ঢাকা, শুক্রবার ০৫, ডিসেম্বর ২০২৫ ১৫:৪৬:১৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ আসছে না এয়ার অ্যাম্বুলেন্স, খালেদা জিয়ার লন্ডন যাত্রা পেছাল খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে জুবাইদা রহমান ‘শেখ হাসিনাকে ফেরাতে ভারতের ইতিবাচক সাড়া নেই’ বেশির ভাগ সবজিই ৬০-৮০ টাকার ওপরে বন্যায় সহায়তা: বাংলাদেশকে ধন্যবাদ জানালেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী

‘হরিয়ানার মতো বিহারেও ভোট চুরির প্রস্তুতি নিচ্ছে এনডিএ’

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:০৫ পিএম, ৭ নভেম্বর ২০২৫ শুক্রবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ভারতের কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী অভিযোগ করেছেন, ভারতের ক্ষমতাসীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এনডিএ) হরিয়ানার মতোই বিহারেও নির্বাচন চুরির প্রস্তুতি নিচ্ছে।

বিহারের সীতামঢ়ি ও পূর্ব চম্পারণে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, নির্বাচন কমিশন সরকারের সঙ্গে যোগসাজশে সংবিধান ও গণতান্ত্রিক অধিকারকে দুর্বল করছে।

তিনি অভিযোগ করেন, যেভাবে তারা (এনডিএ) হরিয়ানার পুরো নির্বাচন চুরি করেছে, ঠিক সেভাবেই বিহারে ৬৫ লাখ ভোটার তালিকা থেকে নাম মুছে দিয়ে নির্বাচনে প্রভাব ফেলতে চাইছে।

অআউটলুক জানিয়েছে, প্রিয়াঙ্কা গান্ধী বিহারের ভোটারদের প্রতি আহ্বান জানান— তারা যেন কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও একটি উন্নত ভবিষ্যতের জন্য ভোট দেন। একই সঙ্গে তিনি গণতন্ত্র ও সাংবিধানিক অধিকার রক্ষার ওপর গুরুত্বারোপ করেন।

ভোটগ্রহণ শুরুর পরপরই এক্স (সাবেক টুইটার)–এ পোস্টে তিনি লেখেন, আমার প্রিয় ভাই-বোন, মা ও যুবসমাজ—আজই আপনার ভবিষ্যৎ নির্ধারণের দিন। গণতন্ত্রের এই মহোৎসবে বড় সংখ্যায় অংশ নিন।

তিনি আরও বলেন, চাকরি, শিক্ষা, স্বাস্থ্য, উজ্জ্বল ভবিষ্যৎ এবং আপনার গণতন্ত্র, সংবিধান ও ভোটাধিকার রক্ষার জন্য ভোট দিন।

ভারতীয় সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, বৃহস্পতিবার সকাল ৭টা থেকে বিহারের ১২১টি আসনে ভোটগ্রহণ শুরু হয়, যা চলে বিকেল ৫টা পর্যন্ত। কঠোর নিরাপত্তার মধ্যেই চলে এই ভোটগ্রহণ।

এবার প্রায় ৩ কোটি ৭৫ লাখ ভোটার ১,৩১৪ প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন। প্রার্থীদের মধ্যে রয়েছেন ‘ইন্ডিয়া’ জোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী যাদব এবং বিজেপি থেকে বর্তমান উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী।