১৩ কোটির বেশি মেয়ে এখনও স্কুলে যেতে পারছে না
নিজস্ব ডেস্ক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৩:৩৭ পিএম, ৬ নভেম্বর ২০১৭ সোমবার
বিশ্বের নানা দেশে ১৩ কোটির বেশি মেয়ে এখনও স্কুলে যেতে পারছে না। ৬০ কোটিরও বেশি শিশু স্কুলে যাচ্ছে কিন্তু শিখছে না কিছুই। এ ক্ষেত্রে সাব-সাহারা আফ্রিকার দেশগুলোর অবস্থা সবচেয়ে ভয়াবহ। জাতিসংঘের এক প্রতিবেদনের বরাত দিয়ে বিবিসির এক প্রতিবেদনে এমন তথ্যই তুলে ধরা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, উন্নত আর ধনী দেশগুলোর স্কুলগুলোতে শিক্ষার বিষয়গুলোকে বেশ গুরুত্ব সহকারে দেখা হয়। যেমন কোন বিষয়টাকে বেশি গুরুত্ব দেয়া উচিত, কোন শিক্ষার্থীর একটু আলাদা যত্ন দরকার, পড়াশোনার কোন ক্ষেত্রে রাষ্ট্রীয় ব্যয় বাড়াতে হবে ইত্যাদি।
কিন্তু অসংখ্য উন্নয়নশীল দেশের জন্য শিক্ষা বিষয়ক প্রশ্নগুলো অনেক বেশি মৌলিক। সেখানে বাচ্চাদের জন্য আদৌ কি কোন স্কুল আছে যাবার মতো?
জাতিসঙ্ঘের কিছু পরিসংখ্যান অনুযায়ী, বিগত দশকে বিশ্বের বেশ কিছু দরিদ্র দেশে স্কুল সঙ্কট মোকাবেলায় কোন উন্নতিই হয় নি।
পরবর্তী একটি প্রতিবেদনে শিক্ষার মান যাচাই করতে গিয়ে তারা বলেছেন, অবস্থা বেশ সঙ্গিন- ৬০ কোটিরও বেশি শিশু স্কুলে যাচ্ছে, কিন্তু শিখছে না কিছুই।
পশ্চিমা ধনী দেশগুলোতে যেখানে মেয়েরা পড়াশোনায় ছেলেদের চেয়ে অনেকটা এগিয়ে, সেখানে সাব-সাহারান আফ্রিকার মতো দরিদ্র দেশে স্কুলগুলোয় মেয়েদের খুঁজে পাওয়াটাই বরং দুষ্কর।
তাই আন্তর্জাতিক মেয়ে শিশু দিবস এ জাতিসঙ্ঘ একটি ক্যাম্পেইন `ওয়ান` পরিচালনা করছে। এখানে মেয়েদের পড়াশোনা অবান্ধব ১০ টি দেশের তালিকা তৈরি করেছে তারা।
সংঘাত-পূর্ণ অঞ্চল: এ ১০ টি দেশের বেশিরভাগ স্কুলগুলোতেই মেয়েদের উপস্থিতি নগণ্য। এ দেশগুলোর অধিকাংশ পরিবারই দারিদ্র্য, স্বাস্থ্যহানি, পুষ্টি-হীনতা এবং যুদ্ধ-সংঘাতের কারণে উৎখাতের শিকার।
প্রতিবেদনে বলা হয়, এখানে ধরেই নেয়া হয়, স্কুলে যাবার বদলে মেয়েরা কাজ করবে। অসংখ্য মেয়ে শিশুর বিয়ে হয়ে যায়, আর এর সাথেই শেষ হয়ে যায় তার শিক্ষার্জনের সমস্ত সম্ভাবনা।
এই সংঘাতপূর্ণ অঞ্চলগুলোতে মেয়েদের পড়াশোনা ছেড়ে দেয়ার হার অন্যান্য অঞ্চলগুলোর প্রায় দ্বিগুণ-জাতিসংঘের পরিসংখ্যান তাই বলছে। সংঘাতের কারণে অপর্যাপ্ত তথ্য-পরিসংখ্যানের অভাবে তালিকায় অন্তর্ভুক্ত করা সম্ভব হয় নি সিরিয়ার অবস্থা।
