আফগানিস্তানে ‘শেষ আশা’ও হারাচ্ছেন নারীরা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৪০ এএম, ১ অক্টোবর ২০২৫ বুধবার
ছবি: সংগৃহীত
আফগানিস্তানে ক্ষমতাসীন তালেবান সরকারের সিদ্ধান্তে মঙ্গলবার থেকে দেশজুড়ে ইন্টারনেট ও টেলিযোগাযোগ কার্যত অচল হয়ে গেছে। আন্তর্জাতিক ইন্টারনেট নজরদারি সংস্থা নেটব্লকসসহ অন্যরা বলছে, এটি একটি ‘সম্পূর্ণ ইন্টারনেট ব্ল্যাকআউট’। তালেবানের হঠাৎ এই পদক্ষেপে শিক্ষা, ব্যবসা ও যোগাযোগের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে ব্যাপক বিপর্যয় নেমে এসেছে।
বিবিসি জানিয়েছে, তালেবানের এই ইন্টারনেট ব্ল্যাকআউটে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন দেশটির নারীরা। ২০২১ সালে ক্ষমতায় ফেরার পর তালেবান নারীদের শিক্ষা ও চাকরির অধিকারে একের পর এক নিষেধাজ্ঞা জারি করেছে। ষষ্ঠ শ্রেণির পর পড়াশোনা বন্ধ, বিশ্ববিদ্যালয়ে নারী লেখকদের বই সরিয়ে ফেলা এবং স্বাস্থ্যসেবাবিষয়ক কোর্সও বাতিল করা হয়। এসব নিষেধাজ্ঞায় বিপর্যস্ত হাজারো নারী শেষ আশ্রয় হিসেবে অনলাইনে পড়াশোনা শুরু করেছিলেন। কিন্তু ইন্টারনেট বন্ধের নতুন এই সিদ্ধান্তে সেই সুযোগও হারালেন তারা।
দেশটির তাখার প্রদেশের শিক্ষার্থী শাকিবা বলেন, ‘আমরা পড়তে চাই, মানুষের উপকারে আসতে চাই। অনলাইনে পড়াশোনা করতাম। কিন্তু এখন ঘরে বসে আর কিছুই করার নেই।’ কাবুলের আরেক নারী শিক্ষার্থী বলেন, ‘আমার স্বপ্ন ছিল পড়ালেখা করে বাবাকে আর্থিকভাবে সহায়তা করা। ইন্টারনেট ছাড়া এখন সব অন্ধকার।’
ধসে পড়েছে ব্যবসা ও চাকরির সুযোগ
শুধু ছাত্রছাত্রীরাই নন, বড় ধাক্কা খেয়েছেন দেশটির শিক্ষক ও ব্যবসায়ীরাও। অনলাইন ইংরেজি প্রশিক্ষক জাবি জানান, তাঁর ৭০-৮০ শিক্ষার্থী আইইএলটিএস পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন। পরীক্ষা চলাকালেই ইন্টারনেট সংযোগ কেটে যায়, ফলে তারা সুযোগ হারান। মানি এক্সচেঞ্জ ব্যবসায়ী আনাস বলেন, ‘আমাদের কাজ ৯০ শতাংশ বন্ধ হয়ে গেছে। ই-মেইল পাঠানো পর্যন্ত সম্ভব নয়।’
বিচ্ছিন্ন হয়েছে আন্তর্জাতিক যোগাযোগ
আফগানিস্তানের সম্পূর্ণ ইন্টারনেট ব্ল্যাকআউটে মোবাইল ইন্টারনেট, স্যাটেলাইট টিভি, এমনকি কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট কার্যক্রমও ব্যাপকভাবে ব্যাহত হয়েছে। অন্তত আটটি ফ্লাইট বাতিলের তথ্য জানিয়েছে রয়টার্স। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো তাদের কাবুল কার্যালয়ের সঙ্গে যোগাযোগ হারিয়েছে।
আতঙ্কে আছেন বিদেশে থাকা আফগান প্রবাসীরাও। ভারতে থাকা মোহাম্মদ হাদি বলেন, ‘কোনোভাবে পরিবারের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। তারা নিরাপদে আছে কিনা, তাও জানার উপায় নেই।’ কাবুলের সংবাদমাধ্যম টোলো নিউজ জানিয়েছে, তাদের সম্প্রচারেও বিঘ্ন ঘটছে।
