ঢাকা, বৃহস্পতিবার ০২, মে ২০২৪ ৬:৪২:৪৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি প্রধানমন্ত্রীর শুভেচ্ছা মদিনায় ভারি বৃষ্টিতে বন্যা, রেড অ্যালার্ট জারি দুই মাসের নিষেধাজ্ঞা শেষে ইলিশ ধরা শুরু ভর্তি পরীক্ষায় ব্যর্থ, পদ্মায় ঝাঁপ দিয়ে তরুণীর আত্মহত্যা মহান মে দিবস আজ ক্যারিয়ার সেরা র‍্যাংকিংয়ে জ্যোতি চুয়াডাঙ্গায় আজ ৪৩.৭ ডিগ্রি, ২৯ বছরের মধ্যে সর্বোচ্চ

২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ২৩৩৪ ডেঙ্গু রোগী

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৫২ পিএম, ১২ আগস্ট ২০১৯ সোমবার

গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই হাজার ৩৩৪ জন রোগী। এর মধ্যে রাজধানীর বাইরে দেশের বিভিন্ন হাসপাতালে এক হাজার ৩৫৩ জন আর ঢাকার বিভিন্নি হাসপাতালে ভর্তি হয়েছে ৯৮১ জন ডেঙ্গু রোগী।

গতকাল রোববার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টর ও কন্ট্রোল রুম ডেঙ্গু পরিস্থিতির নতুন এ চিত্র তুলে ধরে।

সরকাররে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবষেণা প্রতিষ্ঠিান রোববার আরও ১১ জন ডেঙ্গুতে আক্রান্ত রোগীর মৃত্যু নিশ্চিত করেছে। এ নিয়ে সরকারি হিসাবে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা হলো ৪০।

ঈদের ছুটিতে মানুষের বাড়ি ফেরার হিড়িকে ঢাকা থেকে ডেঙ্গু ভাইরাস বাইরে জেলাগুলোতে ছড়িয়ে যাওয়ার আভাস পাওয়া যাচ্ছে। সরকারি হিসাবে ঢাকার বাইরে ডেঙ্গুর প্রকোপ সবচেয়ে বেশি লক্ষ্য করা যাচ্ছে চট্টগ্রাম বিভাগে। আর সবচেয়ে কম সিলেট বিভাগে।

গত মাসের মাঝামাঝি সময়ে ঢাকার বাইরে ডেঙ্গু রোগী শনাক্ত হয়। তখন ধারণা করা হচ্ছিল, ডেঙ্গুতে আক্রান্ত রোগীরা ঢাকা থেকে আক্রান্ত হয়ে বিভিন্ন জেলায় গিয়েছিলেন। এর কয়েকদিনের মধ্যেই আবার এমন অনেকে আক্রান্ত হন যাদের সাম্প্রতিক সময়ে ঢাকায় কোনো যাতায়াত ছিল না।