দেশগুলো বাছাই করা হয়েছে মূলত: প্রাথমিক স্কুলের সুবিধা হীন মেয়েদের সংখ্যা, মাধ্যমিক স্কুলের সুবিধা হীন মেয়েদের সংখ্যা, প্রাথমিক শিক্ষা শেষ করতে পারা মেয়েদের সংখ্যা, মাধ্যমিক পর্যায়ের শিক্ষা শেষ করতে পারা মেয়েদের সংখ্যা, গড়ে কত বছর করে মেয়েরা স্কুলে যায়, নারীদের অশিক্ষার হার, শিক্ষক প্রশিক্ষণের সংখ্যা বা মাত্রা, শিক্ষক-শিক্ষার্থী অনুপাত এবং শিক্ষায় সরকারী ব্যয়।
১০টি দেশের মধ্যে রয়েছে : ১. দক্ষিণ সুদান : বিশ্বের নবীনতম স্বাধীন এই দেশটি অনেক দ্বন্দ্ব-সংঘাতের মুখোমুখি হয়েছে,ধ্বংস হয়েছে অসংখ্য স্কুল, পরিবারগুলো বাধ্য হয়েছে বাড়িঘর ছেড়ে পালিয়ে যেতে। এখানে তিন-চতুর্থাংশ মেয়েরাই প্রাথমিক স্কুলের গণ্ডিই পার হতে পারে না।
২.মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র : ৮০ জন শিক্ষার্থীর জন্য একজন মাত্র শিক্ষক।
৩.নাইজার : ১৫ থেকে ২৪ বছর বয়সের মেয়েদের মধ্যে মাত্র ১৭ শতাংশ শিক্ষিত।
৪. আফগানিস্তান : তীব্র লিঙ্গ বৈষম্য আছে যেখানে স্কুলগুলোতে মেয়েদের তুলনায় ছেলেদের পরিমাণ বেশি।
৫. চাদ : মেয়ে শিশু এবং নারীদের শিক্ষার্জনের ক্ষেত্রে অনেক সামাজিক আর অর্থনৈতিক প্রতিবন্ধকতা কাজ করে।
৬.মালি : মাত্র ৩৮ শতাংশ মেয়েরা প্রাথমিক শিক্ষার গণ্ডি পেরোতে সক্ষম হয়।
৭.গিনি: ২৫ বছর বয়সের বেশি নারীরা পড়াশোনায় ১ ঘণ্টারও কম সময় ব্যয় করতে পারে।
৮.বুরকিনা ফাসো : এখানে মাত্র ১ শতাংশ মেয়েরা মাধ্যমিক পড়াশোনা শেষ করতে পারে।
৯.লাইবেরিয়া : প্রাথমিক পর্যায়ের দুই-তৃতীয়াংশ শিক্ষার্থীই স্কুলে যায় না।
১০.ইথিওপিয়া: পাঁচ জনের মধ্যে দুই জন মেয়েরই ১৮ বছর বয়সের আগেই বিয়ে হয়ে যায়।
শিক্ষকের সঙ্কট এ দেশগুলোর একটি সাধারণ সমস্যা: গত বছর জাতিসংঘের একটি বক্তব্য অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে বিশ্বের শিক্ষাব্যবস্থা নিয়ে আন্তর্জাতিক লক্ষ্যমাত্রা অর্জন করতে হলে আরও ৬৯ মিলিয়ন শিক্ষকের প্রয়োজন।
জাতিসংঘের এই প্রতিবেদনটি বলছে যে, মেয়েদেরকে যদি স্কুলে রাখা যায় তবে অর্থনৈতিক ক্ষেত্রে বিরাট পরিবর্তন আনা সম্ভব হবে।
এবং ব্যক্তি পর্যায়েও এর প্রভাবটা বেশ সুন্দর, ফ্লোরেন্স শেপ্তোর কথাই ধরা যাক, কেনিয়ার এক দুর্গম গ্রামে বাস করা এই নারী ৬০ বছর বয়সে পড়াশোনা শিখেছেন।