মানবাধিকার সংকটের শঙ্কা
জাতিসংঘের সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছিল, তালেবানের শাসনে নারীরা ব্যাপকভাবে বৈষম্য ও ভয়ভীতির মুখে আছেন। এখন ইন্টারনেট বন্ধ হয়ে যাওয়ায় সেই সংকট আরও গভীর হলো। নারী অধিকারকর্মীরা বলছেন, এটি শুধু শিক্ষা বা চাকরির পথ নয়, বাইরের দুনিয়ার সঙ্গে আফগানদের শেষ যোগাযোগও কেটে দিয়েছে। দেশটির প্রবীণ সাংবাদিক হামিদ হায়দারি মন্তব্য করেছেন, ‘বিচ্ছিন্নতায় আফগানিস্তান এখন উত্তর কোরিয়ার সঙ্গে প্রতিযোগিতা করছে।’
বিশ্লেষকদের মতে, ইন্টারনেট বন্ধ থাকলে ব্যাংকিং, ই-কমার্স ও মানবিক সহায়তা ব্যবস্থাও ভেঙে পড়বে। এতে আফগানিস্তান আরও গভীর সংকটে পড়বে এবং আন্তর্জাতিক অঙ্গন থেকে কার্যত বিচ্ছিন্ন হয়ে যাবে।
- মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেল সিংহ
- খালেদা জিয়া জন্য জার্মানি থেকে আসছে এয়ার অ্যাম্বুলেন্স
- ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ২০০
- পিঠা খেতে ঢাকা ছাড়লেন পরীমণি
- এআই প্রতিষ্ঠানে বিনিয়োগ করলেন রোনালদো
- কনার নতুন ছবি ঘিরে বিয়ের গুঞ্জন
- নির্বাচন সামনে রেখে ঢাকার ৫০ থানার ওসি বদলি
- ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসছেন মেক্সিকোর প্রেসিডেন্ট
- ইউএনও হলেন লাক্স সুন্দরী সোহানিয়া
- পশ্চিমবঙ্গ পুলিশে যোগ দিলেন ভারতের বিশ্বকাপজয়ী ক্রিকেটার
- বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি স্থগিত যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়ে
- সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘শাটডাউন’ কর্মসূচি স্থগিত
- বিশৃঙ্খলায় ডুবছে গ্রোকিপিডিয়া
- লিভার ভালো রাখতে যে ৩ খাবার খাবেন
- আজ আসছে না এয়ার অ্যাম্বুলেন্স, খালেদা জিয়ার লন্ডন যাত্রা পেছাল
- পুতিনকে জড়িয়ে ধরে স্বাগত জানালেন মোদি
- খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে প্রধান উপদেষ্টা
- নাসরিনের অধিনায়ক সানজিদা, সাবিনা-মাসুরারা অন্য ক্যাম্পে
- বিয়ে নিয়ে প্রথম মুখ খুললেন রাশমিকা
- হেলিকপ্টারে বিমানবন্দর যাবেন খালেদা
- খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক ঢাকায়
- আজ মধ্যরাতে লন্ডনে নেওয়া হবে খালেদা জিয়াকে
- বেশির ভাগ সবজিই ৬০-৮০ টাকার ওপরে
- ‘পরিবেশ ন্যায়বিচার প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করছে সরকার’
- লিভার ভালো রাখতে যে ৩ খাবার খাবেন
- আগামী নির্বাচন নিয়ে জাতি গর্ব করবে : প্রধান উপদেষ্টা
- খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স পাঠাতে সম্মতি কাতারের
- তলবের ১০ মিনিটেই হাজির জেডআই খান পান্না, চাইলেন নিঃশর্ত ক্ষমা
- পিঠা খেতে ঢাকা ছাড়লেন পরীমণি
- মায়ের সঙ্গে কারাগারে ২ বছরের শিশু











