ও টেলিভিশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ পুরস্কার। এছাড়াও সুমিতা দেবী ২০০২ সালে লাভ করেন আগরতলা মুক্তিযোদ্ধা পুরস্কার এবং জনকণ্ঠ গুণিজন ও প্রতিভা সম্মাননা পুরস্কার। 

আশিক মোস্তফা পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ফুলকুমার ছিল তাঁর অভিনীত সর্বশেষ চলচ্চিত্র। ২০০০ সালে এই চলচ্চিত্রটিতে অভিনয় করেন তিনি।  ২০০৪ সালের ৬ জানুয়ারি চলচ্চিত্রের কিংবদন্তি অভিনয় শিল্পী সুমিতা দেবীর জীবনাবসান ঘটে।