ঢাকা, বুধবার ২৪, ডিসেম্বর ২০২৫ ৫:৩৫:০৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ফুড সেফটি নিশ্চিত না হলে মাছের উৎপাদন বাড়ানোর অর্থ নেই বাংলাদেশ উপ-হাইকমিশনের দিকে আসা বিক্ষোভকারীদের ব্যাপক লাঠিচার্জ একনেকে ৪৬ হাজার কোটি টাকার ২২ প্রকল্প অনুমোদন শেখ হাসিনা-সেনা কর্মকর্তাসহ ১৭ জনের বিচার শুরু নোয়াখালীতে চর দখল নিয়ে দুই পক্ষের গোলাগুলি, নিহত ৫

৬০ বছরে প্রথমবার কমলো চীনের জনসংখ্যা

আন্তর্জাতিক ডেস্কঃ | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:০৫ পিএম, ১৭ জানুয়ারি ২০২৩ মঙ্গলবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

চীনে ৬০ বছরের মধ্যে প্রথমবারের মতো কমেছে জনসংখ্যা। ২০২২ সালের শেষ দিকে দেশটিতে মোট জনসংখ্যা কমে দাঁড়ায় ১৪১ কোটি ১৭ লাখ ৫ হাজারে। এর আগের বছর ২০২১ সালে দেশটির জনসংখ্যা ছিল ১৪১ কোটি ২৬ লাখ। আজ মঙ্গলবার চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরোর বরাত দিয়ে সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে।

জনসংখ্যার এ পরিসংখ্যান প্রকাশের আগে ন্যাশনাল পিপলস কংগ্রেসের কৃষি ও গ্রামীণবিষয়ক কমিটির ভাইস চেয়ারম্যান কাই ফ্যাং বলেছেন, ‘প্রত্যাশিতর চেয়ে অনেক আগেই শীর্ষে পৌঁছেছিল চীনের জনসংখ্যা। তবে জনসংখ্যা-অর্থনীতিবিষয়ক বিশেষজ্ঞরা ভবিষ্যদ্বাণী করেছিলেন, ২০২২ অথবা ২০২৩ সালের পরে আমাদের দেশ নেতিবাচক জনসংখ্যা বৃদ্ধির যুগে প্রবেশ করবে।’


চীনে গত বছর জন্মহার ছিল প্রতি এক হাজার জনে ৬ দশমিক ৭৭ জন, যা ২০২১ সালের ৭ দশমিক ৫২ জন্মহার থেকে কম। এ ছাড়া ১৯৭৬ সালের পর সর্বোচ্চ মৃত্যুহার রেকর্ড করেছে চীন। গত বছর মৃত্যুহার ছিল এক হাজার জনে ৭ দশমিক ৩৭ জন। ২০২১ সালে এ হার ছিল ৭ দশমিক ১৮।

এদিকে কয়েক বছর ধরে চীনের জনগণকে আরও সন্তান নিতে এবং বার্ধক্যজনিত কারণে তৈরি হওয়া জনসংখ্যাগত সংকট সমাধানে আহ্বান জানিয়ে আসছে দেশটির সরকার। এমনকি সন্তান জন্ম নেওয়ার পর ভর্তুকি দেওয়া থেকে শুরু করে ট্যাক্সের ক্ষেত্রেও নিয়মনীতি সহজ করেছে দেশটি।