ক্যাম্পেইন ওয়ান এর প্রেসিডেন্ট গেইল স্মিথ মেয়েদের পড়াশোনার এই ব্যর্থতাকে `দারিদ্র্য উস্কে দেয়ার বৈশ্বিক সংকট` বলে উল্লেখ করেছেন।
তিনি আরও বলেন, ’১৩০ মিলিয়ন বা ১৩ কোটির এরও বেশি মেয়ে এখনও স্কুলে যেতে পারছে না। অর্থাৎ সম্ভাবনাময় ১৩০ মিলিয়ন ডাক্তার, ইঞ্জিনিয়ার, উদ্যোক্তা, শিক্ষক আর রাজনীতিবিদ যাদের নেতৃত্ব থেকে বিশ্ব বঞ্চিত হচ্ছে’।
- মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেল সিংহ
- খালেদা জিয়া জন্য জার্মানি থেকে আসছে এয়ার অ্যাম্বুলেন্স
- ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ২০০
- পিঠা খেতে ঢাকা ছাড়লেন পরীমণি
- এআই প্রতিষ্ঠানে বিনিয়োগ করলেন রোনালদো
- কনার নতুন ছবি ঘিরে বিয়ের গুঞ্জন
- নির্বাচন সামনে রেখে ঢাকার ৫০ থানার ওসি বদলি
- ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসছেন মেক্সিকোর প্রেসিডেন্ট
- ইউএনও হলেন লাক্স সুন্দরী সোহানিয়া
- পশ্চিমবঙ্গ পুলিশে যোগ দিলেন ভারতের বিশ্বকাপজয়ী ক্রিকেটার
- বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি স্থগিত যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়ে
- সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘শাটডাউন’ কর্মসূচি স্থগিত
- বিশৃঙ্খলায় ডুবছে গ্রোকিপিডিয়া
- লিভার ভালো রাখতে যে ৩ খাবার খাবেন
- আজ আসছে না এয়ার অ্যাম্বুলেন্স, খালেদা জিয়ার লন্ডন যাত্রা পেছাল
- পুতিনকে জড়িয়ে ধরে স্বাগত জানালেন মোদি
- খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে প্রধান উপদেষ্টা
- নাসরিনের অধিনায়ক সানজিদা, সাবিনা-মাসুরারা অন্য ক্যাম্পে
- বিয়ে নিয়ে প্রথম মুখ খুললেন রাশমিকা
- খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক ঢাকায়
- হেলিকপ্টারে বিমানবন্দর যাবেন খালেদা
- বেশির ভাগ সবজিই ৬০-৮০ টাকার ওপরে
- আজ মধ্যরাতে লন্ডনে নেওয়া হবে খালেদা জিয়াকে
- লিভার ভালো রাখতে যে ৩ খাবার খাবেন
- ‘পরিবেশ ন্যায়বিচার প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করছে সরকার’
- পিঠা খেতে ঢাকা ছাড়লেন পরীমণি
- আগামী নির্বাচন নিয়ে জাতি গর্ব করবে : প্রধান উপদেষ্টা
- খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স পাঠাতে সম্মতি কাতারের
- তলবের ১০ মিনিটেই হাজির জেডআই খান পান্না, চাইলেন নিঃশর্ত ক্ষমা
- ইউএনও হলেন লাক্স সুন্দরী সোহানিয়া


